Al Galib

Al Galib Good Job, Do Not Be Tired.

22/08/2025

এই ছোট একটি অনিশ্চিত জীবন নিয়ে আমাদের কতই না পরিকল্পনা।

21/08/2025

মানুষ কি বলবে? 😆😫

Confidence doesn’t shout — it silently commands."বসে আছি, কারণ দৌড়ানোর দরকার নেই। আমার কাজ, আমার চেহারাই যথেষ্ট বলে দেয় ...
31/07/2025

Confidence doesn’t shout — it silently commands."
বসে আছি, কারণ দৌড়ানোর দরকার নেই। আমার কাজ, আমার চেহারাই যথেষ্ট বলে দেয় আমি কে। 🖤




https://youtu.be/fDRk8jlgKkk?si=S1RuSc4-cQ6y9SoO
27/06/2025

https://youtu.be/fDRk8jlgKkk?si=S1RuSc4-cQ6y9SoO

🌍 বিদেশ যাত্রা পর্ব ১: অভিজ্ঞতা অর্জনই সফলতার চাবিকাঠি 🇧🇩✈️এই সিরিজটি তাদের জন্য, যারা প্রথমবার বিদেশে যাওয়ার প.....

আসসালামু আলাইকুম,  কেমন আছেন সবাই।  fans
15/06/2025

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই।

fans

কবরের কঠিন দিনে এই প্রশ্নের উত্তর টা দিতে হবে।
17/03/2025

কবরের কঠিন দিনে এই প্রশ্নের উত্তর টা দিতে হবে।

08/02/2025

আল্লাহ চাইলে কাউকে কিছু দিতে সময় লাগেনা, আবার নিতেও সময় লাগেনা।

02/02/2025

কিছু মানুষের থেকে দূরত্ব রেখে চলা উত্তম। Al Galib

01/02/2025

মানুষের চেহারার প্রশংসা মানুষ কয়েক বছর করে, কিন্তু সততার প্রশংসা মানুষ মৃত্যুর পরেও করবে।

08/01/2025

ভোটার তালিকা হালনাগাদে আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। চলবে ২ সপ্তাহব্যাপী।

২০০৮ সালের ১ জানুয়ারি অথবা এর আগে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তালিকাভুক্তি এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে কর্তনের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে।

রবিবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) শরীফুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম কর্তনের তথ্যাদি সংগ্রহ করবেন।

এ সময়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও কর্তনের জন্য নির্ধারিত ফরম পূরণসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করবেন।

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) করা হবে। এ সময়ে ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হবে।

উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারের তথ্য বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সফটওয়ার (বিভিআরএস) সফটওয়্যারের সাহায্যে ডাটা এন্ট্রি ও ডাটা আপলোড করা হবে ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সময়ে।

আগামী ৫ মে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ কর্তৃক খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও সিএমএস পোর্টালে লিংক সরবরাহ করা হবে।

Don't Give Up 💪Believe in Allah ☝️
28/12/2024

Don't Give Up 💪
Believe in Allah ☝️

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে উমরাহ সম্পন্ন করতে পেরেছি। 🕋🤍❤️
02/12/2024

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে উমরাহ সম্পন্ন করতে পেরেছি। 🕋🤍❤️

Address

Sakhipur
Tangail
1590

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Galib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share