Life in USA

Life in USA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Life in USA, Digital creator, New York, .

Life in USA 🇺🇸
Fun, Facts & Real Life from the USA!
দেখুন প্রবাস জীবনের ফানি মোমেন্ট, দরকারি টিপস আর ভ্লগ – সব একসাথে।
Like এবং Follow করুন – হাসুন, শিখুন, কানেক্টেড থাকুন! আমরা শেয়ার করি প্রবাস জীবনের মজার ঘটনা, দরকারি টিপস, আর ভ্লগস!

Tiger আসলে বেশি শক্তিশালী, তবে কেন Lion-কে King of the Jungle বা বনের রাজা বলা হয়?”১. শারীরিক শক্তি তুলনা • বাঘ (Tiger):...
16/08/2025

Tiger আসলে বেশি শক্তিশালী, তবে কেন Lion-কে King of the Jungle বা বনের রাজা বলা হয়?”

১. শারীরিক শক্তি তুলনা
• বাঘ (Tiger):
• গড় ওজন ২০০–৩০০ কেজি (সাইবেরিয়ান টাইগার হলে আরও বেশি)।
• সিংহের চেয়ে আকারে ও শক্তিতে এগিয়ে।
• একা শিকার করে, ফুর্তি ও স্টেলথ অসাধারণ।
• সিংহ (Lion):
• গড় ওজন ১৫০–২৫০ কেজি।
• শারীরিকভাবে বাঘের চেয়ে সামান্য দুর্বল।
• তবে দলবদ্ধভাবে (pride) থাকে → সম্মিলিত শক্তি বেশি।

👉 সরাসরি তুলনায় বাঘ একক যুদ্ধে বেশি শক্তিশালী ধরা হয়।

২. সামাজিক কাঠামো ও মর্যাদা
• সিংহ দলবদ্ধ প্রাণী (Pride Animal):
• একটি প্রাইডে থাকে অনেক স্ত্রী সিংহ, বাচ্চা, আর এক বা একাধিক পুরুষ সিংহ।
• পুরুষ সিংহ প্রাইডকে রক্ষা করে বাইরের আক্রমণ থেকে।
• এই দায়িত্ববোধ, নেতা হিসেবে দাঁড়ানো — “রাজা” ইমেজ তৈরি করেছে।
• বাঘ একাকী প্রাণী:
• একা থাকে, একা শিকার করে।
• কোনো সামাজিক কাঠামো নেই।
• তাই “রাজা” বা “নেতা” হিসেবে তার ভাবমূর্তি তৈরি হয়নি।

৩. কেশর (Mane) এর প্রতীক
• পুরুষ সিংহের কেশর তাকে রাজকীয় ও ভয়ংকর চেহারা দেয়।
• ঐতিহাসিকভাবে মানুষ সবসময় কেশর দেখে সিংহকে “মুকুট পরা রাজা” ভেবে এসেছে।

৪. সাংস্কৃতিক ও ঐতিহাসিক কারণ
• আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে প্রাচীন সভ্যতাগুলো সিংহ দেখেছে বেশি (বাঘ নয়)।
• বাইবেল, প্রাচীন মিশর, গ্রিক-রোমান সভ্যতায় সিংহকে শক্তি, সাহস, মর্যাদার প্রতীক ধরা হতো।
• ফলে “King of Beasts” বা “King of the Jungle” নামটা সিংহের সাথেই স্থায়ী হয়ে গেছে।
✅ সংক্ষেপে:
• বাঘ শারীরিকভাবে বেশি শক্তিশালী।
• কিন্তু সিংহ তার দলবদ্ধ জীবন, রক্ষক চরিত্র, কেশরের রাজকীয় চেহারা আর সাংস্কৃতিক প্রতীকের কারণে “বনের রাজা” উপাধি পেয়েছে।

টাইগার (বাঘ) আর সিংহ—দু’জনই শীর্ষ শিকারি (apex predator), কিন্তু শক্তি, শিকার কৌশল, আর লড়াইয়ের ধরনে কিছু পার্থক্য আছে।১....
15/08/2025

টাইগার (বাঘ) আর সিংহ—দু’জনই শীর্ষ শিকারি (apex predator), কিন্তু শক্তি, শিকার কৌশল, আর লড়াইয়ের ধরনে কিছু পার্থক্য আছে।
১. শারীরিক শক্তি
• বাঘ (Tiger): সাধারণত সিংহের তুলনায় গড় ওজনে ভারী ও পেশিবহুল, বিশেষ করে Bengal বা Siberian tiger।
• সিংহ (Lion): ওজনে একটু কম হলেও ঘাড় ও সামনের পায়ের পেশি শক্তিশালী, কারণ ওরা বেশি সময় দলগত লড়াই করে।

নির্ণয়: শক্তির দিক থেকে বাঘ এগিয়ে।

২. শিকারের দক্ষতা
• বাঘ: একা শিকার করে, নিঃশব্দে অনুসরণ করে হঠাৎ ঝাঁপ দেয়—গোপন আক্রমণে অসাধারণ।
• সিংহ: সাধারণত pride বা দল বেঁধে শিকার করে, সমন্বিত আক্রমণে দক্ষ।
নির্ণয়: একক শিকার দক্ষতায় বাঘ সেরা, কিন্তু দলগত কৌশলে সিংহ এগিয়ে।
৩. লড়াইয়ের ফলাফল
• ইতিহাস ও চিড়িয়াখানার রেকর্ডে দেখা গেছে—এক-এক করে লড়াই হলে বেশিরভাগ সময় বাঘ জিতেছে।
• কারণ: বাঘের আকার বড়, লাফের শক্তি বেশি, আর একা লড়াইয়ে অভ্যস্ত।
• তবে বুনো পরিবেশে সিংহেরা সাধারণত দলে থাকে—একা বাঘের সুযোগ কমে যায়।

সোজা কথা:
• এক-এক লড়াই: বাঘের জেতার সম্ভাবনা বেশি।
• দল বনাম একা: সিংহদের দল জিততে পারে।

যুক্তরাষ্ট্রের নন ইমিগ্রান্ট ভিসার আবেদন প্রক্রিয়ায় আগামী ২ সেপ্টেম্বর থেকে পরিবর্তন আনা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে...
13/08/2025

যুক্তরাষ্ট্রের নন ইমিগ্রান্ট ভিসার আবেদন প্রক্রিয়ায় আগামী ২ সেপ্টেম্বর থেকে পরিবর্তন আনা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন নিয়ম অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী এবং ৭৯ বছরের বেশি বয়সী সকল আবেদনকারীকেও এখন থেকে সরাসরি দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে কনস্যুলার কর্মকর্তার সামনে সাক্ষাৎকার দিতে হবে। এর আগে উল্লেখিত বয়সের আবেদনকারীরা সাক্ষাৎকার থেকে অব্যাহতি পেতেন। কিন্তু নতুন নীতিতে সবার জন্যই সরাসরি সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি নোটিশে গত ৩১ জুলাই এ তথ্য জানানো হয়েছে। নোটিশটি সম্প্রতি বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসের ওয়েবসাইট ও অফিশিয়াল ফেসবুক পেইজে শেয়ার করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বিশেষ কিছু ক্যাটাগরির আবেদনকারীরা সাক্ষাৎকার প্রদান থেকে ছাড় পেতে পারেন। । এর মধ্যে রয়েছেন এ-১, এ-২, সি-৩ (কর্মকর্তাদের ব্যক্তিগত কর্মচারীরা বাদ), জি-১ থেকে জি-৪, ন্যাটো-১ থেকে ন্যাটো-৬, এবং টেক্রো ই-১ ক্যাটাগরির ভিসাধারীরা। অর্থাৎ কূটনৈতিক ও সরকারি কাজে ব্যবহৃত বিশেষ ধরনের ভিসার আবেদনকারীরা এই নিয়ম থেকে মুক্ত থাকবেন। এছাড়াও, বিশেষ ক্যাটাগরির ভিসায় আবেদনকারীরা যেমন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং তাদের ব্যক্তিগত কর্মচারীরা সাক্ষাৎকার ছাড়া আবেদন করতে পারবেন। পাশাপাশি যারা আগে বৈধভাবে পূর্ণ মেয়াদের ব্যবসা, পর্যটন বা সীমান্ত পারাপার ভিসা নবায়ন করছেন, তারা কয়েক শর্ত পূরণ করলে সাক্ষাৎকার থেকে অব্যাহতি পেতে পারেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সরাসরি সাক্ষাৎকার থেকে ছাড় পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই নিজের দেশের দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করতে হবে। তারাই আবেদন করতে পারবে যাদের আগে কখনো ভিসা প্রত্যাখ্যাত হয়নি।

পররাষ্ট্র দপ্তরের এই নতুন নিয়মে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজনবোধে যে কোনো আবেদনকারীর সাক্ষাৎকার নিতে পারবেন। তাই ভিসার বিস্তারিত নিয়মাবলী ও আবেদন প্রক্রিয়া জানার জন্য দূতাবাস ও কনস্যুলেটের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত দেখে নেওয়ার পরামর্শ রইল

রাজশাহী অঞ্চলে উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা নদীর পানি প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ সেন্টিমিটার করে বাড়ছে। সতর্ক লেভেল অতিক্রম...
13/08/2025

রাজশাহী অঞ্চলে উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা নদীর পানি প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ সেন্টিমিটার করে বাড়ছে। সতর্ক লেভেল অতিক্রম করে বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে নদীপাড়ের নিম্নাঞ্চল। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বহু বাড়ি-ঘর ও স্থাপনা।
মঙ্গরবার দুপুর ১২টায় রাজশাহীর পদ্মায় পানির উচ্চতা ছিল ১৭ দমশিক ৪৪ মিটার। যা বিপদসীমার ৬১ সেন্টিমিটার নিচে।

মেগালডন (Megalodon) আর অর্কা (Orca) তুলনা করলে — শক্তি, আকার, কামড়ের ক্ষমতা — সবদিক থেকেই মেগালডন অর্কার চেয়ে অনেক বেশি ...
13/08/2025

মেগালডন (Megalodon) আর অর্কা (Orca) তুলনা করলে — শক্তি, আকার, কামড়ের ক্ষমতা — সবদিক থেকেই মেগালডন অর্কার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল।

মূল কারণগুলো:
1. আকার ও ওজন
• মেগালডন: প্রায় ৫০–৬০ ফুট লম্বা, ওজন ৫০–৬০ টন পর্যন্ত।
• অর্কা: সাধারণত ২৩–২৬ ফুট লম্বা, ওজন ৫–৬ টন।
2. কামড়ের শক্তি (Bite Force)
• মেগালডন: আনুমানিক ৪০,০০০ পাউন্ড প্রতি বর্গইঞ্চি (psi) পর্যন্ত, যা সমুদ্রের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী কামড়।
• অর্কা: প্রায় ১৯,০০০ psi, যা এখনও বিশাল শক্তিশালী, কিন্তু মেগালডনের অর্ধেকও নয়।
3. শিকার ধরার ক্ষমতা
• মেগালডন: বিশাল আকারের তিমিও এক কামড়ে মারতে পারত।
• অর্কা: দলে শিকার করে, তবে একা থাকলে আকারে অনেক ছোট।

উপসংহার:
বাস্তবিক শক্তি ও একা লড়াইয়ের ক্ষমতায় মেগালডন অনেক বেশি শক্তিশালী ছিল। তবে এখন মেগালডন বিলুপ্ত, আর আজকের সমুদ্রে সবচেয়ে ভয়ঙ্কর শিকারি হিসেবে অর্কা শীর্ষে আছে।

এইসব ভিডিও তেও হাজার হাজার লাইক কমেন্ট হয়!!!!
12/08/2025

এইসব ভিডিও তেও হাজার হাজার লাইক কমেন্ট হয়!!!!

আমার এলাকা টাংগাইলের স্কুলগামী  কোন গরীব বাচ্চাদের যদি স্কুলব্যাগ, খাতা কলম  লাগে , তাহলে জানাবেন। অনেক পরিবার আছে, যারা...
11/08/2025

আমার এলাকা টাংগাইলের স্কুলগামী কোন গরীব বাচ্চাদের যদি স্কুলব্যাগ, খাতা কলম লাগে , তাহলে জানাবেন। অনেক পরিবার আছে, যারা ২/৩ মাসে হয়ত গোস্ত কিনে খেতে পারেন না, তারাও জানাবেন। স্ক্যামাররা দূরে থাকুন। ভালো অবস্থানে থাকা মানুষদের বলছি, আপনার আশেপাশের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ান। যত টুকু পারেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আল্লাহ কারিম।

11/08/2025

সামারের সর্বশেষ পিকনিকের বালিশ খেলায় যারা জিতলেন। বাংগালী নারীদের ঐতিহ্যবাহী এই বালিশ খেলা! New York USA

সুখবর! সুখবর!! সুখবর!!!শুধুমাত্র ভাষা শিখে সরকারিভাবে বিনা খরচে জাপান যাওয়ার সুবর্ণ  সুযোগ।সরকার বাংলাদেশ থেকে জাপানে আগ...
10/08/2025

সুখবর! সুখবর!! সুখবর!!!
শুধুমাত্র ভাষা শিখে সরকারিভাবে বিনা খরচে জাপান যাওয়ার সুবর্ণ সুযোগ।সরকার বাংলাদেশ থেকে জাপানে আগামী ৫ বছরে ১ লক্ষ কর্মী পাঠাবে।সে লক্ষে টাঙ্গাইল টিটিসিতে জাপানি ভাষা কোর্সে ভর্তি চলছে।এ কোর্সে ভর্তি হতে ২৪/০৮/২০২৫ তারিখের মধ্যে ভর্তি ফরম পূরন করে টাঙ্গাইল টিটিসির ২য় তালায় ২০৩ নাম্বার রুমে জমা দিতে হবে।এ সুযোগ কেউ হাতছাড়া করবেন না।
যোগাযোগ - 01835006106

যুক্তরাষ্ট্রের একটি ছোট শহর ‘পোউনি’, Pawnee City, Nebraska” এখন নতুন বাসিন্দাদেরকে সেখানে বসবাসের জন্য প্রলুব্ধ করা হচ্ছ...
10/08/2025

যুক্তরাষ্ট্রের একটি ছোট শহর ‘পোউনি’, Pawnee City, Nebraska” এখন নতুন বাসিন্দাদেরকে সেখানে বসবাসের জন্য প্রলুব্ধ করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ দিয়ে। কঠিন কোনো কাজ করতে হবে না, শুধু থাকতে হবে সেখানেই। মূলত যারা হোম থেকে জব করে তাদের জন্য আদর্শ কিংবা যারা অবসর নিয়েছেন।

আর এর বিনিময়ে পাওয়া যাবে প্রায় ৬০ লাখ টাকা! অবিশ্বাস্য মনে হলেও ঘটনা একেবারেই সত্যি। আর এই টাকা টা দেওয়া হবে বাড়ি কেনার ডাউন পেইমেন্ট হিসেবে। নগদ $50k হাতে দেবে না।

নতুন জীবনের খোঁজে যারা শহর ছাড়তে আগ্রহী, তাদের জন্য পোউনি হতে পারে আদর্শ গন্তব্য। শহরটিতে বসবাসের জন্য প্রস্তাব করা হচ্ছে ৫০,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা।

এই টাকাটা নগদ হাতে না পেলেও, এটি ব্যবহার করা যাবে বাড়ি কেনার ডাউন পেমেন্ট হিসেবে। অর্থাৎ, সরকার বাড়ি কেনার জন্য অর্থ সহায়তা দেবে, বাকি খরচ বহন করতে হবে আপনাকে।

শহরের বিশেষত্ব হলো- বসবাসের জন্য প্রয়োজনীয় সবকিছুই রয়েছে কাছাকাছি। হাঁটার দূরত্বেই মিলবে স্কুল, হাসপাতাল, সুইমিং পুল, লাইব্রেরি এবং আরও অনেক সুযোগ-সুবিধা।

বিনোদনের দিক থেকেও পিছিয়ে নেই পোউনি। শহরটির আশপাশে রয়েছে হাইকিংয়ের পথ, মাছ ধরার জায়গা, আর মনোরম প্রাকৃতিক দৃশ্য।

এই প্রকল্পের আওতায় শুধু তারাই আবেদন করতে পারবেন যারা পরিবারসহ শহর বদল করতে চান, অবসরপ্রাপ্ত নাগরিক, একক পেশাজীবী, বিশেষ করে যারা ঘরে বসে কাজ করেন (রিমোট ওয়ার্কার) তারা।

তাহলে প্রশ্ন জাগতেই পারে শহরটি কেন এতটা উদার হচ্ছে? এর পেছনে কি রয়েছে জনসংখ্যা হ্রাসের বাস্তবতা?

পোউনি শহরের ইতিহাস

পোউনি গড়ে ওঠে ১৮৮০ সালে, দুটি রেললাইনের সংযোগস্থলে। একসময় এখানে প্রায় ১,৫০০ মানুষ বসবাস করত। কিন্তু সময়ের সাথে সাথে সেই সংখ্যা কমে এসে ২০১০ সালে দাঁড়ায় মাত্র ৮৫০ জনে।

তাই শহরের প্রাণ ফিরিয়ে আনতেই সরকার এ ধরনের প্রকল্প চালু করেছে।

সূত্র : নিউজ উইক

বিশ্বে বিবাহবিচ্ছেদের হার (দেশভিত্তিক)🇮🇳 ভারত: ১%🇧🇩 বাংলাদেশ ১.১%🇻🇳 ভিয়েতনাম: ৭%🇹🇯 তাজিকিস্তান: ১০%🇮🇷 ইরান: ১৪%🇲🇽 মেক্স...
10/08/2025

বিশ্বে বিবাহবিচ্ছেদের হার (দেশভিত্তিক)

🇮🇳 ভারত: ১%
🇧🇩 বাংলাদেশ ১.১%
🇻🇳 ভিয়েতনাম: ৭%
🇹🇯 তাজিকিস্তান: ১০%
🇮🇷 ইরান: ১৪%
🇲🇽 মেক্সিকো: ১৭%
🇪🇬 মিশর: ১৭%
🇿🇦 দক্ষিণ আফ্রিকা: ১৭%
🇧🇷 ব্রাজিল: ২১%
🇹🇷 তুরস্ক: ২৫%
🇨🇴 কলম্বিয়া: ৩০%
🇵🇱 পোল্যান্ড: ৩৩%
🇯🇵 জাপান: ৩৫%
🇩🇪 জার্মানি: ৩৮%
🇬🇧 যুক্তরাজ্য: ৪১%
🇳🇿 নিউজিল্যান্ড: ৪১%
🇦🇺 অস্ট্রেলিয়া: ৪৩%
🇨🇳 চীন: ৪৪%
🇺🇸 মার্কিন যুক্তরাষ্ট্র: ৪৫%
🇰🇷 দক্ষিণ কোরিয়া: ৪৬%
🇩🇰 ডেনমার্ক: ৪৬%
🇮🇹 ইতালি: ৪৬%
🇨🇦 কানাডা: ৪৭%
🇳🇱 নেদারল্যান্ডস: ৪৮%
🇸🇪 সুইডেন: ৫০%
🇫🇷 ফ্রান্স: ৫১%
🇧🇪 বেলজিয়াম: ৫৩%
🇫🇮 ফিনল্যান্ড: ৫৫%
🇨🇺 কিউবা: ৫৫%
🇺🇦 ইউক্রেন: ৭০%
🇷🇺 রাশিয়া: ৭৩%
🇱🇺 লুক্সেমবার্গ: ৭৯%
🇪🇸 স্পেন: ৮৫%
🇵🇹 পর্তুগাল: ৯৪%

সোর্স: দেশভিত্তিক সর্বশেষ অফিসিয়াল ডাটা

ছবিতে নায়ক মান্না ও শ্রাবন্তী,ওপার বাংলার অভিনেত্রী ইন্দ্রাণী হালদার ও সুখলাল।লোকেশন :- চায়না।
09/08/2025

ছবিতে নায়ক মান্না ও শ্রাবন্তী,
ওপার বাংলার অভিনেত্রী ইন্দ্রাণী হালদার ও সুখলাল।
লোকেশন :- চায়না।

Address

New York

Alerts

Be the first to know and let us send you an email when Life in USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life in USA:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Want your business to be the top-listed Media Company?

Share