13/09/2025
হয়তো ভালোবাসে, আমি বুঝি না' এইটা একেবারেই ফালতু একটা সান্ত্বনা আমরা আমাদের দিই। 🌻
ভালোবাসা, মায়া, সম্মান এইগুলা আচরণে আর ট্রিট করার ওয়েতেই দেখা যায়! আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না, ওখানে ভালোবাসা নাই। চশমার পাওয়ার বদলান বা দেখার চোখ, লাভ নাই।
আসলে মানুষের প্রথম প্রেম প্রথম ভালোবাসা বলতে কিছু হয়না, মানুষ যেখানে যত্ন পায়, সম্মান পায় এবং সততা পায় সেখানেই আটকে যায়।
আপনি চাইলেই এই ১৮ কো'টি মানুষের মাঝে থেকে খুব নিখুত, রূপে-গুণে পরিপূর্ণা কে বেছে নিতেই পারতেন। তবুও ঘুরেফিরে সেই বেকার ছেলেটার প্রেমে পড়েছেন, অনেক খুঁজাখুঁজি করেও সেই শ্যাম বর্ণের কাজল চোখের মেয়েটাকেই ভালোবেসেছেন।
সম্পর্ক এমন হোক, একজনের বে'কারত্ব আর অপরজনের অসম্পূর্ণতার দোহাই সম্পর্ক ভে'ঙ্গে না যাক। ক্যারিয়ার পরিবার এর অজুহাত না হোক!
সম্পর্কের কদর হোক। বি'চ্ছেদ না হোক!