Daily Intizar

Daily Intizar "The Daily intizar"
Registration no: D.A - 17 68 News

আজকের ইনতিজার পত্রিকার  ই-পেপারতারিখ: ০৬-০৭-২০২৫ ইং.
05/07/2025

আজকের ইনতিজার পত্রিকার ই-পেপার

তারিখ: ০৬-০৭-২০২৫ ইং.

আজকের ইনতিজার পত্রিকার  ই-পেপারতারিখ: ০৫-০৭-২০২৫ ইং.
04/07/2025

আজকের ইনতিজার পত্রিকার ই-পেপার

তারিখ: ০৫-০৭-২০২৫ ইং.

একটি নতুন সূচনা, একটি নতুন প্রত্যয়...আজ থেকে দৈনিক ইনতিজার এ পখ চলা সুরু হল।(ব্যাপক প্রচারের সহযোগিতা করুন)ধন্যবাদান্তে,...
04/07/2025

একটি নতুন সূচনা, একটি নতুন প্রত্যয়...
আজ থেকে দৈনিক ইনতিজার এ পখ চলা সুরু হল।

(ব্যাপক প্রচারের সহযোগিতা করুন)

ধন্যবাদান্তে,
সাজ্জাদুল বারী
নির্বাহী সম্পাদক
দৈনিক ইনতিজার

04/07/2025

দৈনিক ইন্তিজার পত্রিকার অভিষেক অনুষ্ঠান

04/07/2025

দৈনিক ইনতিজার পত্রিকার অভিষেক অনুষ্ঠান

রোটার‌্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানীর ২০তম ইনস্টলেশন ও বর্ষসমাপ্তি অনুষ্ঠান মাভাবিপ্রবি প্রতিনিধি:"রোটার‌্যাক্ট ক্লাব অব...
03/07/2025

রোটার‌্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানীর ২০তম ইনস্টলেশন ও বর্ষসমাপ্তি অনুষ্ঠান

মাভাবিপ্রবি প্রতিনিধি:

"রোটার‌্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাংগাইল" এর ২০তম ক্লাব ইনস্টলেশন সেরেমনি ও বর্ষসমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্প্রতিবার) ৩রা জুলাই ২০২৫ ইং সন্ধ্যা ৬ টায় টাংগাইল জেলার ভিক্টোরিয়া ফুড জোন এন্ড পার্টি সেন্ট্রারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোটার‌্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানী টাংগাইল কর্তৃক এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে।

ভিক্টোরিয়া ফুড সেন্টারের কনফারেন্স রুমে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নবনির্বাচিত বোর্ড মেম্বারদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয় এবং বিদায়ী কমিটির কার্যক্রমের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোটারিয়ান অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা বলেন, "গত এক বছরে রোটার‌্যাক্ট ক্লাব অসাধারণ কার্যক্রম পরিচালনা করেছে। কমিউনিটি সার্ভিস, ক্যারিয়ার গাইড, আরও নানা সামাজিক প্রকল্পের মাধ্যমে সবাই মিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আপনারা সত্যিই এই ক্লাবের সুনাম অটুট রেখেছেন।"

অনুষ্ঠানের সভাপতি পলাশ হোসেন বলেন, "আজকের দিনে, নতুন কার্যনির্বাহী পরিষদের পরিচয় ও উত্তীর্ণদের স্বীকৃতি, পুরস্কার বিতরণ ও বরণীয় মুহূর্তগুলোকে তুলে ধরবে আমাদের ভবিষ্যত পথচলার মানচিত্র। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও উৎসাহ নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আগামী বছর এই ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাব।"

প্রোগ্রামের চেয়ারম্যান এস এম জাহিদ হোসেন বলেন, "আমরা গত এক বছরে অনেক কিছু অর্জন করেছি—সেবামূলক কর্মকাণ্ড, মিলনমেলা ও উঠতি প্রজন্মের জন্য নানা উদ্যোগ। আজকের এই আয়োজন আমাদের পুরনো সাফল্যকে স্মরণ করে নতুন সংস্কৃতি ও দায়িত্বের অঙ্গীকার করে।"

এছাড়া বিশেষ অতিথি হিসেবে রোটারিয়ান মেজবাহ উদ্দিন, সাব্বির আহমেদ পল, হামিদুল হক চৌধুরী শেলি এবং ক্লাব এডভাইজর অধ্যাপক ড. পিনাকী দে উপস্থিত ছিলেন। উক্ত প্রোগ্রামে ক্লাব ট্রেনিং সেশন পরিচালনা করেন পিডিআরআর মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা রোটার‌্যাক্ট ক্লাবের সমাজসেবামূলক কার্যক্রম, নেতৃত্ব বিকাশ ও যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালনার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও, বিগত বছরে ক্লাবের কার্যক্রম তুলে ধরা হয় এবং আগামী বছরের পরিকল্পনা ঘোষণা করা হয়।

পরবর্তীতে সাকিব হাসান খানের নেতৃত্ব নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রাখতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল:বিএনপির প্রচার সম্পাদক সুলতান ...
03/07/2025

গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রাখতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু
সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল:
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলমান রাখতে হবে- এই দেশটি আমাদের সকলের, সকলে মিলেই উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সব দ্বিধা-দ্ব›দ্ব এবং আন্দোলনকে নিয়ে বির্তক না করে সকলে মিলে ঐক্যবদ্বভাবে আগামির বাংলাদেশ গড়ে তুলতে হবে- আগামির বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ জুলাই) টাঙ্গাইল মেডিকেল কলেজে জুলাই-আগস্ট গণঅভ্যুথান, শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ড্যাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামিতে আমরা সন্ত্রাসমুক্ত, নৈরাজ্যমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ চাই। বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে,
সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত হবে, জনগন দুর্ভোগ পায় এই রকম কাজের সাথে সম্পৃক্ত হবে,
যারা অন্যায়ের সাথে জড়িত থাকবেন- তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে অসংখ্য বিএনপি নেতা গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের
দেশনেত্রীকে দীর্ঘ ৬ বছর জেলে রাখা হয়েছে। অসংখ্য আলেম-উলামাদের হত্যা করা হয়েছে। আজকে এই আন্দোলনে একমাত্র সংগঠন বিএনপি, যে সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী শহীদ
হয়েছেন।

সুলতান সালাউদ্দিন বলেন, আজ জুলাই-আগস্ট গণঅভ্যুথান এক বছর প্রায় পূর্ণ হয়েছে। যদি
আমরা দ্বিধা-বিভক্ত হয়ে যাই যারা শহীদ হলেন, যারা রক্ত দিলেন- তাদের রক্ত কিন্তু প্রশ্ন করবে। এই
জন্যই কি আমরা শহীদ হয়েছি। এ জন্যই কি আমরা রক্ত দিয়েছি। বংলাদেশের মানুষ ফ্যাসিবাদের
বিদায় করেছে- সামনে গণতন্ত্র আসবে এটাই স্বাভাবিক।

এ সময় টাঙ্গাইল জেলা ড্যাবের সভাপতি ডা. আব্দুল মতিনের সভাপতিত্বে রক্তদান কর্মসূচির
উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা
বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ। এসময় টাঙ্গাইল জেলা বিএনপি ও
এর অঙ্গ সংগঠন এবং জেলা ড্যাবের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘাটাইলে গজারি বনে অবৈধ দুই সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
02/07/2025

ঘাটাইলে গজারি বনে অবৈধ দুই সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

02/07/2025

আমাদের ওয়েবসাইট আপডেট করা হচ্ছে
dailyintizarbd.com

Address

South College Para
Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when Daily Intizar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Intizar:

Share