MD Siam

MD Siam Like and Follow দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ

“A soldier’s view: beauty and responsibility in one frame.”
28/08/2025

“A soldier’s view: beauty and responsibility in one frame.”

কতটা ভারতপ্রেমী ছিলেন ফ্যাসিস্টরা।পরমাণু শক্তি কমিশনের ৬শ বিজ্ঞানীসহ ২৫শ কর্মকর্তা-কর্মচারী দুই মাস ধরে বেতন-ভাতা বন্ধ। ...
02/05/2025

কতটা ভারতপ্রেমী ছিলেন ফ্যাসিস্টরা।
পরমাণু শক্তি কমিশনের ৬শ বিজ্ঞানীসহ ২৫শ কর্মকর্তা-কর্মচারী দুই মাস ধরে বেতন-ভাতা বন্ধ। খুবই মজার একটা কারণে এদের বেতন বন্ধ রয়েছে। মূলত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ে ভারতীয় একটি প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যারের মাধ্যমে বেতন-ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয়। যেটার সাথে বিজ্ঞানীরা একমত না। তারা ভারতীয় এই সফটওয়্যারের মাধ্যমে বেতন নিতে চান না।

কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছে, এতে বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকার পাশাপাশি প্রত্যেকের পরিবারের জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট দফতরের আয়-ব্যয়, আমদানি-রফতানি, বিভিন্ন দেশের সাথে চুক্তি সব কিছু এই সফটওয়ারে দিতে হয়। এই সফটওয়ারটি নিয়ন্ত্রণ হয়ে থাকে ভারতের চেন্নাই থেকে। বিজ্ঞানীদের অভিযোগ, এই সফটওয়ারের মাধ্যমে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার রীতিনীতি মেনে পরমাণু প্রযুক্তি সংক্রান্ত বিশেষায়িত গবেষণা ও সেবা কার্যক্রম পরিচালনা করলে কোন গোপনীয়তাই থাকবে না। কমিশনের কর্মকর্তারা দ্বিমত পোষণ করায় গত দুই মাস তাদের বেতন বন্ধ করে দেয়া হয়েছে।

আপনারা তো সব বড় বড় প্লেয়ার । ছোট ছোট কিন্তু ইফেক্টিভ লেভেলে যে কিসব খেলা হচ্ছে তা আপনাদের ধারণারও বাইরে।

মাথায় ঢোকে না, এটা কে অনুমোদন করছে! একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের সংবেদনশীল তথ্য পাসের দেশের হাতে দেয়া হচ্ছে কি উদ্দেশ্যে!

হচ্ছে টা কি রে ভাই!!!!?

20/04/2025

আমরা এখন পর্যাপ্ত সচেতন না হলে ইন্টেরিম সরকারের ইসলাম বিরোধী সংস্কার প্রস্তাব বিএনপির মাধ্যমে পশ্চিমারা পাশ করিয়ে নিবে।

তখন বছরের পর বছর আন্দোলন করে শুধু জেল জরিমানা, জীবনও শ্রমের অপচয় হবে। এটা আমাদের পিছিয়ে রাখার অন্যতম কৌশল।

২০০৭ সালের ইন্টেরিম সরকারের সময় ব্র‍্যাক আন্তর্জাতিক সম্মেলন করে সরাসরি সমকামী (এলজিবিটি) অধিকার দাবী করে।

২০২৪ সালের ইন্টেরিম সরকারের সময় এগুলো প্রায় রাস্ট্রীয়করণের পর্যায়ে চলে এসেছে।

ইউনুস সরকার জানতো নারী কমিশন কি প্রস্তাব করবে। তাদেরকেই সরকার নিয়োগ দিয়েছে যারা অনেক বছর ধরে এসব সমাজ বিধংসী পশ্চিমা মূল্যবোধ নিয়ে দেশে কাজ করছেন।

১৭ আগস্ট ২০২৪ নারী বিষয়ক উপদেস্টা ঢাবিতে রাতে মিছিল করে নারীবাদীদের কাছে প্রস্তাব চান। তিনি মুখিয়ে আছে পলিসি পরিবর্তনে কাজ করতে। নারীবাদীদের সেই দাবীগুলোই নারী কমিশনে প্রস্তাবে এসেছে।

এগুলো গ্লোবাল এজেন্ডা। তাই যারাই ক্ষমতায় আসবে তাদের মাধ্যমে এসব বাস্তবায়ন করাতে চেষ্টা করবে।

রাজনৈতিক অস্থিরতায় জন্ম নেয়া ইন্টেরিম সরকারের মাধ্যমে পশ্চিমা তাদের মূল্যবোধ পুশ করে।

মিস্টি মিস্টি কথায় আগে হুজুর এবং ধর্মপ্রাণ মানুষের হৃদয় জয় করা হয়েছে। এরপর আসল পরিকল্পনা প্রকাশ পাওয়া শুরু করেছে।

জুলাই অভ্যুত্থানের আসল কাজ (বিচার করা) বাদ দিয়ে সংস্কারের মাধ্যমে পশ্চিমাদের মূল্যবোধের ইস্যুগুলোকে প্রধান্য দেয়া হচ্ছে।

এখন এই বিষয়ে সচেতন করা অনেক কঠিন। ড ইউনুস এমন করতেই পারেন না- এই বিশ্বাস অনেকের মনে বদ্ধমূল হয়ে গেছে।

এই বিষয়ে ইসলামিক দল, গোষ্ঠীদের একত্রিত হয়ে প্রতিবাদ করতে হবে। তা না হলে পরবর্তী সরকারের মাধ্যমে এগুলো পুশ করা হবে।

আমাদের ঈমানিক সচেতনতাই একমাত্র এই মুসলিম ভুখন্ডে আসন্ন ভয়াবহ বিপদ থেকে আল্লাহ হিফাজত করবেন।

ধর্মীয় আইন মানা বাধ্যতামূলক বাংলাদেশের আইনে এটাকে বৈষম্যের প্রধান কারন হিসেবে চিন্হিত করা হয়েছে।যেটা পুরাটাই ভুয়া।আইন কর...
19/04/2025

ধর্মীয় আইন মানা বাধ্যতামূলক বাংলাদেশের আইনে এটাকে বৈষম্যের প্রধান কারন হিসেবে চিন্হিত করা হয়েছে।যেটা পুরাটাই ভুয়া।আইন করে কী পশ্চিমা দেশ গুলি নারীকে পুরুষ বানাতে পেরেছে??অবাধ ভোগ্যপণ্যে পরিনত করেছে-এতে পশ্চিমা নারীদের ধর্সন হার কমেছে নাকি ক্রমবর্ধমান?? নারী আর পুরুষ কখনো এক নয় এটা মানতে যাদের সমস্যা মূলত তাদের নিজস্ব ঘর থাকে না এটাই প্রমানিত।
অন্যদিকে মুসলিম দেশগুলোতে নারী নীপীড়নের হার প্রায় শূন্য।মুসলিম বিধান অনুযায়ী নারী সুরক্ষা নিশ্চিত করতে বাধ্য তার বাবা ভাই চাচা স্বামী।প্রত্যেকে তাদের বাড়ীর মেয়েদের রানীদের মত পাহারা দিয়ে রাখে।এভাবে সেই মেয়েরা পরিবার পাড়া মহল্লায় সমাজ ও দেশে সুরক্ষিত থাকে।
সমস্যা আইনের প্রয়োগের অভাব।আসল জায়গায় না গিয়ে পশ্চিমা বানানোর পায়তারা।তারা এসে আমাদের মেয়েদের রাস্তাঘাটে নিরাপত্তা দিয়ে যাবে?? অমুসলিম দেশগুলি নারী হেরামেন্ট বন্ধ করতে সক্ষম হয়েছে আদৌ?????

07/04/2025

বাংলাদেশের মার্কেটে ইজ*** কিছু কমন প্রোডাক্ট/তাদেরকে ফান্ডিং করা কোম্পানির প্রোডাক্ট:

ড্রিংক্স:
🔶 কোকাকোলা(coca cola)
🔶পেপসি (pepsi)
🔶 স্প্রাইট (sprite)
🔶ফান্তা ( Fanta)
🔶7up
🔶Aquqfina

রেগুলার র‍্যান্ডম প্রোডাক্ট:
🔶ম্যাগি নুডুলস (Maggi)
🔶কিটক্যাট (Kitkat)
🔶KFC
🔶Nestle,Nescape
🔶Pizzahub
🔶Oral-B (paste)
🔶মেডজুল খেজুরের কিছু বাজার

টেকনোলজি:
🔶নোকিয়া (Nokia)
🔶HP(laptop)
🔶Motorola(mobile)
🔶Intel
🔶Siemens

কসমেটিক এন্ড এপারেলস:
🔶লরিয়াল(LOREAL)
🔶Victoria's Secret
🔶John n Johnson
🔶Garnier
🔶Pantene
🔶Rexona
🔶Head n Shoulder
🔶Kelvin n klein
🔶Hugo boss
🔶Axe
🔶Dior
🔶Dove
🔶Lux
🔶GAP
🔶Puma
🔶Unilever

চ্যানেল:
🔶20th century fox
🔶CNN
🔶National Geographu
🔶Star(Tv channel)
🔶Sky
🔶Disnep

কপি পেস্ট করে ছড়িয়ে দিন এবং বাদ পড়া প্রোডাক্ট এড করতে পারেন..

এতদিন যা হইছে,এখন থেকে সর্বোচ্চ বয়কট অব্যাহত থাকবে।
রিমেম্বার দা কোড: ৮৭১,৭২৯



06/04/2025
আজ কেউ নাই বলে। 🥹🥹
05/04/2025

আজ কেউ নাই বলে। 🥹🥹

নির্বিক রণাঙ্গনে প্রদীপ্ত দেশপ্রেম  ゚
02/04/2025

নির্বিক রণাঙ্গনে প্রদীপ্ত দেশপ্রেম ゚

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammed Anisul Islam, শিউলি খাতুন
02/04/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammed Anisul Islam, শিউলি খাতুন

31/03/2025

চাকরিজীবীদের জন্য ঈদের ছুটি সে তো এক সোনার হরিণ

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Siam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share