Mohammad Masum

  • Home
  • Mohammad Masum

Mohammad   Masum আল্লাহুম্মা সল্লি'ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ 💙

06/05/2025

🦜🥰

02/04/2025

অর্থ কম থাকুক! যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়! কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন! 💝

02/04/2025

ব্যাংকিং ক্যারিয়ারের 8 বছরে দেখলাম "যত বিবাহিত মেয়ে একাউন্ট ওপেন করতে আসে বা ডিপি এস, সঞ্চয় পত্র কিনতে আসে ৯০% মেয়ে বা মহিলা তার স্বামীকে নমিনি দিতে চায় না, নমিনী দেয় তার মা বাবা অথবা ভাই বোনকে, কিন্তু বিবাহিত পূরুষরা তাদের ৯৫% স্ত্রীকেই নমিনি দিয়ে থাকে।"
তার মধ্যে অনেক প্রায় ২০% আসে তার সম্পূর্ণ আয় স্ত্রীর নামে ব্যাংকে রাখে।
অসমাপ্ত

কিন্তু ২% স্ত্রী পাওয়া যাবে কিনা সন্দেহ যে নিজের ইনকাম স্বামীর নামে রাখা।
এটাই নারী ও পুরুষের মধ্যে পার্থক্য।...

লেখকঃ একজন ব্যাংকার
copy
@

31/03/2025

উৎসবের দিনে কারোর মন খারাপ না হোক। কেউ একলা না থাক। কারোর চোখ না ভিজুক।

সবাইকে ঈদ মোবারক 🥰

31/03/2025

মদের বোতল স্টোরি দিয়ে নিজেকে কি প্রমাণ করিস।

বোকা-চো*****?

30/03/2025

চান রাতে যারা বক্স বাজাও তোমরা এখনো বড়ো হও নাই।

23/03/2025

মানুষের ইমোশন নিয়ে খেইলেন না।একজন অসহায় মানুষকে ঈদের বাজেট জিজ্ঞেস কইরেন না।

যার নাই বাজেট সে বুঝে তার কত যন্ত্রণা....😭
এসব কাজ যারা করতেছেন তাদের নোংরা মন-মানসিকতা পরিবর্তন করার দরকার।

23/03/2025

এই জেনারেশন এর অর্ধেক মানুষ ফ্যামিলি প্রবলেমের কাছে,নিয়মিত ভিতরে ভিতরে শেষ হয়ে যায়!🙂🌸

23/03/2025

চ‍্যানেল আইয়ের একটা ভিডিও দেখলাম; শপিং করতে আসা এক নারীকে রিপোর্টার জিজ্ঞেস করছেন, ঈদশপিংয়ের জন‍্য আপনার বাজেট কত?

ভদ্রমহিলা বললেন, "৫০০০ টাকা"

- এই টাকা দিয়ে আপনার পুরো পরিবারের শপিং হবে?

ভদ্রমহিলার উত্তর, "কি আর করার? যা বাজেট, তার মধ‍্যেই তো শপিং করতে হবে"

এই জায়গায়ই বোধহয় ওই রিপোর্টারের থেমে যাওয়া উচিত ছিলো। তিনি তা না করে আবারো প্রশ্ন করে বসলেন - "এইযে কেউ একলাখ টাকার শপিং করছে, আবার কেউ ৫ হাজার টাকা নিয়ে শপিংয়ে আসছে, এটাকে আপনি কিভাবে দেখছেন?"

ভদ্রমহিলা আগে থেকেই বিব্রত হয়ে পড়েছিলেন। এবারের প্রশ্ন শুনে আর মনটা শক্ত রাখতে পারলেন না। মুহূর্তেই কেঁদে ফেললেন !

এক সেকেন্ডের মধ‍্যে নিশ্চয়ই কান্নায় ভেঙে পরা সম্ভব নয়। বাজেট নিয়ে প্রশ্ন করার সময় থেকেই তিনি ভেতরে ভেতরে কান্নায় ফেটে পরছিলেন…

কোন জায়গায় থামতে হবে, এই বোধটা আমাদের কোনোকালেই খুব একটা ছিলো না; আজও হয়নি। একসময় মনে হত, আর পাঁচবছর পর চেঞ্জ আসবে, আর দশবছর পর হয়ত সব বদলে যাবে। দেখতে দেখতে ২০২৫ এ চলে আসলাম। তেমন কিছুই বদলালোনা…

… কিছু বদলাক আর না বদলাক, অন্তত শপিংমলে অন ক‍্যামেরায় জনে জনে মাইক্রোফোন ধরে শপিংয়ের বাজেট জানতে চাওয়ার এই কুৎসিত কালচারটা বন্ধ হওয়া উচিত। কোথায় গিয়ে থামতে হবে, এটা আমাদের বোঝা দরকার।

সবাই শেয়ার করবেন

Copy.

22/03/2025

আসসালামু আলাইকুম শুভ দুপুর 🥀🌹

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Masum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share