SaaM

SaaM Let's Begins Nothing

19/11/2025

বর্তমানের কিছু ওয়াজি হুজুররা বয়ানের সময় যেসব কথা ৩০ সেকেন্ডে বলা যায় তা বলতে ৩০ মিনিট লাগায় দেয় ।
ধরেন, এক হুজুর ওয়াজ করছে-
স্বামী বাসর ঘরে ঢুকলো । বাসর ঘরে ঢুকে দেখে স্ত্রী বিছানায় বসে আছে । কই বসে আছে?
-বিছানায় বসে আছে ।
-দ্যা ওয়াইফ ইজ সিটিং অন বেড । স্বামী দেখলো তার স্ত্রী বিছানায় বসে আছে । আস্তে করে স্ত্রীর পাশে বসলো । স্ত্রীকে সালাম দিলো । আসসালামু আলাইকুম । সালাম দেয়া সুন্নত । স্ত্রীকে সালাম দেয়াও সুন্নত । স্ত্রীকে সালাম দেয়া... (পাবলিক সমস্বরে- সুন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নত)
স্ত্রীকে সালাম দেয়া সুন্নত । সালাম দেয়া সুন্নত আর সালামের জবাব দেয়া?
-ওয়াজিব ।
-জোরে বলেন ঠিক কি না?
ঠিইইইইইইইইইক
স্ত্রী উত্তর দিলো- ওয়া'আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ... আমাদের দেশের স্বামীরা কি স্ত্রীদের সালাম দেয়? আপনারা দেন? কয়জন দেন হাত তোলেন তো...
ঐ দিকে পাবলিক বি'রস মু'খে অ'ধির হয়ে অপেক্ষা করছে বাসর রাতের আসল ঘটনা শোনার জন্য...!!

😬😬😬😬🤪
15/10/2025

😬😬😬😬🤪

15/10/2025

আমি এবং আমার কিছু কোর্সমেট মিলে টাংগাইলের বাসাইল উপজেলায় অবস্থিত চাপরা বিল বর্তমান বাসুলিয়া ঘুরতে যাওয়ার আনন্দঘন সময়ের কিছু ভিডিও চিত্র।

14/10/2025

About Video : দেলদুয়ার জমিদার বাড়িটি অনেকের কাছে নর্থ হাউজ নামেও পরিচিত। তবে জমিদার বাড়িটি কবে বা কখন প্রতিষ্ঠিত হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা সচারচর দেখে থাকি বা জানি যে, বেশীরভাগ জমিদাররাই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। কিন্তু এই জমিদররা ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। যাদের পূর্ব পুরুষরা এখানে আফগানিস্তান থেকে এসেছেন। জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেন ফতেহদাদ খান গজনবী লোহানি। জমিদার বংশধররা তাদের পূর্ব পুরুষ আফগানিস্তানের গজনী থেকে আসার কারণে তাদের নামের শেষে গজনবী লোহানি খেতাবটি ব্যবহার করতেন। জমিদার বাড়ির জমিদারদের মধ্যে দুজন ছিলেন খুবই আলোচিত স্বনামধন্য জমিদার। যারা ছিলেন দানবীর, উচ্চশিক্ষিত ও ব্যবসায়ী। তারা হলেন স্যার আবদুল করিম গজনভি এবং স্যার আবদুল হালিম গজনভি। আব্দুল হাকিম খান গজনবী ও করিমু নেসা খানম চৌধুরানীর সন্তান ছিলেন তারা দুইজন। তাদের মাতা করিমুন নেসা ছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত ও কবি বেগম রোকেয়ার বোন। তখনকার সময় তারা ছিলেন উচ্চ শিক্ষিত।
চারদিক দিয়ে দেয়ালবেষ্টিত একতলা বিশিষ্ট জমিদার বাড়িটি ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর আদলে তৈরি করা। জমিদার বাড়ির সামনের দিকে রয়েছে পারিবারিক কবরস্থান। পূর্ব-দক্ষিণ কোনে রয়েছে একটি মসজিদ। পূর্ব পাশে বসার জন্য রয়েছে লোহার গার্ডেন চেয়ার, গোল টেবিল এবং পাশেই রয়েছে কৃত্রিম পানির পেয়ারা। বাড়ির পিছন দিকে রয়েছে আম বাগান এবং বাগানের মাঝখানে রয়েছে টালির দোতালা শেড। ধারণা করা হয় এটি ছিল বাড়ির মহিলাদের জন্য আড্ডাখানা।

এটাই আমি....
14/10/2025

এটাই আমি....

14/10/2025

এখানকার কর্মকর্তাদের ভাষ্যমতে এটা কোন পাবলিক হোটেল বা রিসোর্ট না, এটা একটা টেনিং সেন্টার, যা জনসাধারণ এর জন্য বর্তমানে খোলা থাকলেও পরবর্তীতে নাও থাকতে পারে, তারা আমাকে যা যা বলতে বলছে এই সম্পর্কে আমি তাই বললাম, ধন্যবাদ।🙂

সিরিয়াসলি.....🙄
14/10/2025

সিরিয়াসলি.....🙄

বুঝলে বুঝপাতা না বুঝলে...........
14/10/2025

বুঝলে বুঝপাতা না বুঝলে...........

14/10/2025

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নে জমিদার রাহাতুন্নেসার রাজবাড়ীর পাশে চারান বিল। চারান বিলটি টাংগাইল জেলার সব চেয়ে বড় বিল। চারান বাজার থেকে শুরু করে বল্লা বাজার পর্যন্ত ২.৫ কি.মি. লম্বা...

14/10/2025

প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ কালিহাতীর চারান বিল ।

13/10/2025

টাঙ্গাইলের মিনি সাজেক ভ্যালি | মাইধারচালা ঘাটাইল | Maidar chala Vlog | TANGAIL

Address

Kalihati
Tangail
1973

Website

Alerts

Be the first to know and let us send you an email when SaaM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share