Akhi's Dreams & More

Akhi's Dreams & More Assalamualaiku ❤️

Home decor💒 ||Cooking🍲

Plants care☘️ || Daily Vlog🇧🇩

Travelling🏍️|| Crafting 🎨|| Shopping🛍
(1)

হয়তো ভালোবাসে, আমি বুঝি না' এইটা একেবারেই ফালতু একটা সান্ত্বনা আমরা আমাদের দিই। 🌻ভালোবাসা, মায়া, সম্মান এইগুলা আচরণে আ...
13/09/2025

হয়তো ভালোবাসে, আমি বুঝি না' এইটা একেবারেই ফালতু একটা সান্ত্বনা আমরা আমাদের দিই। 🌻
ভালোবাসা, মায়া, সম্মান এইগুলা আচরণে আর ট্রিট করার ওয়েতেই দেখা যায়! আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না, ওখানে ভালোবাসা নাই। চশমার পাওয়ার বদলান বা দেখার চোখ, লাভ নাই।

আসলে মানুষের প্রথম প্রেম প্রথম ভালোবাসা বলতে কিছু হয়না, মানুষ যেখানে যত্ন পায়, সম্মান পায় এবং সততা পায় সেখানেই আটকে যায়।

আপনি চাইলেই এই ১৮ কো'টি মানুষের মাঝে থেকে খুব নিখুত, রূপে-গুণে পরিপূর্ণা কে বেছে নিতেই পারতেন। তবুও ঘুরেফিরে সেই বেকার ছেলেটার প্রেমে পড়েছেন, অনেক খুঁজাখুঁজি করেও সেই শ্যাম বর্ণের কাজল চোখের মেয়েটাকেই ভালোবেসেছেন।

সম্পর্ক এমন হোক, একজনের বে'কারত্ব আর অপরজনের অসম্পূর্ণতার দোহাই সম্পর্ক ভে'ঙ্গে না যাক। ক্যারিয়ার পরিবার এর অজুহাত না হোক!

সম্পর্কের কদর হোক। বি'চ্ছেদ না হোক!



শুভ সকাল ❤️‍🩹 জায়গা টা এত্ত সুন্দর, মাশা আল্লাহ। আমার মনের মত। চারপাশ টা সবুজে ঘেরা,রেস্টুরেন্ট টার সব কিছুই ছিল স্নিগ্ধ...
08/09/2025

শুভ সকাল ❤️‍🩹

জায়গা টা এত্ত সুন্দর, মাশা আল্লাহ। আমার মনের মত। চারপাশ টা সবুজে ঘেরা,রেস্টুরেন্ট টার সব কিছুই ছিল স্নিগ্ধ 🤍💫। বনের ভিতরে যেন স্নিগ্ধতায় ভরা এক টুকরো শান্তির নীড় 😇💌।

এত সহজে ছেড়ে দিলে হাত - তুমি ছাড়া শূন্য শূন্য লাগে... ❤️‍🩹💫শূন্য (Sunno- Tanvir evan)
05/09/2025

এত সহজে ছেড়ে দিলে হাত -
তুমি ছাড়া শূন্য শূন্য লাগে... ❤️‍🩹💫
শূন্য (Sunno- Tanvir evan)

অনেক আগের ভিডিও 🥺❤️🫰
02/09/2025

অনেক আগের ভিডিও 🥺❤️🫰

অভিশপ্ত আগস্ট মাস 😅🫴💙 ২০১৫ সাল থেকে প্রত্যেক টা বছর আগস্ট মাস আসলেই আমার ভয় লাগে,  এই মাস টা হারানোর মাস। ২০২৫ সালে এসেও...
31/08/2025

অভিশপ্ত আগস্ট মাস 😅🫴💙

২০১৫ সাল থেকে প্রত্যেক টা বছর আগস্ট মাস আসলেই আমার ভয় লাগে, এই মাস টা হারানোর মাস। ২০২৫ সালে এসেও ১০ বছরে এর কোন পরিবর্তন হয় নি, 🎭🥀।

মায়ের কোল হারানো থেকে শুরু করে, শৈশব হারানো, স্কুলে কাটার,পেন্সিল হারানো থেকে শুরু করে বেস্ট ফ্রেন্ড, প্রিয় জিনিস, প্রিয় জামা,প্রিয় শাড়ি, প্রিয় মানুষ সব হারানোর অভিজ্ঞতা আছে 😅⚰️🙏।

প্রিয় জামা, শাড়ি না হারালেও প্রিয় জামা, শাড়িতে দাগ লেগেছে বহুবার না চাইতেই, হাজার যত্ন করার পরেও 💔🥀।

এই আগস্ট মাস আসে আমাকে শূন্য করে দিতে 😅🎭।

তবে আমি কেন জানি মরে যাই নি,আত্নহত্যাও করিনি।
বেচে আছি, বাচ্চা হয়েছে, সংসার হয়েছে, আলহামদুলিল্লাহ হাসবেন্ড অনেক ভালো মানুষ 🤲💙।

তবুও হারানোর যন্ত্রণা, যার হারায় সেই জানে।
মানুষ বলে ভুলে গেছি,আসলেই কি ভুলা যায়।
আসলেই কি??

শুনেছিলাম মানুষ ভুলে না, স্মৃতির ওপর ধূলো জমে মাত্র 😅🥀।

আমিও তার ব্যতিক্রম নই 🎭🫰।

✍️ Adriza Nayeem Akhi

জুম্মা মোবারক 🤲 আলহামদুলিল্লাহ 😇💫আচ্ছা, চিকেন ফ্রাই কেন আমরা মুরগি ভাজা বলি না??🤔
29/08/2025

জুম্মা মোবারক 🤲

আলহামদুলিল্লাহ 😇💫

আচ্ছা, চিকেন ফ্রাই কেন আমরা মুরগি ভাজা বলি না??🤔

শুভ সকাল 🌿🤍🫰 ক্যাপশন ছবিতে 😇🫴💫
29/08/2025

শুভ সকাল 🌿🤍🫰
ক্যাপশন ছবিতে 😇🫴💫

শুভ সন্ধ্যা... i!..💌☕🌸
28/08/2025

শুভ সন্ধ্যা... i!..💌☕🌸

নারীকে ভাঙ্গা সহজ হলেও, জুড়ে দেওয়া অতোটা সহজ না।কারণ, তারা অন্যের দ্বারা ভাঙ্গে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না।বরং, ভেঙ...
28/08/2025

নারীকে ভাঙ্গা সহজ হলেও, জুড়ে দেওয়া অতোটা সহজ না।কারণ, তারা অন্যের দ্বারা ভাঙ্গে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না।বরং, ভেঙ্গে যাওয়ার পর নিজের মতো করে বাঁচে নীরবতায়, একাকী, নিঃসঙ্গতায়! কারণ, সে ভাঙ্গার আগে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে যেনো ভাঙ্গা না হয়।কিন্তু তার চেষ্টার ফল শূণ্য হলে, সে বাধ্য হয় ঐ ভাঙ্গন থেকে নিজেকে সরিয়ে আনতে...||🤍🌺
অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই সেই মানুষটার কাছে,ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন,তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়, নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় , তারপর তাকে কে ভালবাসলো কে বাসলো না, কে পাত্তা দিল কে পাত্তা দিল না, তাতে তার কিছুই যায় আসে না।
মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায় মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়, চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না।

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhi's Dreams & More posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akhi's Dreams & More:

Share