08/07/2025
আপনার বন্ধু, জুনিয়র-সিনিয়র কিংবা কাছের মানুষদের খোঁজ নিন। অভিমান ভেঙে কথা বলুন। রাগ থাকলে মিটিয়ে নিন।
হয়তো বা শেষ দেখা, শেষ কথা আর নাও হতে পারে।
জীবন এতটাই ছোট যে কারোর ওপর রাগ-ক্ষোভ-অভিমান করে দিনশেষে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না।
আমাদের কখন বিদায়ের ঘন্টা বাজবে তা কেউই জানি না। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই!