22/09/2025
আপনার ইনকাম এর প্রথম অধিকার আপনার স্ত্রীর ,তারপর সন্তানের ,তারপর বাবা মায়ের ,তারপর বাকি আত্মিয় ,যদি সম্ভব হয়।
আপনাকে কেউ বলে নি ,পাড়া প্রতিবেশির ,আত্মীয় স্বজনের ,দেশবাসীর মঙ্গল করতে। খেয়াল রাখুন ,আপনার বউ সুখী কিনা , আপনার সন্তান রা আপনার সাধ্যের মধ্যে নিজেদের আবদার পূরন করতে পারে কিনা।
নারীরা হাজার কাজ করে ও ক্লান্ত হয় না , ক্লান্ত হয় আপনার আচরনে। ক্লান্ত হয় তার অসম্মানে।
আপনি যদি আপনার স্ত্রীকে সম্মান না দেন ,,বিশ্বাস করেন পৃথিবীর কেউ তাকে সম্মান দিবে না।
আপনি শুধু তাকে গুরুত্ব দিন ,আপনার মৃত্যুর পরে ও আপনার সন্তান তার সাথে সম্মান দিয়ে কথা বলবে।
বউ কে ছোট করে ,বাবা মায়ের সামনে তাকে ছোট করবেন না , দুজনের জায়গা ই আপনার জিবনে সমান গুরুত্বপূর্ণ ।
আপনি যদি মনে করেন , আপনার বাবা মায়ের সম্মান পাওয়ার অধিকার আছে ,তাহলে আপনার কোনো অধিকার নেই ,আপনার সন্তানের মাকে অসম্মান করার।
পরিবারের সবাইর শখ আহ্লাদ পূরন করতে গিয়ে ঐ মানুষটাকে ভুলে যাবেন না ,যে আপনার মুখের দিকে তাকিয়ে নিজের সমস্ত সুখ বিসর্জন দেয়।
দিনশেষে বউকে বলুন , তুমি অনেক পরিশ্রম করো ধন্যবাদ। পরেরদিন থেকে দেখবেন তার কাজের স্পীড দ্বিগুন হয়ে গেছে।
একবার রান্নার প্রসংশা করুন ,দেখবেন প্রতিনিয়ত নতুন নতুন পদ খেতে পাবেন। কারন আপনার ভালো লাগবে এটা ভেবেই সে আরে রান্নায় মনোযোগী হবে।
তাকে ভালোবাসুন , আপনার পুরো পৃথিবী টাই জান্নাত হয়ে যাবে।
কবি বলেছিলেন মনে নেই?
কোথায় স্বর্গ কোথায় নরক ,কে বলে তা বহুদূর।
আপনি ভালো হলে ,এই দুনিয়া ই আপনার জান্নাত ,আর কাউকে কষ্ট দিলে ,মরে গিয়ে জাহান্নামে যেতে হবে না। উপরওয়ালার বিচার কখনো কখনো এই দুনিয়ায় ই হয়।