Akhi's Dreams & More

Akhi's Dreams & More Assalamualaiku ❤️

Home decor💒 ||Cooking🍲

Plants care☘️ || Daily Vlog🇧🇩

Travelling🏍️|| Crafting 🎨|| Shopping🛍
(1)

আয়নায় যে মানুষটিকে দেখতে পাই, তাকে আমি ঠেকিয়েছি অসংখ্যবার। জোর করে সেক্রিফাইস করেছি, অনেক অন্যায় মুখ বুজে মেনে নিতে ...
25/07/2025

আয়নায় যে মানুষটিকে দেখতে পাই, তাকে আমি ঠেকিয়েছি অসংখ্যবার। জোর করে সেক্রিফাইস করেছি, অনেক অন্যায় মুখ বুজে মেনে নিতে বাধ্য করেছি, কত কঠিন পরিস্থিতি মেনে নিতে বাধ্য করেছি। বার বার পড়ে গিয়েও উঠে দাঁড়িয়ে থেকেছি বলেছি—
অনেক সময় সে হাঁপিয়ে গেছে, অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছে, আমি বুঝি না। তার কথা একবারও ভাবি না, মনে নেই নি।
তবুও বিশ্বাস করেছি—যদি কেউ তার সঙ্গেই পারে, এটা শুধু আমি'ই পারবো। আমি তাকে মানিয়ে নিতে বলেছি, বুঝতে বলেছি, নিজের মতো করে সবকিছু ঠিক রাখতে বলেছি।
তার যন্ত্র নাইই তার শখ-স্বপ্ন চাওয়া-পাওয়া সবকিছু ভুলিসা করে দিয়েছি।
খুব ভয় হয় এখন! ওপারে তো জবাবদিহি করতে হবে, সে কি আমাকে ক্ষমা করবে? না-কি সবার আগে সেই-ই আমাকে আটকে ফেলবে? চিৎকার করে বলবে “তুমি আমার সাথে ভুল করেছো……… বার বার!”

21/07/2025

জলজ্যান্ত সন্তানকে স্কুলে নিয়ে এসে, এক টুকরো কয়লা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার মতন দুঃখ বোধয় পৃথিবীতে আর কোন কিছুতে নাই। ভিডিও দেখে আমি কান্না থামাতে পারিনা কি কষ্ট বাবা মায়ের । 💔🥀

এক আপুর ক্যাপশন:আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালী সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই...
20/07/2025

এক আপুর ক্যাপশন:

আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালী সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন....i!😅🥀

বিয়ে করতে যাওয়া ছেলেকে বাবা কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন "আগেকার দিনে নতুন বৌকে পালকিতে চড়ানো হতো কেন জিনিস? তাকে তো গ...
18/07/2025

বিয়ে করতে যাওয়া ছেলেকে বাবা কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন "আগেকার দিনে নতুন বৌকে পালকিতে চড়ানো হতো কেন জিনিস? তাকে তো গরুর গাড়িতে ও আনা যেত। তা না করে পালকিতে উঠানো হতো...! আসলে সে কতটা সম্মনীত তা বুঝানোর জন্য। পালকি থেকে নেমে a সম্মান কমানো যাবে না। সারা জীবন পালকির সম্মানেই রাখতে হবে...!🙂
নতুন বৌ পালকিতে উঠে কি করে জানিস..?
কাঁদে!
কেন কাঁদে?
শুধু ফেলে আসা স্বজনদের জন্য না, নতুন জীবন কেমন হবে সেই ভয়ে ও কাঁদে, তোর চেষ্টা হবে পালকির কান্নায় যেন তার জীবনে শেষ কান্না হয়। এরপর আর মাত্র দুটি উপলক্ষে কাঁদবে...!
এক, মা হওয়ার আনন্দে!
দুই, তুই মারা গেলে...!
মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি..!
বৌ সবচেয়ে কষ্ট পাই কিসে জানিস...?
স্বামীর খারাপ ব্যবহারে।
দেখ আমি খুবই বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না, আমি তোর আম্মুর সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি। বিয়ে মানে একটি মেয়ের দায়িক্ত নেওয়া। এটা ঠিকভাবে না করলে সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকতে হয়।
বৌয়ের মা-বাবাকে কখনো "আমার শশুর " "আমার শাশুড়ি " বলবি না। মা -বাবা বলে ডাকবি। আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না। তুই ওই গুলা ডাকলে বৌ ও আমাদের ওই নামেই ডাকবে...!
মনে রাখিস, সৃষ্টিকর্তার পাল্লা সমান। এক পাল্লায় তুই যা রাখবি, তিনি অন্য পাল্লায় ঠিক তাই রেকে দুই দিকের ওজন সমান রাখবে....!

কাউকে অবহেলা করা, কম গুরুত্ব দেওয়া এই ব্যাপারটা এক সময় ভয়ংকর হয়ে দাঁড়ায়। আপনি যখন কাউকে অবহেলা করেন, তার মেসেজের র...
16/07/2025

কাউকে অবহেলা করা, কম গুরুত্ব দেওয়া এই ব্যাপারটা এক সময় ভয়ংকর হয়ে দাঁড়ায়। আপনি যখন কাউকে অবহেলা করেন, তার মেসেজের রিপ্লাই দিতে লেট করে,তার অনুভূতিকে গুরুত্ব না দেন, তখন ইনডাইরেক্টলি আপনি তাকে এটা শিখাচ্ছেন কিভাবে আপনাকে ছাড়া বেঁচে থাকতে হয়।
প্রথম প্রথম সে হয়তো অভিমান করবে, কষ্ট পাবে, কিন্তু সময়ের সঙ্গে, ধীরে ধীরে,সে অভ্যস্ত হয়ে যাবে। একটা সময় সে নিজেই আপনাকে ছাড়া চলতে শিখে যাবে। আর তখন আপনি চাইলেও আগের মত তাকে ফিরে পাবেন না।
এই ব্যাপারটা অনেকটা শীতকালে আগুন পোহানোর মত। শুরুতে আপনি উষ্ণতা পান। ধীরে ধীরে আপনি যখন আগুন লাগানোর উপকরণগুলো (খড়কুটো) দেওয়া অফ করে দেন তখন আগুনটা নিভে যায়। আগুন নিভে গেলে তারপর থাকে না, আলো ও থাকেনা। তখন আর অভিযোগ করেও লাভ হয় না।
তাই সময় থাকতে যাদেরকে জীবনে রাখতে চান, তাদেরকে সময় দিন, যত্ন দিন, গুরুত্ব দিন।
প্রতিটা সম্পর্ক রক্ষা করার জন্য শুধু ভালোবাসা না, প্রয়োজন ইগো কমানো, ক্ষমা করা আর এক্সপেকটেশন কম রাখা।😊🕊️

পৃথিবীর সব চেয়ে সুন্দর উপহার 'সময়'..!i🎀🥀
08/07/2025

পৃথিবীর সব চেয়ে সুন্দর উপহার 'সময়'..!i🎀🥀

ফ্রেন্ড এর বিদেশি 'মিনি'😽🐈শুভ বিকাল 🐱🎀
06/07/2025

ফ্রেন্ড এর বিদেশি 'মিনি'😽🐈
শুভ বিকাল 🐱🎀

মাধুবীলতা💐✨🎀 শুভ সকাল  💌✨🌸
05/07/2025

মাধুবীলতা💐✨🎀

শুভ সকাল 💌✨🌸

ফুল আর আমি 💌✨🌸
29/06/2025

ফুল আর আমি 💌✨🌸

হে আল্লাহ, আপনার সকল বান্দার ইনশা আল্লাহ গুলো আলহামদুলিল্লাহ তে পরিনিত করে দেন-আমিন। 🤲🌸🎀✨                               ...
24/06/2025

হে আল্লাহ,

আপনার সকল বান্দার ইনশা আল্লাহ গুলো আলহামদুলিল্লাহ তে পরিনিত করে দেন-আমিন। 🤲🌸🎀✨

20/06/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আন্ডা-বাচ্চা 🐈🐱শুভ দুপুর 💌🎀
17/06/2025

আন্ডা-বাচ্চা 🐈🐱

শুভ দুপুর 💌🎀

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhi's Dreams & More posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akhi's Dreams & More:

Share