RF Rony Ahmed

RF Rony Ahmed প্রয়োজন নেই কোনো বেইমানের মিথ্যে ভালোবাসার
বরাবরের মতো শখের মানুষটিই বেইমানি করে এটাই প্রকৃতির নিয়ম😔

24/10/2024

“বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর” কবি জীবনানন্দ দাশের উক্তির সঙ্গে মিলে বলতে হয় যে প্রকৃতির অকৃত্রিম, অনাবিল ও অফুরন্ত সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। এর প্রতি পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়, নদী ও হাওরের নির্মল উজ্জ্বলতা। এমনই এক অপরূপ সৌন্দর্যমন্ডিত স্থান কিশোরগঞ্জের নিকলী হাওর #নিকলী #মিঠামইন #অষ্টগ্রাম #কিশোরগঞ্জ #ভ্রমনপিয়াসী

08/10/2024

স্বার্থের রাজ্যের সেই বোকা প্রজা যে ধোঁকা খায়। বরং ধোঁকাবাজরাই সর্বত্র রাজত্ব করে।‌ অথচ কারো কাছে কোনো জবাবদিহিতা করতে হয় না।

06/05/2024

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে বিশ্ব ব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ

20/04/2024

যারা কানে কম শুনে তাদের সাথে কথা বলার সময় হিসেব করে কথা বলতে হবে

কি শুনতে যে কি শুনে ফেলবে 😁

28/03/2024

হে আল্লাহ,তুমি না বলেছো, তুমি রোজাদারদের দোয়া ফিরিয়ে দাও না🥲।
এই পোস্ট যে করছে সে একজন রোজাদার
, যে পড়ছে সেও একজন রোজদার।
আল্লাহ পশ্চিমা জা'লেম,কা'ফে'রদের থেকে ফি'লি'স্তিনি নিরিহ শিশুদের তুমি রক্ষা করো😭।
এইগুলো যে বড় কষ্ট দেয় দেখতে 😔

আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তবেই লিখুন--
আমিন🤲🥺

12/03/2024

মাহে রমজানের প্রথম রাতে ফিলিস্তিনের আল আকসা মসজিদে এশার ও তারাবির নামাজ আদায় 🥰

12/03/2024

বাস্তবতা 😇😇

29/02/2024

ওরা জানেই না যে ওরা শৈশবের কত সুন্দরতম মুহূর্তটা কাটাচ্ছে 😊
যখন কৈশোর চলে আসবে তখন বুঝতে পারবে শৈশবের কাটানো সময়গুলোই সব থেকে ভালো ছিলো 🥀😊

25/02/2024

আলহামদুলিল্লাহ 🥰 আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৪,১২ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ( ১৫ ই শাবান -১৪৪৫ হিজরী)

পবিত্র শবে বরাত

শবে বরাত রহমত ও মুক্তির এক মহিমান্বিত রাত। এই রাতে মহান আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন। পাপীদের উদারচিত্তে ক্ষমা করেন। আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপনকারী ও অন্তরে বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। আলি ইবনে আবি তালিব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন অর্ধ শাবানের রাত তোমাদের সামনে আসে, তখন তোমরা নামাজ আদায় করো এবং পরের দিনে রোজা রাখো। আল্লাহ তাআলা এ রাতে সূর্যাস্তের পর প্রথম আসমানে অবতরণ করেন। এরপর তিনি এই বলে ডাকতে থাকেন—তোমাদের মধ্যে আছে কি কোনো ক্ষমাপ্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে আছে কি কোনো রিজিক অন্বেষণকারী? আমি তাকে রিজিক দান করব। তোমাদের মধ্যে আছে কি কোনো বিপদগ্রস্ত? আমি তার বিপদ দূর করে দেব। ফজর উদয় হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকে।’ (সুনানে ইবনে মাজাহ: ১৩৮৮)

শবে বরাতের আরেকটি তাৎপর্য হলো, এই রাতে সৃষ্টিজগতের ভাগ্য বণ্টন করা হয়। মানুষের ভাগ্য নির্ধারিত, যা পৃথিবী সৃষ্টির ৫০ হাজার বছর আগেই নির্ধারণ করা হয়েছে। তবে এ রাতে এক বছরেরটি প্রকাশ করা হয়। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তুমি কি জানো, অর্ধ শাবানের রাতের কার্যক্রম কী?’ আয়েশা (রা.) বললেন, ‘না, হে আল্লাহর রাসুল।’ নবী (সা.) বললেন, ‘এ বছর যতজন সন্তান জন্মগ্রহণ করবে এবং মারা যাবে তা লিপিবদ্ধ করা হয়। এ রাতেই মানুষের আমল পৌঁছানো হয় এবং এ রাতেই তাদের রিজিক অবতীর্ণ হয়।’ (মিশকাত: ১৩০৫)

অন্য হাদিসে এসেছে, আতা ইবনে ইয়াসার (রহ.) থেকে বর্ণিত, শাবানের ১৫তম রাতে মৃতদের তালিকা (মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ফেরেশতার কাছে) দেওয়া হয়। এমনকি কোনো লোক সফরে বের হয়, অথচ তাকে জীবিতদের তালিকা থেকে মৃতদের তালিকায় স্থানান্তর করা হয়েছে। কেউ বিয়ে করে অথচ তাকে জীবিতদের তালিকা থেকে মৃতদের তালিকায় স্থানান্তর করা হয়েছে। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৭৯২৫)

Address

Gopalpur
Tangail

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801618699998

Website

Alerts

Be the first to know and let us send you an email when RF Rony Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RF Rony Ahmed:

Share