SaaM

SaaM Let's Begins

22/07/2025

আপনারা জুলাই কে অভিশপ্ত বলেন..??
যেখানে দুঃসময়ে সুযোগ পেয়ে ২ লিটার পানির বোতল ৬০০ টাকা হয়, সে দেশের মাস নয়...মানুষই অভিশপ্ত...!!🙃

তৌকির চলে গিয়ে ভালো করেছে😥বাঁচলে তার প্রতিটি নিশ্বাস তাকে শেষ করে দিতো.....তার বিবেকের আদালতে তাকে প্রশ্ন করা হতো তোমার ...
22/07/2025

তৌকির চলে গিয়ে ভালো করেছে😥বাঁচলে তার প্রতিটি নিশ্বাস তাকে শেষ করে দিতো.....তার বিবেকের আদালতে তাকে প্রশ্ন করা হতো তোমার জন্য এত ফুটফুটে ফুলগুলো ঝরে গেলো.....সে হয়তো কখনো নিজেকে ক্ষমা করতে পারতো না।।।তার মন বার বার বলতো আমার জন্য এমন হয়েছে...সে একটা মূহুর্তের জন্য শান্তিতে থাকতে পারতো না😥বিভিষিকাময় হয়ে উঠতো তার জীবন 😥সে কান্না করতে লুকিয়ে বা প্রকাশ্যে...সে এসব নিতে পারতো না😥সে চলে গেছে সাথে করে নিয়ে গেছে ফুলগুলো ❤️যাদের নিয়ে জান্নাতের বাগানে খেলবে,হাসবে,উড়বে...আর গাইবে আমাদের দেশটা সপ্নপুরী 😥😥😥

22/07/2025

অনেক দিন আগের কথা....আমাদের ক্লাসের একটা মেয়ে,নাম মুক্তা, দেখতে ভালই সুন্দরী ছিল, রোল-২,ছাত্রীও ভালো ছিল, তাকে সবাই ভাবী বলে ক্ষ্যাপাতো, একদিন সে কান্নাই করে দিল, পরের দিন সে তার বাবাকে স্কুলে নিয়ে আসলো, গণিত স্যার সহ তার বাবা আমাদের ক্লাসে এসে জিজ্ঞাসা করলো ওকে প্রতিদিন ক্ষ্যাপায় কে কে....? ক্লাসের সবাই দাড়ালো, আমি দাদা সাতে পাঁচে থাকি না আমি তাকে ক্ষ্যাপাইও না, তাই মাঝের বেন্ঞ্চের এক কোনায় চুপচাপ বসে ছিলাম, ওমা.. 😮ওর বাপে আমার কাছে আইসা আমাকে একটা থাপ্পর মারলো...!!🙄🙄
আমি ঐদিনই বুঝছিলাম দুনিয়াতে ভাল মানুষের কোন দাম নাই..... 😶😶

  : পর কে যতই আপন ভাবো..!!!  পর কখনো আপন হয় না....!!!  আর স্টেশনে দাড়িয়ে বার বার রেল লাইনের দিকে ঝুঁকলেই ট্রেন তাড়াতাড়ি ...
22/07/2025

: পর কে যতই আপন ভাবো..!!! পর কখনো আপন হয় না....!!! আর স্টেশনে দাড়িয়ে বার বার রেল লাইনের দিকে ঝুঁকলেই ট্রেন তাড়াতাড়ি আসে না....!!! 😛 😛 😛

আন্টির জামাই ঔষধ বেঁচা দেখতাছে আর সে রৌদের মধ্যে খাড়াইয়া আছে... হুম এটাই ভালোবাসা..😜 SaaM
22/07/2025

আন্টির জামাই ঔষধ বেঁচা দেখতাছে আর সে রৌদের মধ্যে খাড়াইয়া আছে... হুম এটাই ভালোবাসা..😜 SaaM


22/07/2025

Huuuuh.... কপাল...!! আর কারো না গো আমার....🙁
আমি পার্ট টাইম একটা অনলাইন এর দোকানে কাজ করি, একটা মেয়ে আসছে অনার্সে ভর্তি হওয়ার জন্য, দেইখাই তো আমি পুরা টাশকি খাইয়া গেলাম, আরো আইসা যখন আমার পাশে বসলো, আমার তো হাত পা কাঁপা শুরু হইয়া গেল...মেয়েটা পাশে বসে তার গুলা দিতেছে, আমি ঠিকমত টাইপ ই করবার পারতেছিলাম না.. গুলা নেওয়ার সময় টপাক করে ফোন নাম্বারটা অামার ফোনে সেভ কইরা ফালাইলাম..ওমা সাথে সাথে তেও এ্যাড হইয়া গেল..সবকিছু টাইপ করার পর করতে যাব এমন সময় মেয়েটা বলে ভাইয়া ঐ খানে না হবে আর হাজবেন্ড নেইম আবুল কাসেম..আমার মাথায় তো পুরা ছাদ ভাইঙ্গা পড়লো.. মনডায় চাইলো আর্মির কাছ থিকা বন্দুকটা নিয়া আবুল কাসেমের পুরা বুকটা ঝাঁঝরা কইরা ফালাই..শালা.................................টুট 😠 😠 SaaM

এটা মুলত ঝড়ে বক ম'রা আর শ'য়'তা'নের কেরামতি দেখানোর মতো ঘটনা। কেও বিভ্রান্ত হবেন না।...🙂
21/07/2025

এটা মুলত ঝড়ে বক ম'রা আর শ'য়'তা'নের কেরামতি দেখানোর মতো ঘটনা।
কেও বিভ্রান্ত হবেন না।...🙂

21/07/2025

This Is Last Page

Address

Kalihati
Tangail
1973

Website

Alerts

Be the first to know and let us send you an email when SaaM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share