23/03/2025
একটু থামো, একটু দেখো
এই পৃথিবীটা আসলেই অদ্ভুত, তাই না? আমরা ছুটছি—প্রতিদিন, প্রতিনিয়ত, এক মুহূর্তের জন্যও থামছি না। কিন্তু কখনো কি ভেবে দেখেছো, এই দৌড়ের শেষে কী আছে? আমরা চাই আরও ভালো কিছু, আরও বেশি কিছু, কিন্তু মাঝে মাঝে যা আছে, সেটুকুই উপভোগ করতে ভুলে যাই।
আজ একটু থামো। একটু দেখো।
যে সূর্যাস্ত প্রতিদিন তোমার জানালা দিয়ে হারিয়ে যায়, সেটাকে মন দিয়ে দেখো। যে পথ ধরে প্রতিদিন হাঁটো, সেখানে নতুন কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করো। কোনো এক গাছের নিচে দাঁড়িয়ে বাতাসের ছোঁয়া অনুভব করো। কোনো পাখির ডাক শুনে তার ভাষা বোঝার চেষ্টা করো। এক মুহূর্তের জন্যও যদি সব কোলাহল থামিয়ে প্রকৃতির শব্দ শুনতে পারো, তবে বুঝবে—এই ছোট ছোট জিনিসের মধ্যেই কত সুখ লুকিয়ে আছে।
এবং হ্যাঁ, তোমার চারপাশের মানুষগুলোকে ভালোবাসো। যাদের সঙ্গে প্রতিদিন দেখা হয়, কিন্তু ব্যস্ততার অজুহাতে যাদের কথা বলা হয় না, তাদের একটা হাসি দাও। অনেকদিন যাকে মনে পড়েনি, তাকে একটা মেসেজ পাঠাও। দেখবে, জীবনটা একটু হলেও সহজ আর সুন্দর মনে হবে।
আমরা সবাই সুখের খোঁজ করি, কিন্তু অনেক সময় সেটাই খুঁজতে ভুলে যাই যা আমাদের খুব কাছেই আছে। তাই আজ একটু থামো, একটু দেখো, একটু অনুভব করো—জীবন আসলে এতটা কঠিন না, যদি আমরা বাঁচতে শিখি।