Bangla Serial

Bangla Serial বিভিন্ন নাটকের সর্ট ভিডিও দেখার জন্য পেইজটি ফলো দিয়ে রাখতে পারেন।
(16)

07/06/2025

এমন যাত্রাপালা এখন খুবই কব দেখা যায়।
ফ্যামেলীর সবার সাথে বসে দেখা যায়।
মাস্টারের কান্না বুঝিয়ে দেয়।

18/05/2025

চুর বলে কী সে মানুষ না..?

17/05/2025

কী কন্ঠ ❤️
রাধা বিনোদন সম্প্রদায়।

15/05/2025

কথায় কথায় আন্দোলন। অসুস্থ বাচ্চার জন্য এক বাবার আকুতি।




অভিনন্দন, আপনার হাত দরে ব্রাজিলেকে ছন্দে দেখতে চাই। ❤️💪
13/05/2025

অভিনন্দন, আপনার হাত দরে ব্রাজিলেকে ছন্দে দেখতে চাই। ❤️💪

13/05/2025

আগামীকাল বিকেল ৫ টায় আসছে
“Bachelor Point”- Season 5 এর ফার্স্ট লুক।

13/05/2025

এটাই কী সমাধান?
৪ টা পুলাপান নিয়ে আমি কেমনে চলমু এই কথার উত্তরটা কী হবে?

09/05/2025

“বাবাকে খু/ন করেছি, আমাকে ধরে নিয়ে যান” ৯৯৯ নম্বরে ফোন করে বললেন তরুণী!

৮ মে ২০২৫, বৃহষ্পতিবার ভোরে সাভার পৌরসভার মজিদপুর কাঠালবাগান থেকে এক তরুণী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তিনি তার পিতাকে খু/ন করেছেন। তিনি আত্মসমর্পণ করতে চান এবং দ্রুত পু'লি'শ পাঠানোর জন্য বলেন। খু/নের কারণ হিসেবে তিনি বলেন, তার পিতা তাকে চার বছর ধরে ধ/র্ষ/ন করে আসছিলেন, ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় বাবার বিরুদ্ধেই ধ/র্ষ/ণ মামলা করেন তিনি। দীর্ঘ দিন জেলখেটে জামিনে মুক্ত হন তার পিতা, কিন্তু তারপরও ভালো হন নাই। গতরাতে আবার
ধ/র্ষ/ন চেষ্টা করার কারণে তিনি পিতাকে খু'ন করেছেন।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে সাভার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃ'তদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং খু/নের অভিযোগে কলার জান্নাতুল জাহান শিফা (২৩) কে গ্রেফতার করে। নিহতের নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা। স্ত্রীর মৃ'ত্যুর পর মেয়েকে নিয়ে মজিদপুর কাঠালবাগান এলাকায় একটি বাড়ির ৫ম তলার বাসায় ভাড়া থাকতেন আব্দুস সাত্তার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাতুল জাহান শিফা জানান, তার বাবা ইচ্ছার বিরুদ্ধে তাকে শা/রী/রি/ক/ভাবে নি/র্যা/তন করতেন। যে কারণে গতকাল বুধবার রাতে খাবারের সময় তার ভাতের মধ্যে ২০টি ঘু'মের ওষুধ মিশিয়ে দেন। পরে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে
ধা/রা/লো অ/স্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কু/পি/য়ে হ/ত্যা করেন। ঘটনাস্থলে যাওয়া সাভার মডেল থানা পু'লিশের এসআই ইমরান এ বিষয়ে ৯৯৯ কে নিশ্চিত করেন।

এ সংক্রান্তে সাভার মডেল থানায় একটি মা'মলা রুজু করা হয়েছে।

ধন্যবাদান্তে,

আনোয়ার সাত্তার
পু'লিশ পরিদর্শক
গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা
জাতীয় জরুরি সেবা ৯৯৯

Address

Tarakanda

Telephone

+8801611770629

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Serial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Serial:

Share