Jui Entertainment

Jui Entertainment ✅ its me Jui- 🔰

✅ All support me by like comment and following my page and enjoy my content

✅ Thank You 😇

20/05/2025

জীবন কখনো আমাদের এমন এক পথে নিয়ে যায়, যেখানে আমরা হারিয়ে ফেলি সেই সবকিছু যা একসময় আমাদের খুব প্রিয় ছিল। সময়ের সঙ্গে সবকিছু বদলে যায়। কিন্তু কিছু স্মৃতি মনের কোণে অমলিন হয়ে থাকে, যেগুলো আর কখনো ফিরে আসে না।

07/06/2024

বিসিক মেলা ২০২৪ - এ ব্লক | টাঙ্গাইল এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে চলেছি টাঙ্গাইলের বিসিক মেলার এ ব্লকে। এখানে আপনি দেখতে পাবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী। মেলায় অংশগ্রহণকারীরা তাদের হাতে তৈরি নানান ধরণের পণ্য নিয়ে এসেছেন, যা তাদের সৃজনশীলতার পরিচয় বহন করে। এখানে পাওয়া যাবে টাঙ্গাইলের প্রসিদ্ধ তাঁতের শাড়ি, হাতে তৈরি গহনা, মাটির জিনিসপত্র, কাঠের আসবাবপত্র, বুটিক ও কারুশিল্প সামগ্রী এবং আরও অনেক কিছু।বিসিক মেলা কেবলমাত্র একটি প্রদর্শনী নয়, এটি উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম যেখানে তারা তাদের সৃজনশীলতা ও পণ্যকে বৃহত্তর জনগণের কাছে তুলে ধরতে পারেন। মেলায় আসা দর্শনার্থীরা এখান থেকে বিভিন্ন ধরণের পণ্য কিনতে পারেন এবং উদ্যোক্তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।এ ভিডিওটি দেখুন এবং জানুন বিসিক মেলার এ ব্লক সম্পর্কে বিস্তারিত। মেলায় আসুন, সৃজনশীলতাকে উদযাপন করুন এবং দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পকে সমর্থন করুন। #বিসিক #মেলা, #টাঙ্গাইল #মেলা, #ক্ষুদ্র ও #কুটির #শিল্প, #তাঁতের #শাড়ি, #হাতের #কাজ, #কারুশিল্প, #উদ্যোক্তা, #বিসিক এ #ব্লক #

30/04/2024

মানুষ এতোই আত্ম-অহমিকায় ভোগে যে, অন্যের বিপদকে ‘পাপের ফল’ এবং নিজের বিপদকে ‘আল্লাহর পরীক্ষা’ মনে করে।
অথচ বাস্তবে এর সম্পূর্ণ বিপরীত হতে পারে।

18/01/2024

সবাই কি আর অভিমান বুঝতে পারে প্রিয়!

খিটখিটে মেজাজ, মোড সুইং আর রেগে যাওয়া এই সব কিছুই কিন্তু সাময়িক,! কিন্তু ঐ যে আমাদের জীবনে আমাদের বুঝতে পারার মানুষ খুবই কম, তাই তো আমাদের সাময়িক এই রাগ আর খিটখিটে মেজাজ কে, সহ্য করে কাছে আগলে রাখার বদলে তৈরি করে দূরত্ব।
রাগ আর অভিমান দুটোই দুই মেরুর বাসিন্দা!
তবুও কখনো কখনো আমাদের কাছের লোক রাই অভিমানকে রাগ ভেবে ভুল করে।

কারণ অভিমান বোঝার ক্ষমতা খুব কম লোকেরই আছে.... 🖤

14/01/2024

মানুষ কথা দেয় মূহুর্তকে সুন্দর করার জন্য..!🙂

11/01/2024

পৃথিবীতেও এত রঙ নাই।
যত রঙ মানুষের ভিতরে লুকিয়ে থাকে!

Address

Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when Jui Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share