10/08/2025
#সতর্কবার্তা
আজ বিকেলে আমার সাথে একটি অনাকাঙ্ক্ষিত ও ভীতিকর ঘটনা ঘটেছে। তাই সবাইকে অনুরোধ, মনোযোগ দিয়ে এই বার্তাটি পড়ুন।
আজ বিকেলে আমার ফোনে একটি কল আসে। ফোনের অন্য পাশে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, "আপনাদের কেউ কি বাইরে আছেন?"
আমি বললাম, "হ্যাঁ, আমার স্বামী বাহিরে আছেন।"
সে আবার প্রশ্ন করলো, "কোথায় থাকেন?"
আমি ঠিকানা বললাম।
এরপর সে বললো, "আপনার স্বামী এক্সিডেন্ট হয়েছেন, তার অবস্থা খুবই খারাপ। তার ফোন বন্ধ হয়ে গেছে, আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি।"
এই কথা শুনে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়লো। আমি ও আমার শাশুড়ি কাঁদতে শুরু করলাম।
তারপর সে বললো, "কান্না বন্ধ করুন, উনার সঙ্গে কথা বলতে আপনাকে ফোন দিচ্ছি।"
উনাকে যখন ফোনটা দিলো ওপর পাশ থেকে শুধু অস্পষ্ট আওয়াজ আসছিল।
পরবর্তী সময়ে লোকটি আমাকে বললো, "তার চিকিৎসার জন্য ৮ হাজার সামথিং টাকার মতো টাকা দ্রুত পাঠাতে হবে।"
সে আমাকে একটি বিকাশ নম্বর দিলো এবং বারবার দ্রুত টাকা পাঠানোর জন্য অনুরোধ করলো।
আমি সন্দেহ হওয়ায় ফোনটি কেটে আমার স্বামীর অফিসে কল দিলাম, কিন্তু সেখান থেকে বলতে পারছে না এখন কোথায় আছেন।
এই অবস্থায় পাড়া সবাই এসে জড়ো হলো।
আমি আল্লাহর নাম নিয়ে আমার স্বামীকে কল দিলাম, তিনি ফোন রিসিভ করলেন এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন বলে জানান।
এই ফোন কলগুলো ছিলো একটি ফ্রড স্কিম — যেখানে প্রতারকরা মানুষের ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।
টাকা বড়ো কথা নয়, কিন্তু স্বামী, সন্তান, মা-বাবার মতো প্রিয় মানুষ আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান ধন। এই মুহূর্তে আমাদের পায়ের নিচের মাটিও সরে গিয়েছিলো।
অনেকের ঘরে হঠাৎ এমন খবর পেলে মন বিকল হয়ে যেতে পারে। তাই সবাইকে অনুরোধ,
সবসময় সতর্ক থাকুন, এ ধরনের ফোনে বিশ্বাস করবেন না, এবং প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন।
আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
❤️