23/09/2025
সব দূরত্বই ভালোবাসা কমে যায় না, কখনো কখনো সেই দূরত্ব ভালবাসা কে আরো গভীর করে তুলে কারণ দূরে থাকলে মানুষ বুঝতে শেখে কতটা প্রয়োজনীয় তার প্রিয়জন। কিছু দূরত্ব মানুষকে করে তোলে আরো যত্নশীল আরো দায়িত্ববান তখন অল্প একটু খোঁজ নেওয়ার আর অপেক্ষা ভালোবাসার প্রমাণ হয়ে দাঁড়ায়।
তাই দূরত্ব মানেই সম্পর্ক ভাঙ্গা নয় বরং সম্পর্ক সত্যি কারের সে সম্পর্ক দূরত্ব পেয়েও শক্ত থেকে যায়,আর প্রমাণ করে ভালোবাসা কেবল পাশে থাকা নয় মনের ভেতর টিকে থাকাতেই অটুট।❤️