Dustoburi Blogs

Dustoburi Blogs পরিবারের༎ছোট༊᭄মেয়ে༎আমি༊᭄এটিটিউড༎তো
༊᭄আমার༎থাকবেই༊᭄
🥀
(6)

24/09/2025

"যে জীবন পর্যালোচনা করা হয় না, সে জীবন বাঁচার যোগ্য নয়"
- সক্রেটিস -

শিল্পাচার্য জয়নুল আবেদিন, যার নাম শুনলেই সামনে ভেসে ওঠে ১৯৪৩ এর দুর্ভিক্ষের ছবি- রাস্তার পাশে পড়ে থাকা কঙ্কালসার মানুষ, ...
23/09/2025

শিল্পাচার্য জয়নুল আবেদিন, যার নাম শুনলেই সামনে ভেসে ওঠে ১৯৪৩ এর দুর্ভিক্ষের ছবি- রাস্তার পাশে পড়ে থাকা কঙ্কালসার মানুষ, ডাস্টবিন, কাক। আরো মনে পড়ে যায় রেখাচিত্রে আকা গরু, গরুর গাড়ি, গ্রীবা উঁচু করে হেঁটে যাওয়া সাঁওতাল রমনীদের কথা। তিনি আমাদের এই দক্ষিণ এশিয়া অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী।

কখনো প্রিয়জনের খোঁপায় বেলী ফুল গুঁজে দিয়ে দেখুন, কিভাবে তাদের মুখে হাসি ফোটে। বেলী ফুলের মতোই আপনার জীবন হোক সুন্দর, শান...
22/09/2025

কখনো প্রিয়জনের খোঁপায় বেলী ফুল গুঁজে দিয়ে দেখুন, কিভাবে তাদের মুখে হাসি ফোটে।
বেলী ফুলের মতোই আপনার জীবন হোক সুন্দর, শান্ত আর ভালোবাসায় ভরা।

আজ প্রিয়জন নেই বলে শুধু দেখে চলে আসি, খোঁপায় পড়া হয় না🙂

সেমিনারকুমুদিনী সরকারি কলেজ, টাংগাইল
21/09/2025

সেমিনার
কুমুদিনী সরকারি কলেজ, টাংগাইল

হবে না কি- এক কাপ চা☕☕☕
20/09/2025

হবে না কি- এক কাপ চা☕☕☕

যদি লক্ষ্য থাকে অটুট দেখা হবে বিজয়ে,,,
19/09/2025

যদি লক্ষ্য থাকে অটুট দেখা হবে বিজয়ে,,,

Big shout out to my newest top fans! 💎 AL Vi, MD Maruf Islam, Lemon Sarker Joy, Rabeka Sultana, Mahmuda Izmee, MD Sobuj ...
17/09/2025

Big shout out to my newest top fans! 💎 AL Vi, MD Maruf Islam, Lemon Sarker Joy, Rabeka Sultana, Mahmuda Izmee, MD Sobuj Hossen, Md Mustakim Md Mustakim, MD. Shahin Alam, Dalowar Mondol, Eshtiaq Ahmed Limon, Ripon Ahamed Nil, KH'an Mo Nir, Taslima Akter, Mo Min

Drop a comment to welcome them to our community,

ইউরেকা ইউরেকা🥰🥰 চলে আসো সবাই। আজকের দুপুরের খাবার ফ্রি🤣         🌼🌼শুভ  দুপুর🌸🌸🌸
17/09/2025

ইউরেকা ইউরেকা🥰🥰 চলে আসো সবাই। আজকের দুপুরের খাবার ফ্রি🤣
🌼🌼শুভ দুপুর🌸🌸🌸

---পাখি হয়ে উড়ে যাব _____
15/09/2025

---পাখি হয়ে উড়ে যাব _____

খরা লাগছে গো, খরা🥺সবার পোস্ট যায় ফর ইউতে আর পোস্ট যায় মরুভূমিতে🙂মরুভূমির মত পোস্টে কারও সাড়া পাই না😔
14/09/2025

খরা লাগছে গো, খরা🥺
সবার পোস্ট যায় ফর ইউতে আর পোস্ট যায় মরুভূমিতে🙂
মরুভূমির মত পোস্টে কারও সাড়া পাই না😔

আমি যখন মাধ্যমিকে পড়তাম তখন ডাইরির অনেক প্রচলন ছিল এবং প্রত্যেকের ডাইরিতে মনের কথা গুলো লিখে রাখত। কম্পিটিশন লেগে যেতো ক...
13/09/2025

আমি যখন মাধ্যমিকে পড়তাম তখন ডাইরির অনেক প্রচলন ছিল এবং প্রত্যেকের ডাইরিতে মনের কথা গুলো লিখে রাখত। কম্পিটিশন লেগে যেতো কার ডাইরিতে লেখা বেশি। আরেকটা কাজ ছিল কেউ কোন ফুল দিলে তা সেই ডাইরিতে রেখে দিতাম, শুকিয়ে অনেক দিন থাকত সেই ডাইরির পাতার ভাজে পড়ে।

সেসময় ছিল না নিজের ফোন, বাড়িতে প্রথম বাটন ফোন কেনা হয় ক্লাস এইটে থাকতে। তখন ২০ টাকায় সম্ভবত ১০০ এসএমএস কেনার সুযোগ ছিল। বাড়ির সেই ফোনে বান্ধবীদের মেসেজ পাঠাতাম।
তাছাড়া আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অচেনা নাম্বারে মেসেজ দেওয়া, আর সেগুলো নিয়ে স্কুলের টিফিন টাইমে মুখরোচক গল্প, হাসাহাসি শুরু হত🙂

হঠাৎ আজকে পড়াতে গিয়ে ক্লাস সেভেনের ছাত্রীর এরকম একটা ডাইরি পেলাম। দেখে নিজের ফেলে আসা সেই সোনালী অতীতে ফিরে গিয়েছিলাম কিছু সময়ের জন্য।
আহা কি সুন্দর সোনালি দিন ছিল। সময়ের ব্যবধানে প্রযুক্তির উন্নয়নে হারিয়ে গেছে সেই দিন। আমাদের প্রজন্মের পর আর কোন প্রজন্ম সেরকম দিন পাবে না।। জন্মের পর তাদের হাতে তুলে দেওয়া হয় প্রযুক্তি যার কারণে সবার সাথে একসাথে আড্ডা দেওয়া, গল্প করা হয়ে ওঠে না।

সেই দিনগুলোর স্মৃতি আজও অমলিন ❤️ পুরনো ডায়রি গুলো অবসরে বের করি, ফের ধুয়ে মুছে সযত্নে তুলে রাখি হৃদয়ের মণিকোঠায় 🙂

আমার আর ফেসবুকে আসতে ভালো লাগে না।  সব একঘেয়ে লাগে। রাত পোহাতে না পোহাতে শুরু হয় শুভ সকাল, শুভ সকাল শেষ হতে না হতে শুভ দ...
13/09/2025

আমার আর ফেসবুকে আসতে ভালো লাগে না। সব একঘেয়ে লাগে। রাত পোহাতে না পোহাতে শুরু হয় শুভ সকাল, শুভ সকাল শেষ হতে না হতে শুভ দুপুর, দুপুরের খাবার শেষ করে ফোন হাতে নিলেই দেখি শুভ বিকাল আবার শুভ সন্ধ্যা। সন্ধ্যার রেশ কাটতে না কাটতে আবার শুরু হয় শুভ রাত🙆‍♀️
যত স্ক্রল করি, একই কাহিনী একই কমেন্ট। যাই ক্যাপশন দেই না কেনো সেখানে শুভ সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা ও রাত কমেন্ট থাকবেই।
এমনকি দুঃখের পোস্টেও দেখি একই কাহিনি 🙂
আবার আরেক কাহিনী ও আছেই সাপোর্ট করো সাপোর্ট পাবা, সাপোর্ট করবেনা তো সাপোর্ট পাবেনা,
অন্যদিকে ফেসবুক মামাকে মুখ না দেখলে কমেন্ট পরে না। দাঁত বের করা ছবি চাই সকলের

Address

Tangail Sodor
Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Dustoburi Blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category