Rashedul Islam-RASEL

Rashedul Islam-RASEL অহংকার হচ্ছে পতনের মূল।
আমার পেইজে আপনাকে স্বাগতম।
যদি ভালো লাগে অবশ্যই পেইজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।
Rashedul islam-rasel ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন
(4)

11/07/2025

সবাইকে
শুভ সকাল ও জুম্মা মুবারক

১১/০৭/২০২৫

06/07/2025

‎আশুরার দিনটি মুসলিম উম্মাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। বিস্তারিত...

‎আশুরার দিনটি মুসলিম উম্মাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। আরবি ‘আশারা’ শব্দ থেকে আশুরা শব্দটি এসেছে। আশারা অর্থ দশ, আর আশুরা মানে দশম। ইসলামী পরিভাষায় আরবি বর্ষপঞ্জি হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখকে আশুরা বলে। এছাড়াও এ মাসের ১০ তারিখে ১০টি বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে, সে কারণেও মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়।

‎এই দিনে আল্লাহ তায়ালা পৃথিবী সৃষ্টি করেছেন। তার ইচ্ছায় এ দিনেই কিয়ামত ঘটবে। মহান আল্লাহ আদি পিতা আদম (আ.)-কে এই দিন জান্নাত থেকে পৃথিবীতে পাঠান। আবার এই দিন আল্লাহ তাআলা আদম (আ.)-এর দোয়া কবুল করেন।

‎এই দিনে প্লাবন শেষে নূহ আ. এর নৌকা পৃথিবীতে নেমে আসে। এই দিনে কারবালার বিয়োগান্ত ঘটনাও ঘটেছিল। আশুরার গুরুত্বপূর্ণ দিনে মুসলমানরা রোজা রাখেন। এই রোজার অনেক ফজিলত।

‎হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-কে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি।’ (সহিহ বুখারি : ১/২১৮)

‎আশুরার রোজার ব্যাপারে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম (সা.) বলেন, ‘রমজানের পর আল্লাহর মাস মহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ।’ (সহিহ মুসলিম, হাদিস : ২/৩৬৮; জামে তিরমিজি, হাদিস : ১/১৫৭)

‎অন্য হাদিসে নবী কারীম (সা.) বলেন, ‘আমি আশাবাদী যে, আশুরার রোজার কারণে আল্লাহ তাআলা অতীতের এক বছরের (সগিরা) গুনাহ ক্ষমা করে দেবেন।’ (সহিহ মুসলিম : ১/৩৬৭; জামে তিরমিজি : ১/১৫৮)

‎আশুরার রোজা সম্পর্কে এক হাদিসে আছে, ‘তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে— আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখ।’ (মুসনাদে আহমদ, হাদিস : ১/২৪১)

‎আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে ৯ তারিখেও অবশ্যই রোজা রাখব।’ (সহিহ মুসলিম : ১/৩৫৯)

‎ ুহররম
‎ #আশুরার_দিনটি
‎ #মুসলিম_উম্মাহর_কাছে
‎ #অনেক_গুরুত্বপূর্ণ

22/06/2025

Video Creator ফেইসবুকে এখন কোন ভিডিও থাকবেনা,, যেগুলো আগে আপলোড করা হয়েছিল সব Reel Creator হয়ে যাবে,,, Facebook meta এর নতুন আপডেট হয়েছে,,,,

20/06/2025

আজকে শুক্রবার ইংরেজি ২০ জুন, ২০২৫ সাল..
‎ বাংলা ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ...
‎ এবং আরবি ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি।

শোক সংবাদ!‎আমাদের জেনারেশনের সর্বশেষ আমার দাদির ছোট বোন,দাদি ( রেজিয়া ) আজ সকাল ৭ টায় ইহলোক ত্যাগ করলেন।  ইন্না লিল্লাহি...
17/06/2025

শোক সংবাদ!
‎আমাদের জেনারেশনের সর্বশেষ আমার দাদির ছোট বোন,দাদি ( রেজিয়া ) আজ সকাল ৭ টায় ইহলোক ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাদির জন্য সবাই দোয়া করবেন ।

‎ #শোক_সংবাদ
‎ #দাদির_ছোটবোন_দাদি

15/06/2025

টাঙ্গাইলের অন্যতম দ র্শ নীয় স্থান | Basulia Chaprabil,Tangail | Rashedul islam-rasel | June 15, 2025

বাসুলিয়া বিল,বাসাইল , টাঙ্গাইল

‎কিভাবে যাওয়া যায়
‎টাঙ্গাইল থেকে সিএনজি, অটো রিকশায় বাসাইল পাড় হয়ে ৫ কিমি দূড়ে বাসুলিয়া বিল

‎বিস্তারিত:
‎বাসাইল উপজেলার মধ্যে অন্যতম সুন্দর একটি স্থান বাসুলিয়া। দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, চির সবুজের সমারোহ, বর্ষার জলরাশি, বাসাইলের নৈসর্গিক সৌন্দর্যের অন্যতম উপাদান। সম্প্রতি এর সাথে যুক্ত হয়েছে বাসুলিয়া। বাসাইল-নলুয়া সড়ক নির্মিত হওয়ার ফলে পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ বাসুলিয়ার সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেয়েছে। চাপড়া বিলের বুক চিরে বয়ে গেছে বাসাইল-নলুয়া সড়ক। বাসাইল বাজার থেকে নলুয়া সড়ক ধরে মাত্র দুই কিলোমিটার পার হলেই চাপড়া বিল। পানির অবাধ চলাচল নিশ্চিৎ করতে এলজিইডি বিভাগ কর্তৃক আরডি-১৪ প্রকল্পের আওতায় নির্মিত হয় অসংখ্য সেতু সমৃদ্ধ এই সড়ক। স্বাভাবিকভাবেই চাপড়া বিলের মাঝখান দিয়ে যাওয়ার কারণে এই সড়কের উভয় পার্শ্বেই ঘরবাড়ি ও স্থাপনামুক্ত। ফলে চাপড়া বিলের এই অংশ নির্মল হাওয়ার জন্য একটি উৎকৃষ্ট স্থান। বর্ষায় যখন প্ল­াবিত হয় চাপড়া বিলের উভয় দিক, তখন অপূর্ব রূপ ধারণ করে বাসুলিয়া। বাসাইল-সখিপুর এবং আশ পাশের লোকেরা তখন বেড়াতে আসে এই চাপড়া বিলে। সৌন্দর্য পিপাসুরা ভরা বর্ষায় চাপড়া বিলের সাথে সাদৃশ্য খুঁজে পান ঢাকার আশুলিয়ার। একারণেই ঢাকার আশুলিয়ার সাথে সামঞ্জস্য রেখে চাপড়া বিলের এই অংশকে অনেকেই বাসুলিয়া বলে থকেন। বর্ষাকলে উৎসাহী ও উদ্যোগী ব্যক্তিগণ সুদৃশ্য দেশী নৌকা এবং ইঞ্জিন বোট নিয়ে হাজির হন বাসুলিয়ায়। মূল সড়ক থেকে সামান্য দূরে দেখা যায় পৌরাণিক কাহিনী সমৃদ্ধ চাপড়া বিলের হিজল গাছ। দর্শনার্থীরা শেষ বিকালে হাজির হন এখানে। নির্মল বায়ু সেবনে, নৌকা ভ্রমণে আর হিজল গাছ দর্শনে চাংগা হয়ে ফিরে যান নিজ নিজ আবাসে। ভরা বর্ষায় পূর্ণিমা রাতের জল-জোছনায় উদ্ভাসিত চাপড়া বিলের মায়াময়ী, মোহময়ী হাতছানি উপেক্ষা করা কঠিন।

১৫/০৬/২০২৫
রবিবার

বাঁশির সুর: শাহ্ জামাল

‎ #বাসুলিয়া_চাপড়াবিল
‎ #টাঙ্গাইলের_অন্যতম_দর্শনীয়স্থান





11/06/2025

রাত বারোটার সময় বিদ্যুৎ চলে গেল সারাদিন হয়ে সন্ধ্যা হয়ে গেল এখনো আমাদের গ্রামে বিদ্যুৎ পাইলাম না,,

06/06/2025

ঈদুল আজহার ৬ আমল

‎১. ঈদের দিন গোসল করা, সুগন্ধি ব্যবহার করা ও উত্তম পোশাক পরিধান করা সুন্নত। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঈদের দিন গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করতেন এবং তার সবচেয়ে সুন্দর পোশাকটি পরিধান করতেন।

‎২. তাকবির৯-ই জিলহজের ফজর থেকে ১৩ই জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক ফরয নামাজের পর তাকবির বলা ওয়াজিব। পুরুষরা উঁচু আওয়াজে ও নারীরা নিচু আওয়াজে তাকবির বলবে। এটাকে তাকবিরে তাশরিক বলা হয়। এ ছাড়া ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার সময়, ঈদের খুতবায়, ঈদের নামাজ থেকে ফেরার সময়, পশু কুরবানির সময় বার বার তাকবির বলা সুন্নত। তাকবির ঈদুল আজহার বিশেষ আমল। ঈদের তাকবির বলতে হবে এভাবে, “আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।”

‎৩. ঈদুল আজহার ওয়াজিব আমল। কোরবানি করতে হবে ঈদের নামাজ আদায় করার পর। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঈদের নামাজের খুতবায় বলেছিলেন, আজকের এই দিনে প্রথম আমরা ঈদের সালাত আদায় করবো। এরপর ফিরে গিয়ে কোরবানি করবো। যে ব্যাক্তি এভাবে করলো, সে আমার সুন্নত অনুসরণ করলো। (সহিহ বুখারি: ৫৫৬০)

‎৪. ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করা, পরস্পরের জন্য দোয়া করা, খোঁজ খবর নেওয়া সুন্নত। সাহাবায়ে কেরাম ঈদের দিন দেখা হলে পরস্পরের জন্য দোয়া করতেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ অর্থাৎ আল্লাহ তোমার ও আমার নেক আমলগুলো কবুল করুন।

‎৫. পশু জবাই বা কোরবানি
‎ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করা প্রাপ্তবয়স্ক, সামর্থ্যবান পুরুষ ও নারীদের ওপর ওয়াজিব। আল্লাহ তার প্রিয় রাসুলকে নামাজ আদায়ের সাথে কোরবানি করার নির্দেশ দিয়ে বলেছেন,

‎اِنَّاۤ اَعۡطَیۡنٰکَ الۡکَوۡثَرَ فَصَلِّ لِرَبِّکَ وَ انۡحَرۡ اِنَّ شَانِئَکَ هُوَ الۡاَبۡتَرُ
‎নিশ্চয় আমি তোমাকে কাওসার দান করেছি। সুতরাং তোমার রবের উদ্দেশে সালাত আদায় করো ও কোরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ। (সুরা কাওসার: ১-৩)


#ঈদুল_আজহার_আমল
#ঈদুল_আজহা_২০২৫
#কোরবানীর_ঈদ
#ঈদুল_আযহা
#ঈদ
্পেশাল





15/05/2025

Guru Ghor Banaila Ki Diya | গুরু ঘর বানাইলা কি দিয়া | Nagar Baul James | Bangla Popular Song


‎ #গুরু_ঘরবানাইলা_কিদিয়া


‎ #জেমস

14/05/2025

Ashbar Kale Aslam Eka | আসবার কালে আসলাম একা | টাঙ্গাইল স্টেডিয়াম | James | Rashedul islam-rasel

‎টাংগাইল বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় দুরন্ত ১৬ ব্যাচের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি:- সুলতান সালাউদ্দিন টুকু চেয়ারম্যান, বিবিএফসি - ২০২৫ বিন্দুবাসিনী এসএসসি ব্যাচ- গান গেয়ে মাতালেন নগর বাউলের গুরু জেমস। আয়োজক: ব্যাচ দূরন্ত ১৬ BBFC স্থান: শহীদ মারুফ স্টেডিয়াম, টাংগাইল।

১৩/০৫/২০২৫
মঙ্গলবার

‎ #আসবার_কালে_আসলামএকা
‎ #জেমস
‎ #মনের_সাথে_যুদ্ধ


‎ #নগরবাউল_জেমস_টাংগাইলে
‎ #মাতালেন_হাজারো_দর্শক
‎ #বিন্দুবাসিনী_সরকারী
‎ #বালক_উচ্চ_বিদ্যালয়
#জেমস_এর_গান
#জেমস





Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801720635790

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Rashedul Islam-RASEL publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Rashedul Islam-RASEL:

Partager

গুগল ম্যাপে বাংলাদেশের মাটিতে স্পষ্ট আল্লাহর নাম

গুগল ম্যাপে বাংলাদেশের মাটিতে স্পষ্ট আল্লাহর নাম