08/07/2025
চরাঞ্চলের পবিত্রতা রক্ষা করতে
আলেমদের নেতৃত্বে যুবসমাজ সজাগ আছে।
নাম গোলাম মোস্তফা। তার মধ্যে মোস্তফা সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর আদর্শের লেশমাত্র নেই। আছে শুধু ভন্ডামি। লেখা নেই, পড়া নেই, এলেম নেই, কালাম নাই। এলাকার চিহ্নিত কতিপয় দুষ্ট লোককে সাথে নিয়ে ওরসের নামে এলাকার মধ্যে ভন্ডামি করার অপচেষ্টা করছিল।
বলছিলাম, বাসুদেবকোল নদীর পূর্বপাড়ে মৃত সিরাজ আলীর ছেলে মোস্তফার কথা। যে শিশু ধর্ষণের অভিযোগে দুই বছর জেল খেটেছে। এই ভন্ড মোস্তফা গতবছর ওরসের নামে এলাকায় ওরস করতে পোস্টাবিং করেছিল। তৎপরতা চালিয়েছিল। কিন্তু আলেমদের নেতৃত্বে এলাকাবাসীর বাঁধার মুখে ওরস বন্ধ করতে বাধ্য হয়েছিল।
কিন্তু ভন্ডের ভন্ডামি থেমে নাই, গত ১০ই মহররম ৬ই জুলাই ২০২৫ঈ. এই বছরও গোপনে প্রশাসনকে ম্যানেজ করে এলাকার চিহ্নিত কিছু লোককে সাথে নিয়ে ওরসের আয়োজন করে।
আলহামদুলিল্লাহ! আলেমসমাজের নেতৃত্বে বিহারী, শুশুয়া, বাসুদেবকোল, ভদ্রশিমুল, কাশিহাটা, মেঘারপটল সহ চরাঞ্চলের দ্বীনদার যুবকদের সমন্বিত প্রতিবাদে ওরস বন্ধ হয়ে গেছে।
চরাঞ্চলের আলেমসমাজ ও দ্বীনদার যুবকগন সজাগ আছে এবং থাকবে, আগামী দিনে চরাঞ্চলে কোন ভন্ড ওরসের নামে কথিত পীর ফকিরের আসর জমিয়ে ভন্ডামি করার অপচেষ্টা চালালে তা কঠোর হস্তে দমন করা হবে। চরাঞ্চলের পবিত্রতা রক্ষা করা হবে। যেখানেই কোন ভন্ড মাথাচাড়া দিয়ে উঠবে, তা অংকুরেই মাটিতে পুঁতে ফেলা হবে ইনশাআল্লাহ।