Fatema Hiya-ফাতেমা হিয়া

Fatema Hiya-ফাতেমা হিয়া স্বল্প সময় হাতে, তবুও তার কত অপচয়... �

জীবনানন্দ দাশের লেখাগুলো....❤️
30/09/2025

জীবনানন্দ দাশের লেখাগুলো....❤️

27/09/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

এদের আম্মুরা কী এদের বলে না, যে তোরা কী খাস আর ওরা কী খায়। যা ওদের পা ধুয়ে পানি খা...এই কথা যদি ওদের আম্মুরা ওদের বলতো, ...
25/09/2025

এদের আম্মুরা কী এদের বলে না, যে তোরা কী খাস আর ওরা কী খায়। যা ওদের পা ধুয়ে পানি খা...

এই কথা যদি ওদের আম্মুরা ওদের বলতো, আর সাথে একটা ঝাড়ুর বাড়ি দিতো তাহলে ওরা ঠিকই ভালো করে খেলতো...😑

" ভুল করতে ভয় পেও না। ভয় কেবল এই কারণে হওয়া উচিত—যদি তুমি নিজের ভুল থেকে শিক্ষা না নাও। কারণ বিশেষজ্ঞ তিনি-ই, যিনি অস...
25/09/2025

" ভুল করতে ভয় পেও না। ভয় কেবল এই কারণে হওয়া উচিত—যদি তুমি নিজের ভুল থেকে শিক্ষা না নাও। কারণ বিশেষজ্ঞ তিনি-ই, যিনি অসংখ্য ভুলের মধ্য দিয়ে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করেছেন "

- Love for Imperfect Things
Writer - Haemin Sunim..... 🕊️

তোমার আমার মাঝখানেতেএকটি বহে নদী,দুই তটেরে একই গান সে, শোনায় নিরবধি     -রবীন্দ্রনাথ ঠাকুর
25/09/2025

তোমার আমার মাঝখানেতে
একটি বহে নদী,
দুই তটেরে একই গান সে, শোনায় নিরবধি

-রবীন্দ্রনাথ ঠাকুর

চোখে তারযেন শত শতাব্দীর নীল অন্ধকার !স্তন তারকরুণ শঙ্খের মতো- দুধে আর্দ্র- কবেকার শঙ্খিনীমালার!এ পৃথিবী একবার পায় তারে, ...
25/09/2025

চোখে তার
যেন শত শতাব্দীর নীল অন্ধকার !
স্তন তার
করুণ শঙ্খের মতো- দুধে আর্দ্র- কবেকার শঙ্খিনীমালার!
এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর।
---শঙ্খমালা

-জীবনানন্দ দাশ

🤷‍♀️
25/09/2025

🤷‍♀️

বই: টঙ ঘর লেখক : শওকত সমুদ্র  পৃষ্ঠা : ৬০ পৃ.ভেবে পাচ্ছি না কিভাবে শুরু করব। বইয়ের নাম টঙ ঘর, তাই প্রচ্ছদ টাও দেখতে একট...
21/09/2025

বই: টঙ ঘর
লেখক : শওকত সমুদ্র
পৃষ্ঠা : ৬০ পৃ.

ভেবে পাচ্ছি না কিভাবে শুরু করব। বইয়ের নাম টঙ ঘর, তাই প্রচ্ছদ টাও দেখতে একটু ভৌতিক ভৌতিক। সম্মানীয় পাঠকদের উদ্দেশ্যে বইয়ের ভেতর একটি বাণী দেওয়া আছে - আজাইরা ভূতের গল্প পড়ে ভয় পেলে, লেখক কিংবা প্রকাশকে কোনভাবেই দায়ী করা যাবে না। কিন্তু মন যদি হয় পুঁটি মাছের আত্মার মতো তাহলে ওই আজাইরা গল্প পড়েই ভয় লাগবে। যেমনটা আমার লেগেছিল, মাঝরাতে হঠাৎ করেই মনে পড়ে গিয়েছিল এই বইয়ের শেষের গল্পের কিছু কাহিনী।

মূল কথায় আসা যাক। এই বইয়ের ভেতর ছোট ছোট মোট চারটি গল্প আছে । গল্প তেমন ভয়ঙ্কর এবং আহামরি না হলেও, লেখক পাঠকের আকর্ষণ এবং মনোযোগ ধরে রাখতে সক্ষম হয়েছেন আমার মতে। ভয় না পেলেও আমি ভেবেছি, এর পর কী হতে পারে। চারটি গল্পের ১ম তিনটি গল্পে সেরকম কিছু থাকলেও ৪র্থ গল্পে গিয়ে চমক পেয়েছি। যার মজা আমি মাঝরাতে টের পেয়েছি।

সামগ্রিক ভাবে, ভয় পাওয়া না পাওয়া আপনার উপর। কিন্তু আমার বইটি পড়ে মনে হয়নি যে আরেকবার বইটি পড়বো।

যতদূর চোখ যায় - ধু ধু প্রান্তর,পিপাসায় কল্পনায় কাতর অন্তর!এখানে সাদা-কালো-ধূসর মিলেমিশে একাকার হয়ে যায়।
20/09/2025

যতদূর চোখ যায় - ধু ধু প্রান্তর,
পিপাসায় কল্পনায় কাতর অন্তর!

এখানে সাদা-কালো-ধূসর মিলেমিশে একাকার হয়ে যায়।

10/09/2025

ভাই reels আর post সব
🍡🥖🅿️ দিয়ে ভরা,
এইসব দেখতে আর ভালো লাগছে না।
নতুন কোন মসলা মারা news দেখতে চাই....🐥

09/09/2025

সরকার নামাইতেও
এতো সময় লাগেনি, যতটা সময় লাগতেছে "🐣সুর" নির্বাচনের result
দিতে... 😾

09/09/2025

🐣সুর 🍡🥖🅿️
দেখা যাক কে হয়...... 😷

নির্বাচন আর ফুটবল খেলা দেখার মজাই আলাদা..🎀

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatema Hiya-ফাতেমা হিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share