Mamun's Dairy

Mamun's Dairy আমি ধ্বংসের বাহিরে কিছু নই�

05/08/2025

পূণ্যভূমিতে একদিন 💝

20/07/2025

আমি কখনো উচ্চবিলাসী জীবন চাই নি।আমি সবসময় আল্লাহর কাছে একটা স্বস্তির,শান্তির জীবন চেয়ে এসেছি।আমার কাছে মনে হয় উচ্চবিলাসী জীবন এর চাইতেও জীবনে শান্তিটা বেশি জরুরি।

হ্যাঁ, জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু আমি আল্লাহর কাছে সবসময়ই চাই।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে এই চাওয়ার মতো করেই আমার জীবনে অনেকখানি স্বস্তি দিয়েছেন, সন্তুষ্টি দিয়েছেন। আমি আমার ব্যাপারে আল্লাহর সমস্ত সিদ্ধান্তে সন্তুষ্ট। আমার কাছে মনে হয় জীবনে কি কি পেলাম আর কি কি পেলাম না এই হিসাবের চাইতেও জীবনে সন্তুষ্ট থাকা বেশি প্রয়োজন। তাই আমি আল্লাহর কাছে বেশি বেশি সন্তুষ্টি চাই।আল্লাহর কাছে দোয়া করি ; ইয়া রব,তুমি আমার জন্য যা যা পছন্দ করেছো তাতেই আমাকে সন্তুষ্টি দান করো। কারণ সুখ মানেই সন্তুষ্ট থাকা।আমাদের জীবনে যা'ই আছে তাতেই যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি তবেই আমরা সুখী।

©কালেক্টেট

13/07/2025

● 𝙞𝙣 𝙩𝙝𝙖𝙩 𝙩𝙞𝙢𝙚, 𝙝𝙤𝙬 𝙢𝙪𝙘𝙝 𝙘𝙝𝙖𝙣𝙜𝙚𝙨
𝙩𝙝𝙚 𝙝𝙖𝙗𝙞𝙩 𝙜𝙤𝙚𝙨 𝙞𝙣𝙩𝙤 𝙩𝙝𝙚 𝙝𝙖𝙗𝙞𝙩 𝙖𝙣𝙙 𝙩𝙝𝙚 𝙘𝙤𝙡𝙤𝙧
𝙘𝙝𝙖𝙣𝙜𝙚𝙨 𝙖𝙣𝙙 𝙩𝙝𝙚 𝙘𝙤𝙡𝙤𝙧 𝙘𝙝𝙖𝙣𝙜𝙚𝙨🍁🍁

বয়ে চলে অথচ থেমে গিয়ে  সৌন্দর্য সৃষ্টি করে 🍁🌿
30/06/2025

বয়ে চলে অথচ থেমে গিয়ে সৌন্দর্য সৃষ্টি করে 🍁🌿

28/06/2025

সময়টা থেমে থাকে না। ব্যর্থতা আর অপ্রাপ্তির ভিড়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ একদিন বুঝে যাই—সবকিছু আমাদের জন্য নয়। প্রতিটি না-পাওয়া, প্রতিটি হোঁচ'ট যেন আমাদের একটু একটু করে মানুষ করে তোলে। আনন্দ, দুঃখ, হার-জিত—সব মিলিয়েই জীবন। আর এই জীবনটাই শেখায়, বুঝিয়ে দেয়, কখনো না চাইলেও আমরা বদলে যাই, পরিণত হয়ে উঠি। এভাবেই বয়স বাড়ে, কিন্তু তার চেয়েও বেশি বাড়ে উপলব্ধি 🖤🍂

পুরনো এ্যালবাম থেকে সংগ্রহীত। জায়গাটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #২০২১ সাল  #স্মরণীয়_থাকুক🧡
23/06/2025

পুরনো এ্যালবাম থেকে সংগ্রহীত।
জায়গাটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
#২০২১ সাল #স্মরণীয়_থাকুক🧡

23/06/2025

পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, আমি না থাকলে আমার জায়গায় অন্য কেউ আসবে। কিন্তু বাঁচার জন্য তৃপ্তি অপরিহার্য, তাই যতদিন বাচবো যা আছে তা নিয়েই তৃপ্তির আনন্দে বাঁচবো!💖

23/06/2025

Allah will make everything beautiful in your life 🌻🤍

23/06/2025

কলমাকান্দা থেকে পাচগাও যাওয়ার রাস্তাটা অস্থির মায়ায় ফেলেছিল🥰
মন চাই বারবার ফিরে যায় 😐♥️

স্নিগ্ধতাহীন স্বপ্নচ্ছায়ায় শব্দহীন সুপ্ততা হৃদয়জুড়ে শুধুই অব্যক্ত অতৃপ্ততা..!✨
15/06/2025

স্নিগ্ধতাহীন স্বপ্নচ্ছায়ায় শব্দহীন সুপ্ততা
হৃদয়জুড়ে শুধুই অব্যক্ত অতৃপ্ততা..!✨

বাবা~ দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যেকোনো সন্তানের হৃদয়ে জেগে উঠে আদর, ভালোবাসা ও সোহাগের মায়ায় ভরা অনুভূতি; যে অন...
15/06/2025

বাবা~ দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যেকোনো সন্তানের হৃদয়ে জেগে উঠে আদর, ভালোবাসা ও সোহাগের মায়ায় ভরা অনুভূতি; যে অনুভূতির হৃদ্যতা মোমবাতির মত, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে।
📈 অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে পারেন। আবার অনেকে বাবার এই আত্মত্যাগ বুঝতে সক্ষম হই না। যেকোনো কঠিন পরিস্থিতিতে বাবা আমাদের আগলে রাখেন।

💓আজ বাবা দিবস💓

প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় ‘বিশ্ব বাবা দিবস’। আজ ১৫ জুন, সেই তৃতীয় রবিবার। এই দিনটির মত প্রতিদিন পৃথিবীর সকল সন্তানের সাথে তার বাবার সময়গুলো কাটুক উৎসাহ-উদ্দীপনা আর হাসিতে-আনন্দে💚

23/03/2025

একটু থামো, একটু দেখো

এই পৃথিবীটা আসলেই অদ্ভুত, তাই না? আমরা ছুটছি—প্রতিদিন, প্রতিনিয়ত, এক মুহূর্তের জন্যও থামছি না। কিন্তু কখনো কি ভেবে দেখেছো, এই দৌড়ের শেষে কী আছে? আমরা চাই আরও ভালো কিছু, আরও বেশি কিছু, কিন্তু মাঝে মাঝে যা আছে, সেটুকুই উপভোগ করতে ভুলে যাই।

আজ একটু থামো। একটু দেখো।

যে সূর্যাস্ত প্রতিদিন তোমার জানালা দিয়ে হারিয়ে যায়, সেটাকে মন দিয়ে দেখো। যে পথ ধরে প্রতিদিন হাঁটো, সেখানে নতুন কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করো। কোনো এক গাছের নিচে দাঁড়িয়ে বাতাসের ছোঁয়া অনুভব করো। কোনো পাখির ডাক শুনে তার ভাষা বোঝার চেষ্টা করো। এক মুহূর্তের জন্যও যদি সব কোলাহল থামিয়ে প্রকৃতির শব্দ শুনতে পারো, তবে বুঝবে—এই ছোট ছোট জিনিসের মধ্যেই কত সুখ লুকিয়ে আছে।

এবং হ্যাঁ, তোমার চারপাশের মানুষগুলোকে ভালোবাসো। যাদের সঙ্গে প্রতিদিন দেখা হয়, কিন্তু ব্যস্ততার অজুহাতে যাদের কথা বলা হয় না, তাদের একটা হাসি দাও। অনেকদিন যাকে মনে পড়েনি, তাকে একটা মেসেজ পাঠাও। দেখবে, জীবনটা একটু হলেও সহজ আর সুন্দর মনে হবে।

আমরা সবাই সুখের খোঁজ করি, কিন্তু অনেক সময় সেটাই খুঁজতে ভুলে যাই যা আমাদের খুব কাছেই আছে। তাই আজ একটু থামো, একটু দেখো, একটু অনুভব করো—জীবন আসলে এতটা কঠিন না, যদি আমরা বাঁচতে শিখি।

Address

Dhaka
Tarakanda

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamun's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Tarakanda media companies

Show All