Abdullah & Abdur Rahman

Abdullah & Abdur Rahman "আপনি ভাল তো জগত ভাল"

সব মানুষ-ই- নিজেকে অনেক বেশি চালাক বা জ্ঞানী মনে করে,,,,,
(যেমন আমিও)
অথচ চলার পথে দেখলাম,,,,,
পৃথিবীর সব চেয়ে বোকা ব্যক্তিটি -ই- আমি,,,,,

21/04/2025

ইনটেরিম প্রফেসর ইউনুস স্যার, সাবধান! আর যাই করেন নারীবাদী কমিশনের সুপারিশ বাস্তবায়নের দুঃসাহস দেখাইতে যাইয়েন না অনুরোধ রইলো। জনতা যেমন মাথায় উঠাইছে আপনারে তেমনি নামাইতেও দ্বিধা করবে না এটা মনে রাইখেন।

14/04/2025

সভ্যতার ইতিহাসে পারস্যের নববর্ষটাই বেশী আলোচিত।
তাই নববর্ষের সংস্কৃতিটা নতুন নয়, এটা হাজার বছর আগের।
হাজার বছর আগেই ইসলাম এ সংস্কৃতির মুখোমুখি হয়েছিলো।
হাদীসে তার বিবরণ আছে।

পারস্য ছিলো সভ্যতা-সংস্কৃতির ঐতিহাসিক কেন্দ্র। ইসলাম সেখানে গভীর সাংস্কৃতিক প্রভাব তৈরী করে ইতিহাসে অভূতপূর্ব চমক তৈরী করেছিলো।

দেখুন! এ পারস্য সংস্কৃতি আমাদের বাঙালি সংস্কৃতির চেয়ে অনেক বেশী শক্তিশালী ছিলো। ইসলাম তার সাথে কিভাবে ফাংশন করলো:

ইসলামের সামনে তিনটা অপশন ছিলো
১ পারস্য সংস্কৃতির মধ্যো নিজেকে বিলীন করা
২ একটা সমন্বিত সংস্কৃতি গড়ে তোলা
৩ তাওহীদের গভীর তাৎপর্যপুর্ণ সংস্কৃতি দিয়ে বাকিটা মুছে দেয়া।

ইসলাম এ তৃতীয় পন্থা অবলম্বন করে মানবসভ্যতার ইতিহাসে বিজয়ী আদর্শ হিসেবে এখনো টিকে আছে।

আপনি বিলীন হয়ে রিদ্দাহ্'য় যাবেন না
আপনি সমন্বয় করে নেফাকে যাবেন না
আপনি দা'ওয়াতের পথে থেকে বিজয়ী হোন!

12/04/2025

from Bangladesh














আজকের ইউনাইটেড বাংলাদেশ! আমরা লড়ছি অত‍্যন্ত শক্তিশালী দানবিক প্রতিপক্ষের বিপক্ষে।তারা কেন শক্তিশালী, কীভাবে এতো শক্তি অর...
12/04/2025

আজকের ইউনাইটেড বাংলাদেশ!

আমরা লড়ছি অত‍্যন্ত শক্তিশালী দানবিক প্রতিপক্ষের বিপক্ষে।
তারা কেন শক্তিশালী, কীভাবে এতো শক্তি অর্জন করল আর আমরা কী করে সব হারালাম, আমরা কী করে জ্ঞান বিজ্ঞান থেকে পিছিয়ে পড়লাম-এইসব নিয়ে নতুন করে চর্চার কিছু নাই। আমাদেরকে পরিকল্পনা করে পিছিয়ে দেয়া হয়েছে-লোভ, লালসা আর বিলাসিতার পিটফলসে আমাদের নিয়ে গিয়ে ফেলে দেয়া হয়েছে। আমরা যে গুহায় বন্দি হয়ে গেছি সেই গুহায় আমরা এমনি এমনি বন্দি হইনি, আমাদের বন্দি করা হয়েছে। আমরা সেই গুহা থেকে মুক্তি চাই। শুধু মিছিলে, কিংবা জনসমুদ্র তৈরী করে সেই মুক্তি মিলবেনা। গুহা থেকে মুক্তি পেতে গেলে ফিরিয়ে আনতে হবে হারানো গৌরবের জ্ঞানের মশাল। যেই মশাল অন্ধকার গুহায় আলো ফেলবে। আমরা ফের পথ দেখতে পাব।

-তানভীর শাহরিয়ার রিমন

03/04/2025

আমি তাদের প্রতি ক্ষুধা, দারিদ্রতা ও রোগ ব্যাধি চাপিয়ে দিয়েছি, যেন তারা নম্রতা প্রকাশ করে আমার সামনে নতি স্বীকার করে।
(সুরা আন আম-৪২)।

30/03/2025

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
সবার আমল-ইবাদত কবুল হোক।
পৃথিবীর নিপীড়িত মানুষদের হৃদয়েও ছড়াক ঈদানন্দ।

28/03/2025

আপনি হেদায়েত চান? আপনি ঈমান বাড়াতে চান? আপনি অন্তরে প্রশান্তি চান? আপনি শিফা চান? আপনি আল্লাহর নৈকট্য চান? আপনি আল্লাহর বিশেষ বান্দা হতে চান? আপনি সমাজকে বৈষম্যহীন ন্যায় ইনসাফের উপর চান?

আপনি খেয়াল করে দেখবেন আমরা কিন্তু ঘুরেফিরে এগুলোই চাই। তাই না?

এখন এই সবগুলো চাওয়া একসাথে পূরণ হবে যদি আপনি কুরআনকে পড়ার মতো পড়েন। একটা মানুষ সিরিয়াসলি দ্বীনদার হলে সর্বপ্রথম তার আগ্রহ থাকবে কুরআনে। অন্যথা হলে কোথাও গড়মিল আছে।

20/03/2025

সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল-

১. পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে আসা

আপনার আশেপাশের মানুষজন যদি আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য না করে, তাহলে সেই পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে।

বড় গাছের নিচে ছোট গাছ বেড়ে ওঠে না, তাই অন্যের ছায়ায় না থেকে নিজের জন্য নতুন জায়গা তৈরি করতে হবে।

প্রয়োজন হলে নিজের শহর ছেড়ে নতুন কোনো জায়গায় গিয়ে থাকা উচিত, যেখানে নতুন কিছু শেখার সুযোগ থাকবে।

২. সাময়িক পিছিয়ে যাওয়া – সফলতার জন্য প্রস্তুতি

অনেক সময় সফলতা পাওয়ার জন্য কিছুদিন নিজেকে লুকিয়ে রাখতে হয়।

পেস বোলাররা যেমন গতি বাড়াতে পেছনে সরে আসে, তেমনি আপনাকেও মাঝে মাঝে ধৈর্য ধরে পরিকল্পনা করতে হবে।

সমালোচনা আসবেই, কিন্তু একদিন সেই সমালোচনাকারীরাই আপনার প্রশংসা করবে। মনে রাখতে হবে "Success is the best revenge"।

৩. নির্দিষ্ট একটি স্কিল ডেভেলপ করা

আজকের দুনিয়ায় একটি ভালো স্কিল আপনাকে ডিগ্রির থেকেও বেশি প্রোডাক্টিভ করতে পারে।

নিচের যেকোনো একটি স্কিলে দক্ষতা অর্জন করুন:

ভিডিও এডিটিং

গ্রাফিক ডিজাইন

কোডিং

ইউটিউবিং

কন্টেন্ট রাইটিং

রান্নাবান্না ইত্যাদি।

একটানা ছয় মাস একটি স্কিলের পেছনে লেগে থাকুন, দক্ষতা আসবেই।

৪. একজন মেন্টর খুঁজে নেওয়া

সফলতার জন্য একজন উপযুক্ত মেন্টর নির্বাচন করুন।

তার গাইডলাইন অনুসরণ করুন, ভালো বই পড়ুন, কোর্স করুন, ইউটিউব ভিডিও দেখুন।

সফল ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিন।

৫. অর্থের সঠিক ব্যবহার ও ভ্রমণের অভিজ্ঞতা

অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা সঞ্চয় করুন।

একটি একটি করে দেশ ভ্রমণ করুন, এতে করে আপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা তৈরি হবে।

ইন্টারন্যাশনাল কালচারের সাথে পরিচিত হলে বড় দেশে যাওয়ার সুযোগ তৈরি হবে।

৬. প্রোডাক্টিভ মানুষের সংস্পর্শে থাকা

অলস বা নেতিবাচক মানসিকতার মানুষের সঙ্গ এড়িয়ে চলুন।

উদ্যমী, পরিশ্রমী ও সৎ মানুষের সাথে সময় কাটান, তাদের থেকে শেখার চেষ্টা করুন।

৭. নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া

সুস্থ শরীর মানেই সুস্থ মন, তাই নিজের স্বাস্থ্য ও ফিটনেসের দিকে মনোযোগ দিন।

জিম করুন বা বাড়িতে ব্যায়াম করুন, মাত্র ছয় মাসের মধ্যেই শরীরের গঠন পরিবর্তন হয়ে যাবে।

নিয়মিত ব্যায়াম করলে শক্তিশালী হাত, পেশিবহুল বুক ও মজবুত পা গঠন করা সম্ভব।

৮. সফল ব্যক্তিদের কৌশল ও অভ্যাস অনুসরণ করা

নীচে কয়েকজন সফল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ কৌশল তুলে ধরা হলো:

এলন মাস্ক: দিনে ১২-১৬ ঘণ্টা কাজ করেন এবং বহুমুখী দক্ষতা অর্জনে বিশ্বাসী।

ওয়ারেন বাফেট: প্রতিদিন ৮ ঘণ্টা বই পড়েন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অটল থাকেন।

স্টিভ জবস: সিম্পল ও ফোকাসড থাকার ওপর জোর দিতেন, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলতেন।

বিল গেটস: নতুন স্কিল শেখার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যয় করতেন।

৯. দরকারি বই পড়া ও গবেষণা করা

সফলতা অর্জনের জন্য নিচের কিছু বই পড়তে পারেন:

"Atomic Habits" - James Clear (অভ্যাস পরিবর্তনের মাধ্যমে সফল হওয়ার কৌশল)

"Deep Work" - Cal Newport (গভীর মনোযোগ দিয়ে কাজ করার দক্ষতা)

"The 7 Habits of Highly Effective People" - Stephen Covey (সফল ব্যক্তিদের মূল অভ্যাস)

"Think and Grow Rich" - Napoleon Hill (আর্থিক স্বাধীনতা অর্জনের পথ)

১০. ধৈর্য ও একাগ্রতা ধরে রাখা

দ্রুত সফলতা আসে না, এজন্য ধৈর্য ধরতে হবে।

দৈনিক ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলেই দীর্ঘমেয়াদে বড় সাফল্য অর্জন করা সম্ভব।

ছোট ছোট লক্ষ্য সেট করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান।

শেষ কথা-

সফলতা একদিনে আসে না, তবে যদি পরিকল্পিতভাবে নিজেকে ডেভেলপ করেন, তাহলে একদিন অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। নিজের স্কিল উন্নয়ন করুন, পরিশ্রম করুন, সঠিক সিদ্ধান্ত নিন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন – সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই!

19/03/2025
15/03/2025

সম্ভব হলে ল পড়েন, জুডিশিয়াল মাজিস্ট্রেট হতে পারলে যোগদান ৬ষ্ঠ গ্রেডে। প্রথম প্রমোশনে যাবেন চতুর্থ গ্রেডে। বিচারক হিসেবে জীবনযাপনে মর্যাদা ত রয়েছেই।
এতোদূর না যেতে পারলে শুরু করে দেন ডিপ্লোমা, সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার নামে একটা পদ আছে ১০ম গ্রেডে। মোটামুটি ২২-২৩ বছর বয়সেই দ্বিতীয় শ্রেণীর চাকুরীজীবী হওয়ার সুযোগ পাবেন। এতোকিছু মন না চাইলে ভর্তি হয়ে যান নার্সিং-এ, এই পদের চাহিদা কভু শেষ হবেনা। বর্তমানে সরকারি চাকুরীজীবি হিসেবে নার্সের মর্যাদাও দ্বিতীয় শ্রেণিতে (১০ম গ্রেড)!
এর কিছুই সম্ভব না হলে এসএসসি/ইন্টারমেডিয়েট শেষ করে লেবার ভিসায় পারি দেন বিদেশে, হারভাঙ্গা পরিশ্রম করে হলেও যৌবন থাকতে টাকা-পয়সার মালিক হতে পারবেন।

অন্যদিকে, উচ্চশিক্ষার স্বপ্নে জেনারেল পড়াশোনা করবেন তো মরবেন, জীবন-যৌবনের রস-কষ সব বের করে কখনো ২০ তম গ্রেডের অফিস সহায়ক, কখনো ১৪তম গ্রেডের উচ্চমান সহকারী; কেউ কেউ ১৩তম গ্রেডে সহকারী শিক্ষক (খুব কমের কপালেই লাগতে পারে প্রথম-দ্বিতীয় শ্রেণী।) কেউবা এনটিআরসির প্রিলি-রিটেন-ভাইভা শেষ করে স্রেফ ১২,৫০০ টাকার মোট বেতনের সহকারী শিক্ষক। জীবন আর চলেনা তখন , বয়সও পেরিয়ে যায় ৩ বাচ্চার বাপ-মা হওয়ার।

উচ্চশিক্ষার কোনো মর্যাদাই বাস্তবিকপক্ষে থাকেনা, যদি না আপনার নামের পিছনে চাকুরীর পদমর্যাদা ভারী হয়।
@আদনান সোহাগ ভাই মনের কথাগুলো বললেন। হয়ত অনেকই বিশ্বাস করতে চাইবে না। আসলে এদেশে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি
অর্জন একটা বিলাসিতা ছাড়া আর কিছুই না।

কার্টেসি: আদনান সোহাগ

Address

Tangail
1960

Telephone

+8801323673132

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah & Abdur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdullah & Abdur Rahman:

Share