Sadik's World

Sadik's World ব্যক্তিগত ব্র‍্যান্ডিং & মাল্টি কনটেন্ট

জেনুইন Digital Licence কিনুন বিশ্বস্ত প্ল্যাটফর্ম Sadik’s World থেকে! আমরা সর্বদাই অথেন্টিক প্রোডাক্টের নিশ্চয়তা প্রদান ...
07/07/2025

জেনুইন Digital Licence কিনুন বিশ্বস্ত প্ল্যাটফর্ম Sadik’s World থেকে!
আমরা সর্বদাই অথেন্টিক প্রোডাক্টের নিশ্চয়তা প্রদান করি, যা আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখবে। পাশাপাশি, যেকোনো সমস্যায় আমরা দ্রুত সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
কেন আমাদের থেকে সার্ভিস নিবেন??
ভেরিভাইড পেমেন্ট গেটওয়ে।
দুই বছর যাবত সার্ভিস প্রোভাইড করার অভিজ্ঞতা।
আমাদের সকল পণ্য এ পাচ্ছেন ফুল প্ল্যান ওয়ারেন্টি।
৫০+ কাস্টমার রিভিউ।
ফুল প্ল্যান ওয়ারেন্টি।
সকল অর্ডার এর ইন্সট্যান্ট ডেলিভারি পাবেন আমাদের পেইজে।
২৪ ঘন্টা লাইভ সাপোর্ট পেতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ক্লিক করুন
https://wa.me/8801738442179
যেকোন পন্য অর্ডার করতে এখনি মেসেজ করুন ।
বেলটিয়াবাড়ী, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩: 01738442179
𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞: 01683806316 (𝟏𝟎:𝟎𝟎𝐀𝐌-𝟔:𝟎𝟎𝐏𝐌)

🌙✨ ঈদ মোবারক! ✨🌙আল্লাহ্‌র রহমত, ভালোবাসা ও বরকতে ভরে উঠুক আপনার জীবন।ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক পরিবার, বন্ধু ও প্রিয়জনদের মা...
06/06/2025

🌙✨ ঈদ মোবারক! ✨🌙
আল্লাহ্‌র রহমত, ভালোবাসা ও বরকতে ভরে উঠুক আপনার জীবন।
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক পরিবার, বন্ধু ও প্রিয়জনদের মাঝে।
ক্ষমা, শান্তি ও ভালোবাসার বার্তা নিয়ে
এই ঈদ হোক নতুন আশার, নতুন সম্ভাবনার!

আসসালামু আলাইকুম। লোগোটার ডিজাইন কেমন হলো ।সবার মতামত আশা করছি।
02/06/2025

আসসালামু আলাইকুম। লোগোটার ডিজাইন কেমন হলো ।সবার মতামত আশা করছি।

আজকে আমার খুব কাছের বড় ভাইয়ের জন্য ডিজাইন করলাম একটি স্টাইলিশ ও প্রফেশনাল ভিজিটিং কার্ড!একটি ছোট কার্ড, কিন্তু এর মাধ্যম...
29/05/2025

আজকে আমার খুব কাছের বড় ভাইয়ের জন্য ডিজাইন করলাম একটি স্টাইলিশ ও প্রফেশনাল ভিজিটিং কার্ড!
একটি ছোট কার্ড, কিন্তু এর মাধ্যমে উঠে আসে আপনার ব্র্যান্ডের পরিচয়, পেশাদারিত্ব ও স্বপ্নের গল্প।

আইডেন্টিটি ডিজাইনের কাজ চলমান...নতুন একটা ID Card ডিজাইন করছি কলিগের জন্য।আধুনিক আর প্রফেশনাল লুক বজায় রাখার চেষ্টা করছি...
28/05/2025

আইডেন্টিটি ডিজাইনের কাজ চলমান...
নতুন একটা ID Card ডিজাইন করছি কলিগের জন্য।
আধুনিক আর প্রফেশনাল লুক বজায় রাখার চেষ্টা করছি।
ফিডব্যাক পেলে আরও ইমপ্রুভ করতে পারব! 👇🤲

আসসালামু আলাইকুম।🎤ID Card Design✔️Brand Identity-এর গুরুত্ব পূর্ন একটা অংশ।নতুন ডিজাইনে Simplicity আর modern touch রাখার...
28/05/2025

আসসালামু আলাইকুম।
🎤ID Card Design✔️
Brand Identity-এর গুরুত্ব পূর্ন একটা অংশ।
নতুন ডিজাইনে Simplicity আর modern touch রাখার চেষ্টা করেছি।
আপনাদের ফিডব্যাক খুবই গুরুত্ব পূর্ন।🔍🔍

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
22/05/2025

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

16/05/2025

#বে নামাজিদের বাহানা:
1. সময় হলে নামাজ পড়বো।
2. প্রচণ্ড কাজের চাপ, সময় পাই না।
3. আজকে গোসল করি নাই।
4. কাপড় সবসময় নোংরা থাকে।
5. তুমি যাও, আমি পরে পড়বো।
6. নামাজ তো পড়তেই হবে, ঠিক কইছো।
7. নিয়ত আছে, অতি তাড়াতাড়ি নামাজ ধরবো।
8. আগামীকাল নামাজ পড়বো।
9. নামাজ না পড়ে, অন্যদের চেয়ে ভালো আছি।
10. কত নামাজিকে দেখলাম, নামাজ পড়লেও যা না পড়লেও তা। নাউজুবিল্লাহ!!!

আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিভিন্ন অজুহাত আর বাহানা দিয়ে নামাজ থেকে বিরত থাকার বা অলসতা প্রদর্শনের প্রবণতা থেকে বেচে থাকার তৌফিক দান করুন । আমীন

আসসালামু আলাইকুম।Photoshop এর সাহায্যে বিল্ডিং এর চারপাশের ডিজাইন করলাম।প্রথম কাজ হিসাবে খুব একটা ভালো হয় নাই।ইচ্ছা এবং ...
10/04/2025

আসসালামু আলাইকুম।
Photoshop এর সাহায্যে বিল্ডিং এর চারপাশের ডিজাইন করলাম।প্রথম কাজ হিসাবে খুব একটা ভালো হয় নাই।ইচ্ছা এবং চেষ্টা থাকলে ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব।

ঈদ মোবারক🌙তাক্কাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!আল্লাহ আমাদের এবং আপনার ইবাদত বন্দেগী কবুল করুন।আমিন
30/03/2025

ঈদ মোবারক🌙
তাক্কাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
আল্লাহ আমাদের এবং আপনার ইবাদত বন্দেগী কবুল করুন।আমিন

30/03/2025

➤রমজানের বিদায়ক্ষনে 🥲🥲🥲

1. "রমজান, তুমি চলে যাচ্ছো, কিন্তু তোমার আলো আমাদের হৃদয়ে চিরকাল জ্বলবে। আল্লাহ, আমাদের এই মাসের ইবাদত কবুল করো!"

2. "চলে যাচ্ছে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস! জানি না, আরেকটি রমজান পাবো কি না… আল্লাহ, ক্ষমা করো আমাদের।"

3. "একটি মাস কাটলো আল্লাহর ইবাদতে, চোখ ভিজে আসে বিদায়ের কষ্টে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও, ঈমানের ওপর সুদৃঢ় রাখো!"

4. "রমজান বিদায় নিলে হৃদয়ে এক শূন্যতা এসে যায়… ইবাদতের সেই সুমধুর রাতগুলো ফিরে পেতে চাই বারবার!"

5. "সুবহানাল্লাহ! রমজান আসার আনন্দ যেমন ছিল, তেমনি বিদায়ের কষ্টও অসহনীয়… আল্লাহ, আমাদের জীবনেও আরও অনেক রমজান দান করো!"

6. "যদি জানতাম, এটাই আমার শেষ রমজান, তাহলে আরও বেশি ইবাদত করতাম… হে আল্লাহ, এই হৃদয়কে তোমার পথে আরও দৃঢ় করো!"

"এই বিদায় যেন শুধু মাসের না হয়, বরং আমাদের জীবনের পবিত্র পরিবর্তনের শুরু হোক। আল্লাহ, আমাদের তাকওয়ার পথে পরিচালিত করো!" আমিন

18/03/2025

#ইত্তেকাফের ফজিলত ও গুরুত্বঃ

1. আল্লাহর নৈকট্য লাভ:
ইত্তেকাফের মাধ্যমে মুমিন ব্যক্তি দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে পারেন।

2. লাইলাতুল কদর লাভের সুযোগ:
রমজানের শেষ দশকে ইত্তেকাফ করলে লাইলাতুল কদরের বরকত লাভের সম্ভাবনা বেড়ে যায়, যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম।

3. গুনাহ মাফের সুযোগ:
ইত্তেকাফকারী ব্যক্তি দুনিয়ার যাবতীয় পাপ থেকে দূরে থাকেন এবং তওবা করার মাধ্যমে আল্লাহর রহমত লাভ করেন।

4. দুনিয়ার ফিতনা থেকে মুক্তি:
মসজিদে অবস্থান করার কারণে দুনিয়ার যাবতীয় গুনাহের কাজ থেকে নিরাপদ থাকা যায়।

5. নফসের প্রশিক্ষণ ও আত্মশুদ্ধি:
ইত্তেকাফ ব্যক্তি জীবনকে সংযমী ও আল্লাহভীরু করতে সাহায্য করে।

6. দোয়া ও ইবাদতের বিশেষ সুযোগ:
ইত্তেকাফকারী ব্যক্তি অধিক পরিমাণে কুরআন তিলাওয়াত, দোয়া, জিকির ও নফল ইবাদত করতে পারেন।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি (আল্লাহর সন্তুষ্টির জন্য) একটি দিনের ইত্তেকাফ করে, আল্লাহ তায়ালা তার এবং জাহান্নামের মাঝে তিন খন্দকের দূরত্ব করে দেবেন, যেখানে প্রতিটি খন্দক আকাশ ও জমিনের দূরত্বের সমান।"
(সহিহ ইবনে খুজাইমা, হাদিস: ২০৩৫)

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadik's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share