01/09/2025
কল্পনা আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, যেখানে সব কিছুই সম্ভব, সবকিছুই সুন্দর। কিন্তু বাস্তবতা—তা কখনো কখনো নিষ্ঠুর, নির্মম। কল্পনায় যে মানুষটা পাশে থাকে, বাস্তবে সে হয়তো অনেক দূরে সরে যায়। কল্পনায় সম্পর্ক অটুট থাকে, বাস্তবে ভেঙে যায় শব্দহীনভাবে।
কল্পনায় আমরা পৃথিবীটা বদলাতে পারি, বাস্তবে বদলে যেতে হয় নিজেকেই। কল্পনা আশার আলো জ্বালে, বাস্তবতা অনেক সময় সে আলো নিভিয়ে দেয়। তবুও কল্পনায় ফিরে যাই, কারণ ওটাই আমাদের আত্মার শান্তি। বাস্তবতা কাঁদায়, কল্পনা জড়িয়ে ধরে। হয়তো এজন্যই কল্পনা কখনো নিষ্ঠুর হয় না… নিষ্ঠুর হয় কেবল বাস্তবতা।🖤
©️