02/05/2025
কতটা ভারতপ্রেমী ছিলেন ফ্যাসিস্টরা।
পরমাণু শক্তি কমিশনের ৬শ বিজ্ঞানীসহ ২৫শ কর্মকর্তা-কর্মচারী দুই মাস ধরে বেতন-ভাতা বন্ধ। খুবই মজার একটা কারণে এদের বেতন বন্ধ রয়েছে। মূলত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ে ভারতীয় একটি প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যারের মাধ্যমে বেতন-ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয়। যেটার সাথে বিজ্ঞানীরা একমত না। তারা ভারতীয় এই সফটওয়্যারের মাধ্যমে বেতন নিতে চান না।
কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছে, এতে বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকার পাশাপাশি প্রত্যেকের পরিবারের জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট দফতরের আয়-ব্যয়, আমদানি-রফতানি, বিভিন্ন দেশের সাথে চুক্তি সব কিছু এই সফটওয়ারে দিতে হয়। এই সফটওয়ারটি নিয়ন্ত্রণ হয়ে থাকে ভারতের চেন্নাই থেকে। বিজ্ঞানীদের অভিযোগ, এই সফটওয়ারের মাধ্যমে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার রীতিনীতি মেনে পরমাণু প্রযুক্তি সংক্রান্ত বিশেষায়িত গবেষণা ও সেবা কার্যক্রম পরিচালনা করলে কোন গোপনীয়তাই থাকবে না। কমিশনের কর্মকর্তারা দ্বিমত পোষণ করায় গত দুই মাস তাদের বেতন বন্ধ করে দেয়া হয়েছে।
আপনারা তো সব বড় বড় প্লেয়ার । ছোট ছোট কিন্তু ইফেক্টিভ লেভেলে যে কিসব খেলা হচ্ছে তা আপনাদের ধারণারও বাইরে।
মাথায় ঢোকে না, এটা কে অনুমোদন করছে! একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের সংবেদনশীল তথ্য পাসের দেশের হাতে দেয়া হচ্ছে কি উদ্দেশ্যে!
হচ্ছে টা কি রে ভাই!!!!?