17/07/2024
এই-যে আপনি আরাম বিছানায় শুয়ে থেকেও ঘুমোতে পারছেন নাহ। ভয়ে, আতংকে বারবার নিউজফিড স্ক্রোল করছেন শুধুমাত্র শিক্ষার্থীরা নিরাপদে আছে কিনা তা জানার জন্য। আপনার মনে তীব্র প্রতিবাদ জেগে উঠছে। আপনি মনে মনে দোয়া করছেন তাদের নিরাপত্তা কামনায়!
অভিনন্দন -"আপনার পরিবার আপনাকে সঠিক শিক্ষা দিয়েছে!❤️