Mamunur Rashid BD

Mamunur Rashid BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mamunur Rashid BD, Digital creator, Tanor.
(9)

ছোট বড় ইউজার বলে আমার কাছে কিছুই নাই,আমরা সবাই ছোট আর আমরা সবাই বড়।সবাই সবার পাশে মন থেকে থাকবেন,আর আমাকে একটু সুযোগ করে দেবেন আপনাকে সাপোর্ট করার,যারা ভালবাসা পেলে ভালবাসা দেবেন তারা আমার আইডি থেকে দূরে থাকবেন,
🥰MR🥰

কারো কথায় নিজেকে চেঞ্জ করবেন না,🥰আপনি যেমনটা তেমন টাই থাকবেন👈দেখবেন,মানুষ চেঞ্জ হয়ে আপনার মতো হবে❤️জীবন একটাই চলে গেলে আ...
18/09/2025

কারো কথায় নিজেকে চেঞ্জ করবেন না,🥰
আপনি যেমনটা তেমন টাই থাকবেন👈
দেখবেন,মানুষ চেঞ্জ হয়ে আপনার মতো হবে❤️
জীবন একটাই চলে গেলে আর ফিরে পাবেন না👈
নিজেকে সেখানে রাখুন যেখানে আপনার মানসিক শান্তি থাকে।।চিন্তাভাবনা গুলা পজেটিভ রেখে সব সময় ভাল কিছু করবেন, এতে আপনার প্রিয় মানুষ গুলা শত্রুতে পরিণত হতে পারে,তাতে ঘাবড়ানোর কিছুই নাই।কাছের মানুষ গুলাই হিংসায় শত্রু হয়ে যায় এটাই বাস্তব।

যদি আপনার শত্রু না থাকে তাহলে বুঝবেন আপনি এখনো ভাল কিছুই করতে পারেন নাই,কারণ ভাল নানুষের ই শত্রু হয়।।

মনের মাঝে বিশ্বাস রাখবেন,বিশ্বাস কারো উপরে এতো টাই করবেন না যে, সে ব্যক্তি আপনাকে তিলে তিলে শেষ করে ফেলার চেস্টা করতে পারে।

কোন কিছুতেই ধরফড় করবেন না,তাড়াহুড়া করবেন না,
প্লানিং করে দীঘসময় নিয়ে আস্তে আস্তে প্লান সাকসেস করাই সফলতার চাবি।।

তাড়াহুড়া চোর,ডাকাত কিংবা সন্ত্রাসদের লক্ষন,ওরা যতো তাড়াতাড়ি পারে চুরি কিংবা ডাকাতি করে ভাগার চেস্টা করে।সব কিছুর লক্ষণ থাকে,,, আপনার লক্ষণ গুলা যেনো পজিটিভ হয় সেদিকে খেয়াল রাখবেন।।

আপনাকে দমাতে অনেকেই অনেক ভাবে চেস্টা করবে, আপনি দমবেন কি না সেটা শুধু মাত্র আপনার উপরেই ডিপেন্ড করে,জীবন একটাই একবার চলে গেলে আর ফিরে পাবেন না,

সুন্দর জীবনে হাজারো বার প্রেম ভালবাসা আসতে পারে, তাই বলে একজনের জন্য জীবন দিয়ে দেওয়া আমি মনে করি বোকামী,অনেক সুময় না পাওয়ার মাঝে অনেক দ্বিধা থাকে, যেটা আপনার না,আপনি চাইলেও সেইটা পাবেন না।।

তাই নিজেকে সবদায় নিয়ন্ত্রণে রেখে আপনার মতো করে ভাবুন, আপনি একজন সম্মানিত মানুষ।কারো পিছে পড়বেন না, কারণ যাদের পিছে পড়ে থাকার অভ্যাস আছে তারা পিছেই থাকে,সনাজ তাদেরকে না বললেও চিনে রাখে।

সবাইকে তার নিজ নিজ এলাকার মানুষ ব্যতিক্রম নামের ত্যাগ বসাই দেয়,আপনার নামের ত্যাগ টা যেনো এমন হয় আপনি আপনার মতো,আপনার কারো জিনিসের, কারো টাকা কিংবা সম্পত্তির কোন কিছুর উপরে লোভ নাই।

আপনি যার তার কথায় হুট হাট কোন পদক্ষেপ নেন না,আপনার মাঝে মানুষিকতা আছে,আপনি যেমন বাইরে শক্ত ঠিক তেমন ভিতরে তার ডাবল নরম।।।

নিজেকে এমন ভাবে বানাবেন সবাই আপনার সাথে মাস্তি করতে কোন সংকোচ রাখে না কিন্তু সিরিয়াস সময়ে আপনি কাউকে ছাড় ও দেন না।যারা বিশ্বাস ঘাতকতা করে তাদের কে কখনো ক্ষমা করবেন না।

মনে রাখবেন ছাড় কথা টা সব জায়গায় মানাই না, আর প্রতিটা শব্দ নেগেটিভ ও পজেটিভ দিক থাকে, সবদায় শব্দগুলাকে পজেটিভ দিকে ব্যবহার করার চেস্টা করবেন।

বন্ধুত্ব নিয়ে কিছু কথা,,,👈
কখনো বন্ধুদের মন ভাংবেন না যারা আপনার জন্য হাত বাড়িয়ে দেয় চিন্তা ছাড়াই।তাদের জন্য মন উজার করে ভালবাসা ছড়িয়ে দেবেন।বিপদে তার পরিবারের মানুষের আগে আপনি সেই জায়গায় হাজির হওয়ার চেস্টা করেন।

সবদায় তাকে এমন উচ্চতায় রাখবেন যাতে তার কেউ ক্ষতি করতে চাইলেও হাজার বার ভাবে তার পেছনে আপনি আছেন সবদায়।বিপদে কখনোই বন্ধুকে ফেলে আসবেন না।।

আমি জানি আমার লেখা গুলা কেউ পুরাটাই পড়বে না কিন্তু আমি আমার নিজের বিষয়ে অনেক কিছুই লেখে রাখলাম যদি কোন দিন ফেসবুক প্লাটফর্মে সফলতা পাই,,,, সেই দিন ও আমার এই লেখা গুলা এভাবেই থাকবে,,, আর সফল ব্যক্তির সব কিছুই মানুষ খুজে খুজে চেক করে, হয়তো এই দুনিয়াতে না থাকলেও কোন একদিন আমার এই লেখা কেউ না কেউ দেখবে,,, কথায় আছে বা বিশ্বাসে বস্তু মেলে।।আমার বিশ্বাস আমার রবের প্রতি আর আমার নিজের প্রতি,

ভালবাসা নিয়ে কেউ সময় অপচয় করবেন না, আপনি যাকে ভালবাসেন,যাকে দূর থেকে ভাবেন আপনার জন্য সে মরতে পারে,,,সে একদিন আপনাকেই মেরে ফেলবে এটাই বাস্তব।।

প্রেম সবার লাইফে আসবে তবে মূল পায়োরিটি থাকবে আপনাকে কাজের প্রতি ফোকাস,এতে যদি সে চলে যায় যেতে দিন, মুড়ে তাকাবেন না তার দিকে,,,, কাজের ফোকাস কস্ট হলেও আস্তে আস্তে আরো বেশি বাড়াই দেবেন,, ভালবাসার মানুষ আপনাকে একদিন ঠগাবে এটা যেমন সত্যি ঠিক তেমন টাই সত্যি আপনার কাজ আপনাকে কখনো হেরে যেতে দেবে না।।।

কাজের জন্য, আপনার লাইফের সফলতার জন্য জীবন থেকে যতো মানুষ হারাবে, হাসি মুখে সব গুলাকে হারাতে দিন,,, কিছু দিন, কয়েক টা বছর শুধু ধৈয্য নিয়ে এগিয়ে চলেন, আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলা আপিনার গুন গাইবে।।।

বড় মাপের এক নেতা একটা কথা বলেছেন,যদি মারামারি করতেই চাও তাহলে প্রথম থাপ্পড় টা তুমি ই বসাও,,,,, যদি সম্পকে ফাটলের রাস্তা দেখো, দোষ হলেও সেই সম্পর্ক টা থেকে তুমিই বের হয়ে যাও,,,নাটকের ভালবাসার চেয়ে বাস্তবতার আলাদা হয়ে যাওয়া টা বেটার।।।।

সবাই স্টাটাস দেয় সে আমাকে ধোকা দিয়েছে, সে আমাকে ধোকা দিয়েছে,,,, আমার ঘৃণা লাগে এমন টাইপের ভিডিও কিংবা কোন ক্লীপ দেখলে,প্রেম করার সময় কি জানাইছিলি তুই তার সাথে প্রেম করতেছিস তাহলে বিচ্ছেদের সময় এতো নাটক কেন? কিন্তু অনেকের কাছ থেকে আমি শিখেছি যে, এমন সিচুয়েশানে যে চুপ থাকে আর দোষ নিজের ঘাড়ে আসার পর ও চুপ থাকে সেই সফল,,,,সবাই তাকে বাজে ব্যবহার করলেও একদিন সেই মানুষগুলাই তার প্রশংসা করে।।

নিজেকে সেই লেবেলের মানুষ বানাতে হবে, সবাই ঘৃণা করলেও নিজের অভ্যাসের দারাই আবার সবার মন জয় করতে হবে।।

কারো কথা উঠা বসা মানুষ গুলার জীবন বলে কিছুই থাকে না,,,যখন যার মন চাই তখন সে তার মতো করে ব্যবহার করে,,,, নিজেকে একটা জায়গায় দাড় করাই রাখার দায়িত্ব টা আপনার নিজের।।

বেশ কয়েক দিন থেকে মন ভাল নাই,,,
আর মন সব সময় ভাল থাকবে সেটাও না।।
মাঝে মাঝে মন খারাপ থাকাটাও অনেক ভাল।।
ভালবাসা অবিরাম।।।

অনেকেই বলেন MR এটার মানে কি?

MAMUNUR RASHID

M মামুনূর
R রাশিদ

আমি আমার নামকে আমার মতোই ভালবাসি, এই নামের সাথে অন্য কিছুই নাই।।। এটা আমার নামের ই সংক্ষিপ্ত রূপ।

সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন আর নিজের জীবনকে, নিজেকে, নিজের নাম কে খুব বেশি ভালবাসবেন তারপরে অন্য কেউ।।ভূলে যাবেন না জীবন একটাই, এই জীবনে আপক্নার সুস্থ্যতা সব চেয়ে বড় প্রয়োজন।।আপনি সুস্থ্য থাকলেই পরিবারকে সুস্থ্য রাখতে পারবেন,আপনি কাজ করলেই আপনার পরিবার কে খাওয়াতে পরাতে পারবেন,এই দুনিয়াতে আপনার ভাল থাকা খুব গ্রুরুত্বপূন্য।।
ভালবাসা অবিরাম।।।❤️❤️❤️❤️

16/09/2025

প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টাকেই বিষ বলে।
আপনার পোস্ট কি আপনার বন্ধুদের কাছে বিষ হয়ে যাচ্ছেনা একটু খেয়াল রাখবেন।
ধন্যবাদ...... MR

আপ &  ডাউন জীবনের এক এক টা অধ্যায়🥰🙋‍♂️🥀
14/09/2025

আপ & ডাউন জীবনের এক এক টা অধ্যায়🥰🙋‍♂️🥀

12/09/2025

জুম্মার দিনে আয়োজন 🌴🥀❇️

09/09/2025

স্টার সেন্ডার নিয়ে কিছু কথা❤️🥰🥰

06/09/2025

BEaUtiFuL PLacE aLwaYs BeAuTy ❤️🥰🌱

HAPPY MOMENTS 🥰😊
02/09/2025

HAPPY MOMENTS 🥰😊

Lusail City Dhoha ❤️
31/08/2025

Lusail City Dhoha ❤️

30/08/2025

চ্যালেঞ্জ R রিক্স আমার Best ফ্রেন্ড❤️🖤Dhoha Qatar❤️
28/08/2025

চ্যালেঞ্জ R রিক্স আমার Best ফ্রেন্ড❤️🖤
Dhoha Qatar❤️

Environments 🖤❤️
27/08/2025

Environments 🖤❤️

Address

Tanor
6230

Alerts

Be the first to know and let us send you an email when Mamunur Rashid BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share