07/10/2024
মা - একটা শব্দ শুধু নয়। একটা ইমোশন, একটা শেষ না হওয়া রাতের মত বিশাল, একটা নরম আঁচলের মত অনুভূতি। একটা আকাশ ভর্তি স্নেহের নাম। ছোটবেলা থেকে যার কাছে নিজের জীবনের সবটুকু প্রথমের শুরু, সে আর কেউ নয় মা। একটা আদর মাখানো পশমের নাম। একটা মিষ্টি ঘেমো গন্ধের নাম। একটা হলুদ মাখানো কড়া পড়ে যাওয়া ক্ষয়াটে নখের মালিক - মা। একজন এমন মহিলা যার কোনো কার্বন কপি হয়না কখনো। একজন মহিলা যাকে হারিয়ে গেলে তার মত একটা সম মানের দোসর খুঁজে পাওয়া নিতান্তই অসম্ভবের সামিল। এমন একটা কল্পতরু গাছ যেটা নাড়ালেই বসে যাবে সব পেয়েছির আসর। যেসব জিনিস বাবার কাছে চাইলে মেলে না একবারে, সেসব লুকিয়ে জোগাড় করে দেবার জন্য কে আছে আর মা ছাড়া? যে অপূর্ব সব রান্নার স্বাদ মুখে লেগে থাকে বারবার সেসব রান্না করার একমাত্র লোক মা। যেসব দিনে জ্বরের তাপে ওষুধ জড়িয়ে থাকে শরীর, সেসব দিনে আরাম দেবার মলম হলো মা। যেসব সময়ে কেউ থাকেনা পাশে, অন্ধকার জাপটে ধরে তখন আশার আলোর পথে হাত ধরে হাঁটতে শেখায় আর কেউ নয় - মা।
মা শুধু একটা মানুষ নয়, একটা ভালোবাসা, একটা ভরসা, একটা সুপারউওম্যান এর নাম।
আর আমি এক হতবাগা মা হারা প্রবাসী এ প্রাবাসে এসে মার কথা সব চাইতে বেশি মনে পরে, কেনো জানেন যখন আমার বন্ধুরা সারাদিন কাজ শেষে রুমে বসে মার সাথে কথা বলে তখন আমার এতটা খারাপ লাগে জা আমি কাউকেই বুঝাতে পারবো না এ কষ্ট শুধু যার মা বেচে নেই সেই বুজবে। মা তোমাকে আজ অনেক বেশি মনে পরে 😢😢😢😢 আল্লহ তুমি আমার মাকে জান্নাতুল ফেরদৌস দান করিও🤲🤲🤲