30/03/2025
➤রমজানের বিদায়ক্ষনে 🥲🥲🥲
1. "রমজান, তুমি চলে যাচ্ছো, কিন্তু তোমার আলো আমাদের হৃদয়ে চিরকাল জ্বলবে। আল্লাহ, আমাদের এই মাসের ইবাদত কবুল করো!"
2. "চলে যাচ্ছে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস! জানি না, আরেকটি রমজান পাবো কি না… আল্লাহ, ক্ষমা করো আমাদের।"
3. "একটি মাস কাটলো আল্লাহর ইবাদতে, চোখ ভিজে আসে বিদায়ের কষ্টে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও, ঈমানের ওপর সুদৃঢ় রাখো!"
4. "রমজান বিদায় নিলে হৃদয়ে এক শূন্যতা এসে যায়… ইবাদতের সেই সুমধুর রাতগুলো ফিরে পেতে চাই বারবার!"
5. "সুবহানাল্লাহ! রমজান আসার আনন্দ যেমন ছিল, তেমনি বিদায়ের কষ্টও অসহনীয়… আল্লাহ, আমাদের জীবনেও আরও অনেক রমজান দান করো!"
6. "যদি জানতাম, এটাই আমার শেষ রমজান, তাহলে আরও বেশি ইবাদত করতাম… হে আল্লাহ, এই হৃদয়কে তোমার পথে আরও দৃঢ় করো!"
"এই বিদায় যেন শুধু মাসের না হয়, বরং আমাদের জীবনের পবিত্র পরিবর্তনের শুরু হোক। আল্লাহ, আমাদের তাকওয়ার পথে পরিচালিত করো!" আমিন