
22/07/2025
একটু বাইরে গিয়েছিলাম, বিকেল থেকে কোন পোস্ট করতে পারিনি, বাসায় এসে মাছ ভুনা ঢেরস ভর্তা করলাম, দেশের পরিস্থিতির জন্য গলা দিয়ে ভাত নামে না, তারপরে কি করার খেতে তো হবে, যার যায় সেই বুঝে বুকের ধন হারানোর বেদনা, সবার জন্য মন থেকে অনেক দোয়া রইল। 🤲🤲 .