Torque and Shine Motorcycle Hospital

Torque and Shine Motorcycle Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Torque and Shine Motorcycle Hospital, Digital creator, Pakutia Bottola, Main Road, Ghatail, Tangail.

✨ আপনার দুই চাকার বাহনের নির্ভরযোগ্য ঠিকানা ✨
আপনার মোটরসাইকেলটির ছোটখাটো পরিচর্যা থেকে শুরু করে যেকোনো জটিল সার্ভিসিং-এর জন্য আমাদের সুদক্ষ ও অভিজ্ঞ কারিগরগণ সর্বদা আন্তরিক।

Visiting card 💳
29/07/2025

Visiting card 💳

23/07/2025

একই রকম দেখতে অনেক Engine ওয়েল বাজারে রয়েছে... কিন্তু পারফরম্যান্স? ভুল পছন্দে গাড়ি পড়ে যায় ঝুঁকিতে!
নিশ্চিত পারফরম্যান্স চান? তাহলে এদিক সেদিক না ঘুরে সরাসরি চলে আসুন — আমরা আছি আপনার পাশে। আমাদের প্রতিটি পণ্যে রয়েছে:
১/ গ্যারান্টিকৃত গুণগত মান
২/পরীক্ষিত পারফরম্যান্স
৩/এবং সঠিক দাম — কোনও বাড়াবাড়ি নয়!
একজনে বলে 400, আরেকজনে 500 — ভাই থামেন! আজাইরা দামদর আর কথার প্যাঁচাল বাদ দিন। ভাল মানের পণ্য, সঠিক দামে — আমরা আছি আপনার জন্যই।
আমাদের ঠিকানা: Torque and Shine Motorcycle Hospital Pakutia bottola, Ghatail, Tangail.
যোগাযোগ করুনঃ 01629013565
ভরসা করুন মানে — Torque and Shine Motorcycle Hospital🤓

03/07/2025

মনের সুখে বাইক ছোটে, রিম হবে না কেন ফিকে?
পাকুটিয়া বটতলায়, রঙ পাল্টাও ঠিক ঠিকে!
মধুপুর থেকে এলেন, এক কাস্টমার দারুণ,
Suzuki Monotone-এর রিম, কালো থেকে হলো ফাগুন!

09/05/2025
প্রিয় ঘাটাইলবাসীরা আগামী ১৫ মে আসার আগেই হেলমেট কিনেন এবং বেপরোয়া মোটরসাইকেল চালানো বন্ধ করেন...ঘাটাইল উপজেলা প্রশাসনের ...
05/05/2025

প্রিয় ঘাটাইলবাসীরা আগামী ১৫ মে আসার আগেই হেলমেট কিনেন এবং বেপরোয়া মোটরসাইকেল চালানো বন্ধ করেন...ঘাটাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হচ্ছে অভিযান।

#হেলমেট_বিহীন_মোটরসাইকেল_ও_বেপরোয়া_বাইকারদের_নিয়ন্ত্রণ_কর্মপরিকল্পনা:

#প্ল্যান-১: আগামী ১৫ মে ২০২৫ খ্রি তারিখ থেকে বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টসহ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হবে।

#প্ল্যান-২: আগামী ১৫ দিন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

#প্ল্যান-৩: হেলমেট পরিহিত আরোহীদের ফুল দিয়ে বরণ করা হবে।

#প্ল্যান-৪: হেলমেট না থাকলে গাড়ি সাময়িক জব্দ করা হবে, পরবর্তীতে হেলমেট ক্রয় করে আনলে গাড়ি ছাড়া হবে।

#প্ল্যান-৫: তাৎক্ষণিকভাবে ট্রাফিক সাইন এর ০৩টি প্রশ্নের উত্তর দিতে পারলে জরিমানা কম হবে।

#প্ল্যান-৬: জনসচেতনতা বৃদ্ধিতে ফেসবুকে প্রচারসহ মাইকিং করা হবে।

#প্ল্যান-৭: অপ্রাপ্তবয়স্কের বাইক জব্দ করা হবে।

#প্ল্যান-৮: জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের কাজে লাগানো হবে।

#প্ল্যান-৯: হেলমেট বিহীন মোটরসাইকেলে তেল দিতে পারবে না সংশ্লিষ্ট পাম্প মালিকরা।

এছাড়া সময়ে সময়ে কর্মপরিকল্পনা হালনাগাদ করা হবে।

#বি:দ্র: সচেতন নাগরিকই সুনাগরিক। জরিমানা না, শৃঙ্খলা ফেরানোই আমাদের মূল উদ্দেশ্য।

ধন্যবাদান্তে: উপজেলা প্রশাসন, ঘাটাইল।

জনসচেতনতায় Uno Ghatail স্যার

বি:দ্র: আমাদের কাছে পাবেন নায্য দামে প্রিমিয়াম সকল বাইক এর হেলমেট ও এক্সেসরিজ। Torque and Shine Motorcycle Hospital

টর্ক এন্ড শাইন মোটরসাইকেল হসপিটাল🏍️ আপনার মোটরসাইকেলের নির্ভরযোগ্য ঠিকানা - আকর্ষণীয় সব অফার সহ! 🏍️🔥 স্পেশাল অফার! 🔥 * 🚿...
24/04/2025

টর্ক এন্ড শাইন মোটরসাইকেল হসপিটাল
🏍️ আপনার মোটরসাইকেলের নির্ভরযোগ্য ঠিকানা - আকর্ষণীয় সব অফার সহ! 🏍️
🔥 স্পেশাল অফার! 🔥
* 🚿 মাত্র ৯৯ টাকায় বাইক ফোম ওয়াশ! আপনার প্রিয় বাইকটিকে নতুনের মতো করে তুলুন।
* 🎉 প্রথম সার্ভিস চার্জে ৫০% ডিস্কাউন্ট! আমাদের সার্ভিসিং অভিজ্ঞতা নিন বিশাল ছাড়ে।
* 🛠️ জেনারেল সার্ভিস চার্জ একদম ফ্রি!
* 🛠️ ✨ মাস্টার সার্ভিস মাত্র ৯৯৯৳! (যেমন -
১) এয়ার ফিল্টার ক্লিন/চেঞ্জ
২) প্লাগ ক্লিন/চেঞ্জ
৩) ক্লাস ক্যাবল এডজাস্ট/ক্লিন/লুবিং/চেঞ্জ
৪) এক্সেলেটর ক্যাবল এডজাস্ট/ক্লিন/লুবিং/চেঞ্জ
৫) ফ্রন্ট ব্রেক প্যাড/ ব্রেক স্যু ক্লিন/চেক/চেঞ্জ
৬) রিয়ার ব্রেক প্যাড/ ব্রেক স্যু ক্লিন/চেক/চেঞ্জ
৭) বলরেসার এডজাস্ট
৮) চেইন এডজাস্ট/ক্লিনিং/লুবিং
৯) আরপিএম এডজাস্ট
১০) ইঞ্জিন অয়েল চেক/চেঞ্জ
১১) অয়েল ফিল্টার চেক/ চেঞ্জ
১২) ফ্রন্ট ব্রেক ক্যলিপার/চেক/ক্লিন
১৩) হেড লাইট পজিশন/এডজাস্ট
১৪) হর্ন টিউনিং চেক/এডজাস্ট
১৫) বাইক ওয়াশ
১৬) হুইল ব্যালেন্সিং/এডজাস্ট
১৭) ব্যাটারি হেল্থ চেকআপ
১৮) ব্যাটারি চার্জ
১৯) ট্যাপিট এডজাস্ট
২০) থ্রোটল বডি ক্লিন
২১) হাইড্রোলিক অয়েল চেক
২২) গিয়ার লিভার গ্রিজিং
২৩) ড্রাম রাবার বুশ, চেক/ক্লিন/গ্রিজিং
২৪) কার্বোরেটর টিউনিং
২৫) কার্বোরেটর ওয়াশ
২৬) হেড লাইট চেক/চেঞ্জ
২৭) চেইন কাভার, ফ্রন্ট স্প্রোকেট কাভার ক্লিন
২৮) স্যুইচ চাপা ক্লিন
২৯) ওয়ারিং চেকআপ
৩০) ব্যাক লাইট ও ইন্ডিকেটর চেক/ চেঞ্জ।
আমরা দিচ্ছি:
* ⚙️ ইঞ্জিন ও গিয়ার বক্স টিউনিং
* 🧪 নিয়মিত রক্ষণাবেক্ষণ ও অয়েল পরিবর্তন
* 🛢️ অথেনটিক স্পেয়ার পার্টসের নিশ্চয়তা
* 💨 টায়ার ও ব্রেক সার্ভিসিং
* 💡 লাইটিং ও ইলেকট্রিক্যাল কাজ
* 🎨 আকর্ষণীয় পলিশিং ও ওয়াশিং
* 👨‍🔧 অভিজ্ঞ ও দক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং
কেন আমাদের সার্ভিস সেন্টার সেরা?
* ✅ অত্যাধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার
* 💯 গ্রাহক সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য
* ⏱️ দ্রুত ও নির্ভরযোগ্য সার্ভিস
* 💰 সাশ্রয়ী মূল্য এবং আকর্ষণীয় অফার!
আমাদের ঠিকানা:
(টর্ক এন্ড শাইন মোটরসাইকেল হসপিটাল, পাকুটিয়া বটতলা মেইন রোড, রাস্তার পশ্চিম পার্শে, পাকুটিয়া, ঘাটাইল, টাংগাইল )
যোগাযোগ:
📞 ০১৬২৯০১৩৫৬৫
📱 ০১৮২৬০৫৮৫৫৪
📧 [email protected]
তাই আর দেরি নয়! আপনার বাইকের জন্য সেরা যত্ন পেতে আজই টর্ক এন্ড শাইন মোটরসাইকেল হসপিটালে চলে আসুন!

Address

Pakutia Bottola, Main Road, Ghatail
Tangail
1982

Website

Alerts

Be the first to know and let us send you an email when Torque and Shine Motorcycle Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share