simply Emu

simply Emu Lifestyle। blogs। Daily vibes। sharing life's little things। Real moments ��

22/06/2025

"Nobody wants to hear this, but sometimes the person you want most, is the person you’re best without."

এটা এমন এক সত্য, যেটা আমরা বুঝতে চাই না, মানতে চাই না, আর সবার আগে এড়িয়ে চলি। অথচ জীবন ঠিক এই নির্লজ্জ সত্যের ধারায়ই এগিয়ে যায়। সব চাওয়া পূরণ হয় না, আর যাকে সবচেয়ে বেশি চেয়েছি, সেই হয়তো আমার সবচেয়ে বড় ক্ষতির কারণ।

ভালোবাসা মানেই তো সবসময় পাওয়া নয়। কখনো কখনো, কারও জীবনে থাকার চেয়ে না থাকাটাই মঙ্গলময় হয়। একটা সম্পর্ক যত গভীর হোক না কেন, যদি সেটা আত্মার শান্তি কেড়ে নেয়, আত্মসম্মান ধ্বংস করে দেয়, তবে সেটার সঙ্গে জোর করে টিকে থাকা মানে নিজের বিপর্যয় ডেকে আনা। অনেক সময় আমরা যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, তার ছায়া থেকেই মুক্ত হওয়াটাই বেঁচে থাকার উপায় হয়ে দাঁড়ায়।

আমরা ভাবি, সে ছিল বলেই জীবন ছিল। কিন্তু সময় প্রমাণ করে, সে না থাকাটাও জীবন। সময়ের ফাঁকে ফাঁকে টের পাওয়া যায়, তার না থাকাই আমাকে নিজের কাছে ফিরিয়েছে। হয়তো সেখানেই আছে আমার সত্যিকারের শান্তি, যেখানে আমি তাকে চাই না, দরকারও হয় না।

তাই বলি— "Nobody wants to hear this, but sometimes the person you want most, is the person you’re best without."
কষ্ট হলেও মেনে নিতে হয়, সব চাওয়া পবিত্র হয় না, আর সব ভালোবাসা মুক্তি দেয় না। বরং কারও না থাকাতেই নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসা যায়।

21/06/2025

হুমায়ূন আহমেদের এর জনপ্রিয় উপন্যাস "অপেক্ষা" এর অসাধারণ কিছু উক্তি-

১) মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য!

২) পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলির জন্যে কিন্তু টাকা লাগে না। বিনামূল্যে পাওয়া যায়। যেমন ধর জোছনা, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালবাসা.

৩) কেউ কারো মতো হতে পারে না। সবাই হয় তার নিজের মতো। তুমি হাজার চেষ্টা করেও তোমার চাচার বা বাবার মতো হতে পারবে না। সব মানুষই আলাদা!

৪) প্রতিটা মানুষ কোন না কোন অপেক্ষায় থাকে। অপেক্ষা ছাড়া মানুষ বাঁচে না। অপেক্ষা শেষ হলে মানুষ মারা যায়!

৫) মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটির খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক!

৬) এ শহরে আছে বিচিত্র ধরনের মানুষ। আর আছে তাদের বিচিত্র ধরনের অপেক্ষা!

৭) জগৎটাই চলছে মিথ্যার উপরে। সত্যি কথা এখন শুধু বলে পাগলরা!

৮) ছেলে পাগলের চেয়ে মেয়ে পাগল ভয়ংকর!

৯) বোকা ছেলেরাই কাঁদে, বুদ্ধিমানরা কাঁদে না!

১০) বিলাই আর পুরুষ মানুষ এই দুই জাতের কোন বিশ্বাস নাই। দুইটাই ছোকছুকানি জাত!

১১) জগতের কোন দুঃখই কম না। ছোট দুঃখ, বড় দুঃখ, সব দুঃখই সমান!

১২) মানুষ অদ্ভুত প্রাণী, কখন কোন নেশা ধরে যায় বলা কঠিন!

১৩) হাসলে মেয়েদের যত সুন্দর লাগে, হাসি চেপে রাখলে তারচেয়ে দশগুণ বেশি সুন্দর লাগে!

বই- অপেক্ষা
লেখক- হুমায়ূন আহমেদ

15/06/2025

ভালবাসা মানে বিশ্বাস, যত্ন, শ্রদ্ধাবোধ আর দায়িত্ব।
আমার মনে হয়,পরিস্থিতি যাই হোক,দৃষ্টি যখন একজনের মাঝে সীমাবদ্ধ থাকে সেটা ভালবাসা।যে পাশে থাকলে নির্দ্বিধায় বলতে পারি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি আমি সেটা ভালবাসা❤️।
ভালবাসা মানে নিজের স্বপ্নে আরেকজনকে জায়গা করে দেওয়া,
তার ভুলের মধ্যে নিজের ক্ষমা খুঁজে নেওয়া,
আর "আমি আছি" কথাটা নিঃশব্দে বোঝানো।
ভালবাসা মানে কাউকে পাশে পাওয়ার ইচ্ছা, না পাওয়া সত্ত্বেও তার ভাল থাকাটা চাওয়া🙂🙂।
ভালবাসা মানে হলো—তর্কের মাঝেও হার না মানা,
চোখের দিকে তাকিয়ে সব ভুল মাফ করে দেওয়া।

এটা অধিকার না, দায়িত্ব।
এটা প্রশ্ন না, শ্রদ্ধায় গড়া উত্তর।
এটা আবেগ নয়, প্রতিদিন একটু করে শেখা—কীভাবে কাউকে ভালো রাখতে হয়🥰।

বিশ্বাস না থাকলে সম্পর্ক টেকে না,
যত্ন না পেলে সম্পর্ক বাঁচে না,
শ্রদ্ধা না থাকলে সম্পর্ক মর্যাদা হারায়,
আর দায়িত্ব না নিলে ভালবাসা শুধু মুখের কথা হয়ে যায়।
আমি যখন কবি🙂🙂।

13/06/2025

# **পৃথিবীতে সব মানুষ ভালো হবে,**
# **এ আশা বাদ দেন"**
# **সবাই কিন্তু আমি না..!🙂**

12/06/2025

মানুষ নাকি ঘুমের ঔষধ খেয়ে ঘুমায়
আর আমার সকালে ঘুম ভাঙার ঔষধ থাকলে দিয়েন

11/06/2025

আপাতত ভালো আছি, আর একটু গরম পড়লে "খুব ভালো মানুষ ছিল" হয়ে যাবো!

03/06/2025

Ego is not Important in life
BUT

Self respect is most Important in My life🙂🙂

01/06/2025

সুদর্শন ছেলে রান্না জানলে সে হাসবেন্ড মেটেরিয়াল,, আর সুদর্শন না হলে বাবুর্চি!!🙂

Address

Madhupur
Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when simply Emu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share