14/06/2025
জীবনে কখনো ভাবি নাই আমি সুই #সাইড করার চিন্তা করবো। কিন্তু ভাগ্য আমাকে এমন জায়গায় এনে দার করিয়েছে এটা ছাড়া পথও নেই। কিন্তু কেউ চিন্তা করবেন না এমন আমি করবো না, আশা করি। আমার শরীরের যে অবস্থা আমি এমনিতেও মারা যাবো😊 শুধু বেচে থাকা অবস্থায় কিছু কথা শেয়ার করে গেলাম। এতো পরিমাণ নির্যাতন হয়েও কখনো কারো কাছে সাহায্য পাই নি। দোষ একটাই আমি মেয়ে😊 আর টাংগাইলের ৮০% মানুষ এর চিন্তা ভাবনা এতো জঘন্য যা বলার বাহিরে। (আবার কেউ বইলেন না সবাইকে বলেছি, আগেই বলেছি ৮০%। ২০% ভালো আছে)
আমি মারা গেলে আমার বাচ্চাদের কি হবে আল্লাহ জানে। আমি আল্লাহর কাছে এইটুকুই চাই যে মৃত্যুর আগে ওদের একটা ভালো জায়গায় ব্যবস্থা করে যেতে পারি। আমার ইচ্ছা ছিল অনেক কিছু করার, হাপিয়ে উঠেছি নিজের জীবন নিয়ে। হয়তো আল্লাহ এটা বুঝেছে, এখন আমার এমন অবস্থা যে আমি কখন মারা যাই তারও নিশ্চিয়তা নেই😊 সবাই আমাকে মাফ করবেন যদি ভুল কিছু বলে থাকি।