26/08/2025
স্বর্থের জন্য সবাই ভালোবাসতে পারে,,দুনিয়াতে তো আমরা মেয়েরা অসহায়,, নিজের বড় হওয়া বাড়িটা থেকে একদিন বিদায় দিয়ে,,শ্বশুর বাড়ি নামক বাড়িটাই চলে আসতে হয়,,আচ্ছা আমাদের মেয়েদের নিজেদের কেন বাড়ি থাকে না,,যেটা খুব মনের জোর থেকে বলতে পারবো এটা আমার বাড়ি,,বাবা মা,,আর শ্বশুর শ্বশুড়ি আলাদা,,সব বাবা মা তাদের সন্তানকে ভালোবাসে,,হা ঠিক,,যার বাবা মা তাদের নিজ সন্তানকে ভালোবাসে,,
সব কিছু দেখে শুনে আমরা চুপ থাকি যে,, এটা বড় ভুল,,যেটা আমি সব সময় করি,,
আমরা মেয়েরা সব কিছু মানিয়ে নিতে নিতে নিজেদের ভুলে যায়,,
আপনি শ্বশুর বাড়ির কারো কথায় কষ্ট পেয়ে ভাবতেছেন,,হাসবেন্ডকে বলবেন,,তাহলে ভুল ভাবতেছেন,,
এটা ভেবে জীবনে এক ধাপ পিছিয়ে আছি,,
যতো চেষ্টা করো তুমি বাড়ির মেয়ে হয়ে থাকবা,,তোমার জায়গা টা বুঝিয়ে দেবে,,*বাড়ির বউ কখনো মেয়ে হয় না*
ঐ যে প্রথমে বললাম,,স্বর্থের জন্য সবাই ভালোবাসে,,এটাই
যেদিন স্বার্থ শেষ হবে,,সে দিন ভালোবাসা হারাবে,,
৯৯%মেয়ের জীবন এমন,,