টাঙ্গাইল নেটওয়ার্ক

টাঙ্গাইল নেটওয়ার্ক Tangail Network 🛜

03/04/2025

প্রেম নদীতে ঝাপ দিও না সইগো
সাতার না জেনে !!!!
ও তুমি প্রানে নাহি বাচিবা
ডুবিয়া মরিবা ভাসিয়া যাইবা শেষে স্রোতেরও টানে ।।

03/04/2025

কর্পোরেট জগতে টিকে থাকতে হলে, কাজের সাথে থাকতে হবে বুদ্ধিও!

অফিস এমন একটা জায়গা, যেখানে সবাই একসঙ্গে কাজ করে, কিন্তু সবার উদ্দেশ্য এক নয়। কেউ নিজের দক্ষতা দিয়ে এগিয়ে যায়, কেউ তোষামোদ করে সুযোগ নেয়, আবার কেউ অন্যকে নিচে নামিয়ে নিজের জায়গা পোক্ত করতে চায়।

বাস্তবতা হলো—অফিস পলিটিক্স এড়ানো যায় না। মুখের হাসির আড়ালে অনেকেই শুধুই তথ্য সংগ্রহকারী। আজ বন্ধুসুলভ আচরণ করলেও, কাল সেই তথ্যই আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই কাকে বিশ্বাস করবেন, কতটুকু বলবেন—সেটা বুঝে নেওয়া জরুরি।

সবার সাথে ভালো সম্পর্ক রাখুন, কিন্তু ব্যক্তিগত বিষয় শেয়ার করার আগে দু’বার ভাবুন। অফিসে সতর্ক থাকাটাই স্মার্টনেস!

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
28/02/2025

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

28/10/2024
15/08/2024

আলোচিত শিল্পগ্রুপ এস আলমের প্রভাবে সাতটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে চলতি হিসাব ঋণাত্মক রেখেই বিনা বাধায় লেনদেন ক.....

ডিজিটাল মিটারের আওতায় এসেছে সেহেতু জেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ---------------------...
07/02/2024

ডিজিটাল মিটারের আওতায় এসেছে সেহেতু জেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ
-------------------------
প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।

কারণঃ

১। মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়েছিল। তাই প্রথম ১ বার ১০০ টাকা কাটবে।

২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা। (প্রতি মাসে এক বার করে কাটবে)

৩। মিটার ভাড়া ৪০ টাকা। (প্রতি মাসে এক বার)

৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%।

৫। সার্ভিস চার্জ ১০ টাকা। (প্রতি মাসে একবার)

বিঃ দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে, কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই।

স্থিতি জানতে আরও কিছু বিশেষ তথ্যঃ

১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।

২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।

৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।

৪। মিটার টি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।

৫। আপনার মিটারটি কত কিলোওয়ার্টের তা জানতে ৮৬৯ চাপুন।

পোস্টটি প্রয়োজনীয় হলে শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন।

©

28/10/2023

আজ ১ মাস হয়ে গেছে আসবে বলেছিল বিকাশের একজন ডিএসও। সে এখনো আসতে পারে নাই। আমি বিকাশের এজেন্ট নিতে চাই,নতুন বাজার মাওনা তে। কেউ কি বলতে পারবেন কোথায় জানাতে হবে ডিএসও ঠিক মত গ্রহক সেবা দিতেছে না bKash Limited

সফলভাবে শেষ হলো স্মার্ট জেলা বাস্তবায়ন সংক্রান্ত টাঙ্গাইল জেলার মতবিনিময় সভা। জেলা প্রশাসন, টাঙ্গাইল (জেলা প্রশাসক টাঙ্গ...
03/05/2023

সফলভাবে শেষ হলো স্মার্ট জেলা বাস্তবায়ন সংক্রান্ত টাঙ্গাইল জেলার মতবিনিময় সভা। জেলা প্রশাসন, টাঙ্গাইল (জেলা প্রশাসক টাঙ্গাইল) এর আয়োজনে তোড়জোড় প্রস্তুতির সাথে চলছে স্মার্ট জেলা বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা ও কার্যক্রম।


Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when টাঙ্গাইল নেটওয়ার্ক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to টাঙ্গাইল নেটওয়ার্ক:

Share

Category