SK Azom Story

SK Azom Story Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SK Azom Story, Digital creator, tanore, Tanor.

কখনো কখনো জীবন থেমে যেতে চায়, কিন্তু ভেতরের আলোটা বলে — 'এখনো শেষ হয়নি, এখনো অনেক কিছু বাকি'।
হাল ছাড়িনি, ছাড়ব না। কারণ আমি জানি, আলোর দেখা সেই মানুষই পায়, যে অন্ধকারে হাঁটতে ভয় পায় না।

মনো মিয়া—লোকটা সারা জীবন কবর খুঁড়েই কাটিয়েছে। অজপাড়াগাঁয়ের মানুষ, কাঁধে শাবল, মুখে সবার খোঁজখবরের হাসি। গত সপ্তাহে ...
19/05/2025

মনো মিয়া—লোকটা সারা জীবন কবর খুঁড়েই কাটিয়েছে। অজপাড়াগাঁয়ের মানুষ, কাঁধে শাবল, মুখে সবার খোঁজখবরের হাসি। গত সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। অথচ ঠিক এ-ই সময়টা—তার প্রিয় সঙ্গী, বয়সী ঘোড়াখানা চুপিচুপি পাড়ি দিল অন্য জগতে।

মনো মিয়া এখনো জানেন না তাঁর ঘোড়া নেই, কিন্তু আমরা জানি কবরের মাটির গন্ধ মেখে যে মানুষটা জীবনের কাছে কখনো হার মানেনি, সে খবরটা শুনলে ভেঙে পড়বে। দোয়া করি, হাসপাতালের সাদা বেডে শুয়েও আল্লাহ তাকে শক্তি দিন—যেন তিনি ফিরে এসে আরেকবার সেই মাটির তাজা গন্ধ ছুঁতে পারেন, আর মনে কষ্ট নিয়ে নয়, সম্মানের গর্ব নিয়ে বলেতে পারেন: “আমি কবরের কারিগর।”

ভাই-বোনেরা, একটা ফাতেহা পড়ে মনো মিয়া আর তার প্রিয় সাথীটাকে স্মরণ করুন। আল্লাহ তাদের দু’জনকেই শান্তি দিন। 🤲

যিনি শুধু একজন ফুটবলার নন, তিনি লক্ষ-কোটি হৃদয়ের প্রেরণা — ক্রিস্টিয়ানো রোনাল্ডো।❤️❤️❤️
12/05/2025

যিনি শুধু একজন ফুটবলার নন, তিনি লক্ষ-কোটি হৃদয়ের প্রেরণা — ক্রিস্টিয়ানো রোনাল্ডো।❤️❤️❤️

কে বলতে পারে এই ছবিটি কার কমেন্ট করে জানাও
12/05/2025

কে বলতে পারে এই ছবিটি কার কমেন্ট করে জানাও

🌼ভালোবাসা কখনও সময় দেখে না, শুধু অপেক্ষা করতে জানে..."সন্ধ্যার আলোয় হলুদ শাড়িতে সেজে আয়নার সামনে দাঁড়িয়ে ছিল সে। চ...
10/05/2025

🌼ভালোবাসা কখনও সময় দেখে না, শুধু অপেক্ষা করতে জানে..."
সন্ধ্যার আলোয় হলুদ শাড়িতে সেজে আয়নার সামনে দাঁড়িয়ে ছিল সে। চোখে ছিল অপেক্ষার ছায়া, হৃদয়ে ছিল ভালোবাসার স্পন্দন। আজ তার জীবনের বিশেষ দিন, কিন্তু প্রিয় মানুষটি এখনও আসেনি।

প্রতিটি মুহূর্তে সে ফিরে তাকায় দরজার দিকে, আশায় বুক বাঁধে, কিন্তু সময় যেন থমকে যায়। হলুদ শাড়ির রঙ ফিকে হয়ে আসে, কিন্তু তার ভালোবাসা অটুট থাকে।

রাত গভীর হয়, তবুও সে অপেক্ষা করে। কারণ ভালোবাসা কখনও সময় দেখে না, শুধু অপেক্ষা করতে জানে।

09/05/2025
09/05/2025

Good Morning

09/05/2025

জুম্মা মোবারক

ভুল বোঝাবুঝিদুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। রোদের তাপে শহরের পিচঢালা রাস্তাগুলো যেন উত্তপ্ত লোহার পাত। হঠাৎ এক মোড়ে দাঁ...
09/05/2025

ভুল বোঝাবুঝি
দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। রোদের তাপে শহরের পিচঢালা রাস্তাগুলো যেন উত্তপ্ত লোহার পাত। হঠাৎ এক মোড়ে দাঁড়িয়ে থাকা এক মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল,
"ভাই, ২০ টাকা লাগবে, মোবাইল আর টাকা চুরি গেছে। একটু সাহায্য করবেন?"

পোশাক-চেহারা সাধারণ, চোখ-মুখ শুকনো, কণ্ঠে অনুনয়। কিন্তু চারপাশে এরকম প্রতারক এত দেখেছি যে, আমার মনে হলো—"নেশাখোর হবে। টাকা নিয়ে গিয়ে খাবে।"
আমি একটা নিষ্পৃহ হাসি দিয়ে এড়িয়ে গেলাম। পথের ধারে দাঁড়িয়ে থাকা আরেকজনও মাথা নেড়ে একই ভঙ্গিতে বলল, "সব নাটক।"

দিন শেষ হলো। আমি কাজ সেরে বাসে চেপে ফিরছি। হঠাৎ জানালার পাশে তাকিয়ে দেখি, সেই লোকটাই... মাথা নিচু করে ধুলা মাখা রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। গন্তব্য ৪০ কিলোমিটার দূরে—এটা সে বলেছিল। আর এখন, হাঁটছে! রোদে পোড়া মুখ, ভেজা কাপড়, পায়ে যেন আর বল নেই। কিন্তু হেঁটেই চলেছে।

মনে একটা ধাক্কা লাগল। এতটা পথ কেউ নেশা করার জন্য হাঁটে না। একটিবারের জন্যও কি বিশ্বাস করা যেত না? হয়তো তার সত্যিই বিপদ ছিল। হয়তো আমার ২০ টাকাতেই সে সময়মতো বাড়ি পৌঁছাতে পারত।

বাসটা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। আমি শুধু জানালার দিকে তাকিয়ে রইলাম। লোকটা আরও দূরে সরে গেল, কিন্তু আমার ভিতরের অপরাধবোধটা যেন আরও কাছে চলে এলো।

প্রতিটি মানুষকে দেখেই বিচার করা উচিত নয়, কারণ আমরা জানি না সে ভিতরে কতটা কষ্ট লুকিয়ে রেখেছে
#মানবতা
#সহানুভূতি
#জীবনের_গল্প
#ভুলবোঝাবুঝি
#একটু_সহায়তা
#মানুষ_হও
#হাঁটতে_হাঁটতে
#বিবেকের_জাগরণ
#আলো_বয়ে_আসুক
#অনুভব_করো

Address

Tanore
Tanor
6230

Website

Alerts

Be the first to know and let us send you an email when SK Azom Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share