25/04/2025
অসমাপ্ত গল্প পর্ব-১:-
একদিন একটি মেয়ে শাহজাহানকে একদিন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। শাহজাহান কোনো কিছু না ভেবেই রিকোয়েস্ট কনর্ফাম করেছে। শাহজাহান একটা দোকানে কাজ করে। সপ্তাহে একদিন। যাই হোক সেই মেয়ে
শাহাজাহানকে মেসেজ দেয়। শাহজাহান ও দেয় তাদের মাঝে হালকা-পাতলা কথা হয়। এক সময় কথা বলতে বলতে মানে মেসেজ করতে করতে। তারা পরিচয় পূর্ব শেষ করে। শাহাজাহান জানতে পারল মেয়েটির নাম মাহিয়া। এর পর:-
শাহজাহান:-কেমন আছ তুমি মাহিয়া।
মাহিয়া:-আলহামদুলিল্লাহ ভালো আপনি।
শাহজাহান:-আলহামদুলিল্লাহ ভালো।কি করতুমি?
মাহিয়া:-কিছু না। আপনি!
শাহজাহান:- এই তো বসে আছি।
মাহিয়া:-অহ্ আচ্ছা।
শাহজাহান:-হুম। তুমি কোন ক্লাসে পড়?
মাহিয়া:-কেন🙄?
শাহজাহান:-না এমনি জিজ্ঞেস করলাম।
মাহিয়া:-ওওহ্।
শাহজাহান:- হুম। কেন জিজ্ঞেস করতে পারব না?
মাহিয়া:-কেন নয়! অবশ্যই পারেন।
শাহজাহান:-তাহলে।
মাহিয়া:-হুম বুঝতে পারছি।
শাহজাহান:-কি বুঝতে পারছ?
মাহিয়া:-কিছু না।
শাহজাহান:-🙄🙄🙄🙄
মাহিয়া:-কি হলো আপনার!
শাহজাহান:- কিছু না।
মাহিয়া:-তাহলে আপনার চোখ,মুখ এমন ৷ বেকে গেল কেন?
শাহজাহান:-জানি না। বাদ দেও এসব কথা তুমি ' ' কোন ক্লাসে পড়?
মাহিয়া:-ক্লাস নাইন। আপনি?
শাহজাহান:-ইন্টার ২বর্ষ।
মাহিয়া:-ওওহ্
শাহজাহান:-হুম।
মাহিয়া:-আচ্ছা থাকেন। আমি একটু ৷ ওয়াসরুমে যাব।