Anu's Daily Life

Anu's  Daily Life আমি আমার মত 🥰
স্বাধীনতা প্রিয়।
ভ্রমণ পিপাসু।

এভাবে সরি বলতে শিখ প্রিয়।
17/07/2025

এভাবে সরি বলতে শিখ প্রিয়।

17/07/2025

Big shout out to my newest top fans! Borno Khan, Razon Chaklader, Sohel Rana Sohel Rana, Jarin Akter Nupur, Ahammad Shekh, JR Jewel Rana, Tamim Khan, Yasin Arafat Arifi

আমার একটা পছন্দের জায়গা। বলেন তো এটা কই?
22/06/2025

আমার একটা পছন্দের জায়গা। বলেন তো এটা কই?

এটা কোন সাধারণ বিরানি নয় লা। এটা কিন্তু চিকেন বিরিয়ানি।
21/06/2025

এটা কোন সাধারণ বিরানি নয় লা।
এটা কিন্তু চিকেন বিরিয়ানি।

মাশআল্লাহ আপু, এতো সুন্দর গুণবতী তবুও তার স্বামী তাঁকে ঠকালো।আর কতটা সুন্দর হলে একজন স্বামী তার স্ত্রী কে ঠকাবে না?পুরুষ...
03/06/2025

মাশআল্লাহ আপু, এতো সুন্দর গুণবতী তবুও তার স্বামী তাঁকে ঠকালো।

আর কতটা সুন্দর হলে একজন স্বামী তার স্ত্রী কে ঠকাবে না?
পুরুষ মানুষ এতো মুখোশ কিভাবে পড়ে থাকে?
ড্রিম গার্ল বলে পাগল হয়ে মেয়েকে,তার ফ্যামিলিকে রাজি করিয়ে বিয়ে করার পর সাথে সাথে একটা বাবু জন্ম দেয়ার পর,
এভাবে কেউ কিভাবে ঠকাতে পারে?
আপুর লাইভ দেখে এত্ত খারাপ লাগতেসে।
যাদের সম্পর্ক দেখে ভালো লাগত তাদের সম্পর্কেই খুঁত ছিলো।

এই জন্যই
নিজেকে গড়া, নিজে দাঁড়ানোটাই সবচেয়ে জরুরি।
যেন কারও ওপর ভরসা ভেঙে গেলে, নিজেকে হারাতে না হয়।

পুরো ঘটনা এনালাইসিস করে যা বুঝলাম, পলাশ সাহা বিয়ে করার সময় এই মেয়েকে দেখেই তার পছন্দ হয়েছিল এবং সে এই মেয়েকেই বিয়ে...
11/05/2025

পুরো ঘটনা এনালাইসিস করে যা বুঝলাম, পলাশ সাহা বিয়ে করার সময় এই মেয়েকে দেখেই তার পছন্দ হয়েছিল এবং সে এই মেয়েকেই বিয়ে করবে, কিন্তু পলাশ এর মা তা মেনে নিচ্ছিলো না কারণ মেয়েরা গরীব, ছেলেটা মাকে অনেক বুঝিয়ে এই মেয়েকে বিয়ে করে, কিন্তু পলাশের মা কোনোভাবেই মানতে পারতেছে না একটা গরিব ঘরের মেয়ে তাদের ঘরে এসে খাট পালংয়ে থাকতেছে, তার ছেলে একজন এএসপি, এই মেয়ে তো তাদের বাসার কাজের মেয়ে হওয়ার যোগ্যতাও নাই, হয়তো অন্য জায়গায় বিয়ে করাইলে আরো ভালো কিছু পেতাম কোটি কোটি টাকা শত ভরি স্বর্ণ, মা তার ছেলেকে বলেছে এই মেয়েকে ডিভোর্স দিয়ে দাও আরো ভালো জায়গায় তোমাকে বিয়ে করাবো, কিন্তু পলাশ তা করে নাই কেনই বা করবে যদি বউয়ের কোন সমস্যাই না থাকে, তাহলে তাকে ডিভোর্স কেন দিবে, আর মাকেও কিছু বলতে পারতেছে না কারণ ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে, কিছু বলতে গেলেই ইমোশনাল ব্ল্যাকমেইল করে, স্ত্রী কেও কিছু বলতে পারেনা কারণ স্ত্রীর তো দোষ নেই দোষ থাকলে ডিভোর্স দিয়ে দিতো, প্রতিদিন ডিউটি শেষ করে বাসায় ফিরলে সেম কাহিনী, দুদিকের নালিশ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে উঠেছিল পলাশ, শেষমেষ বিদায়, আর কোন জ্বালা নেই, আর কোন নালিশ নেই , পরিবারের লোকেরা এটা কখনোই চিন্তা করে না বাইরে কত কষ্ট করে কত ঝামেলা মাথার উপর দিয়ে যায়, ঝামেলাগুলো শেষ করে বাসায় ফিরে একটু মানসিক শান্তির জন্য, সেটাও হয়ে উঠে না

এখন অনেকে বলবেন আমি পলাশের বউয়ের পক্ষ নিচ্ছি, আমার কথা হচ্ছে পলাশ যদি বউয়ের দোষ দেখতো তাহলে তাকে ডিভোর্স দিয়ে দিতো,

উপরে যে কথাগুলো বলেছি, তা দু পক্ষের কথা শুনে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি,কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Good morning everybody,,,
04/05/2025

Good morning everybody,,,

03/05/2025

Part-1:মাইজভান্ডারী মাজার শরীফ, চট্টগ্রাম।

28/04/2025

শুভ সকাল

জুম্মা মোবারক 🥰
25/04/2025

জুম্মা মোবারক 🥰

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anu's Daily Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share