
23/07/2025
এই আমরা,
মানে মানুষরা বড্ড মিথ্যে কথা বলি,,
সত্যি বলছি আমরা আসলেই বড্ড মিথ্যে কথা বলি।
ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করে পাই টু পাই হিসেব কষলে নিশ্চিত মিলিয়ন মিলিয়ন মিথ্যে কথা বেরোবে,
আচ্ছা থাক সে কথা শুধু একদিনের হিসেব কষে দেখুন তো কতোগুলো মিথ্যেে বলেছেন? আর কাকে বলেছেন? কবে বলেছেন?
তাহলেই নিজের সম্পর্কে সঠিক পেয়ে যাবেন নিশ্চিত।
আমরা এই জীবনে চলার পথে প্রয়োজনে অপ্রয়োজনে কতো মিথ্যে বলি, ইচ্ছেয় বা অনিচ্ছেয়, ভালোয় কিংবা মন্দে তবে কিছু মিথ্যে না বললেও আমাদের সমস্যা নেই আমরা তবুও বলি আবার কিছু মিথ্যে আমাদের বাধ্য হয়েই বলতে হয়।
এই যেমন ভালো না থাকলেও অঙ্কের তিন সংখ্যার মতো ঠোঁটে চওড়া হাসি দিয়ে কষ্টের ক্ষতকে ঢেকে বলতে হয় এই বেশ ভালো আছি।
এই কথাটা আসলে আমাদের অনেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আমরা না চাইলেও মুখ ফসকে ঠিকই এই মিথ্যাটাকে সত্যিতে রুপান্তর করতেই হয়
কি এক আজব জীবন আমাদের তাইনা?
মিথ্যা বলি
কলমে ও ফটোগ্রাফী..... মৌসুমী সুমী ( MoU SuMi )
゚viralシfypシ゚