
10/10/2025
vভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের ৭ দিনের মাথায় স্ত্রী ক'ঠিন রো/গে আ'ক্রা'ন্ত হয়ে পড়ে । জানতে পারে বি'কল হয়ে গেছে তার দুটি কি'ড'নি। বর সাইফুল হ'তা'শ না হয়ে ডাক্তারের প'রা'ম'র্শ নেন। দুজনের ব্লা/ড গ্রু'প এক হওয়ায় সাইফুল সি'দ্ধা'ন্ত নেয় তার একটা কি'ড'নি তার স্ত্রীকে দেওয়ার। সাইফুলের দেয়া একটা কি'ড'নি নিয়ে নতুন করে বা'চার স'প্ন দেখছিল তার স্ত্রী। তবে সেই সুখ বেশি দিন তাদের ঘরে অব'স্থান করেনি। ৩ বছর পর জানতে পারে সাইফুলের দেয়া কি'ড'নিটাও ন'ষ্ট হয়ে গেছে। এদিকে এক কি'ড'নি নিয়ে তেমন কোন কাজও করতে পারছে না সাইফুল। এখন প্রতি সপ্তাহে স্ত্রীকে ডায়ালসিস করানোর জন্য ৭ হাজার টাকা ম্যা'নেজ করা সাইফুলের জন্য একেবারে ক'ঠিন হয়ে দাঁড়িয়েছে। স্ত্রীকে চিকিৎসা করাতে পারছে না এটা ভেবে সাইফুল কান্নায় ভে/ঙে পড়ছেন। সাইফুল বলে আমি আমার স্ত্রীকে হা'রা'তে চাই না। তবে আমার আর কিছুই নেই সব বি/ক্রি করে দিয়েছে। আমার পৃথিবীতে আমার স্ত্রী ছাড়া আর কেউই নেই।
বর্তমান এই যু'গে এসে এমন ভালোবাসা আসলে চো'খে পরেনা। বেচে থাকুক তাদের ভালোবাসা।