22/06/2025
"Nobody wants to hear this, but sometimes the person you want most, is the person you’re best without."
এটা এমন এক সত্য, যেটা আমরা বুঝতে চাই না, মানতে চাই না, আর সবার আগে এড়িয়ে চলি। অথচ জীবন ঠিক এই নির্লজ্জ সত্যের ধারায়ই এগিয়ে যায়। সব চাওয়া পূরণ হয় না, আর যাকে সবচেয়ে বেশি চেয়েছি, সেই হয়তো আমার সবচেয়ে বড় ক্ষতির কারণ।
ভালোবাসা মানেই তো সবসময় পাওয়া নয়। কখনো কখনো, কারও জীবনে থাকার চেয়ে না থাকাটাই মঙ্গলময় হয়। একটা সম্পর্ক যত গভীর হোক না কেন, যদি সেটা আত্মার শান্তি কেড়ে নেয়, আত্মসম্মান ধ্বংস করে দেয়, তবে সেটার সঙ্গে জোর করে টিকে থাকা মানে নিজের বিপর্যয় ডেকে আনা। অনেক সময় আমরা যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, তার ছায়া থেকেই মুক্ত হওয়াটাই বেঁচে থাকার উপায় হয়ে দাঁড়ায়।
আমরা ভাবি, সে ছিল বলেই জীবন ছিল। কিন্তু সময় প্রমাণ করে, সে না থাকাটাও জীবন। সময়ের ফাঁকে ফাঁকে টের পাওয়া যায়, তার না থাকাই আমাকে নিজের কাছে ফিরিয়েছে। হয়তো সেখানেই আছে আমার সত্যিকারের শান্তি, যেখানে আমি তাকে চাই না, দরকারও হয় না।
তাই বলি— "Nobody wants to hear this, but sometimes the person you want most, is the person you’re best without."
কষ্ট হলেও মেনে নিতে হয়, সব চাওয়া পবিত্র হয় না, আর সব ভালোবাসা মুক্তি দেয় না। বরং কারও না থাকাতেই নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসা যায়।