
27/08/2025
মালয়েশিয়ায় অবস্থিত প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মোঃ রাকিব। বাড়ি সখীপুর উপজেলার কচুয়া সাবেদের চালা এলাকায়।
আমি বৈধ ভিসায় মালয়েশিয়ায় কাজ করছি (Sing Foong Niap Engineering Sdn Bhd কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে)।
দুঃখের সাথে জানাচ্ছি যে, কাজ করার সময় কোম্পানির অবহেলার কারণে আমি গুরুতর আঘাত পাই। সঠিক চিকিৎসার ব্যবস্থা না করায় আমার হাত কেটে ফেলতে হয়েছে। বর্তমানে আমি কর্মক্ষম নই এবং আমার পরিবারে উপার্জনের মতো অন্য কেউ নেই। আমার কোম্পানি কোনো সঠিক চিকিৎসা ব্যবস্থা, ক্ষতিপূরণ বা প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করছে না এবং আমার খোঁজখবরও নিচ্ছে না।
ফলে আমি মানবেতর জীবনযাপন করছি। অতএব, বিনীত অনুরোধ:
১. আমার চিকিৎসা ও ক্ষতিপূরণের বিষয়টি দ্রুত দেখার ব্যবস্থা করুন।
২. আমাকে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সহায়তা দিন।
৩. আমার নিয়োগকর্তার অবহেলার কারণে আমি যাতে যথাযথ ন্যায়বিচার ও ক্ষতিপূরণ পাই সেই ব্যবস্থা গ্রহণ করুন।
আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন করছি, দয়া করে আমার প্রতি মানবিক সহানুভূতি দেখিয়ে সহায়তা করুন।
নিবেদক,
হাসান মোঃ রাকিব
পাসপোর্ট নং: A00964241
জাতীয়তা: বাংলাদেশী
বর্তমান কর্মস্থল: Sing Foong Niap Engineering Sdn Bhd, Selangor, মালায়সিয়া
আমার হুয়ারসেব নম্বর +60 14‑391 5258