30/06/2025
প্রেস বিজ্ঞপ্তি
প্রিয় সাংবাদিক ও জুলাই সহযোদ্ধাবৃন্দ,
’২৪-এর জুলাই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে সহস্রাধিক শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ফ্যাসিবাদমুক্ত এক নতুন বাংলাদেশ; যেখানে আমাদের লড়াই ও সংগ্রাম করতে হয়েছে সুদীর্ঘ প্রায় দেড় দশকের আওয়ামী ফ্যাসিবাদের নির্মম শাসনের বিরুদ্ধে। এই ফ্যাসিস্ট আওয়ামী শাসনের বিরুদ্ধে দেড় দশকের জমে থাকা ক্ষোভ ও প্রতিরোধ একসঙ্গে বিস্ফোরিত হয় বিগত বছরের মাঝামাঝি সময়ে; যা ছাত্র-জনতার টানা ৩৬ দিনের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট ও খুনি হাসিনার পতনের আন্দোলনের রূপ নেয়। অবশেষে ৩৬ দিনের টানা আন্দোলন-সংগ্রামের নানা বাক, নানা গল্প ও নানা ঘটনার ধারাবাহিকতায় ৫ আগস্ট খুনি ও ফ্যাসিস্ট হাসিনার ভারতে পলায়নের মধ্য দিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় অর্জিত হয়।
মনে রাখতে হবে, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান ’৪৭ ও ’৭১-উত্তর বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এই জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান থেকে উঠে আসা ছাত্রসংগঠন; যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে। তাই ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে ধারণ করেই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আন্দোলনকালীন নানা স্মৃতি, শহীদদের স্মৃতির প্রতি সম্মান, আহতদের আরোগ্য কামনা, অভ্যুত্থানপন্থী আন্দোলনকারী নাগরিকদের সঙ্গে জুলাইয়ের শুভেচ্ছা বিনিময়সহ ১ জুলাই থেকে ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত টানা মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।
জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশবাসীকে জুলাইয়ের শুভেচ্ছা বিনিময় এবং মাসব্যাপী জুলাই পরিকল্পনা নিয়ে আগামীকাল ০১ জুলাই, মঙ্গলবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।
সময় : ০১ জুলাই, মঙ্গলবার, বিকাল ৪টা
স্থান : মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়
বার্তাপ্রেরক,
আশরেফা খাতুন
মুখপাত্র
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ