Mamun's Dairy

Mamun's Dairy আমি ধ্বংসের বাহিরে কিছু নই�

01/09/2025

কল্পনা আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, যেখানে সব কিছুই সম্ভব, সবকিছুই সুন্দর। কিন্তু বাস্তবতা—তা কখনো কখনো নিষ্ঠুর, নির্মম। কল্পনায় যে মানুষটা পাশে থাকে, বাস্তবে সে হয়তো অনেক দূরে সরে যায়। কল্পনায় সম্পর্ক অটুট থাকে, বাস্তবে ভেঙে যায় শব্দহীনভাবে।

কল্পনায় আমরা পৃথিবীটা বদলাতে পারি, বাস্তবে বদলে যেতে হয় নিজেকেই। কল্পনা আশার আলো জ্বালে, বাস্তবতা অনেক সময় সে আলো নিভিয়ে দেয়। তবুও কল্পনায় ফিরে যাই, কারণ ওটাই আমাদের আত্মার শান্তি। বাস্তবতা কাঁদায়, কল্পনা জড়িয়ে ধরে। হয়তো এজন্যই কল্পনা কখনো নিষ্ঠুর হয় না… নিষ্ঠুর হয় কেবল বাস্তবতা।🖤
©️

31/08/2025

#শব্দের দারিদ্রতা খুব ভয়ংকর।। সে কথা বলার শক্তিকে সংকুচিত করে। #মস্তিষ্ককে নিশ্চল করে দেয়।💥

পুনর্জন্ম🍀
29/08/2025

পুনর্জন্ম🍀

28/08/2025

বন্ধুরা সবাই মিলে একসাথে ঘুরতে যাবো ভাবতে ভাবতে বন্ধুরাই হারিয়ে যায়। কখনো টাকা থাকে না, কখনো সময় থাকে না আবার কখনো পরিবার মানে না। তারপর একসময় বন্ধুরাও আর থাকে না । যে যার মতো দূরে চলে যায়, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পরে, দেখা হয় না, কথা হয় না, যোগাযোগ আসে। জীবন তো এমনই, তাই না ?

28/08/2025
27/08/2025

জীবন মানে এক অবিরাম চলমান দ্বন্দ্বের সাগর, যেখানে প্রতিটি আনন্দ মুহূর্তই কখনও দুঃখের ছায়ার আড়ালে লুকানো থাকে। আমরা যতই সুখের সন্ধান করি, তা প্রায়শই অস্থায়ী, ক্ষণস্থায়ী ত্রাণের মতো মুছে যায়। প্রকৃত শান্তি হয়তো কখনো স্থায়ী নয়—তবুও আমরা সেই অল্পক্ষণিক আলোকে আঁকড়ে ধরে জীবনকে এগিয়ে নিয়ে যাই, প্রতিটি দুঃখের মুহূর্তকে সহ্য করে, এবং প্রতিটি হাসির মুহূর্তে হৃদয়টাকে পূর্ণ করি।
©️

26/08/2025

❤️❤️

হারিয়ে যাওয়া দিন বড্ড বেশি মনে পড়ে,,বিকেল হলেই ঘুরাঘুরি -বের হলে ৪-৫ টি গ্রাম একসাথে ঘুরে রাতে বাড়ি ফেরা🖤 💔
26/08/2025

হারিয়ে যাওয়া দিন বড্ড বেশি মনে পড়ে,,
বিকেল হলেই ঘুরাঘুরি
-বের হলে ৪-৫ টি গ্রাম একসাথে ঘুরে রাতে বাড়ি ফেরা🖤
💔

23/03/2025

একটু থামো, একটু দেখো

এই পৃথিবীটা আসলেই অদ্ভুত, তাই না? আমরা ছুটছি—প্রতিদিন, প্রতিনিয়ত, এক মুহূর্তের জন্যও থামছি না। কিন্তু কখনো কি ভেবে দেখেছো, এই দৌড়ের শেষে কী আছে? আমরা চাই আরও ভালো কিছু, আরও বেশি কিছু, কিন্তু মাঝে মাঝে যা আছে, সেটুকুই উপভোগ করতে ভুলে যাই।

আজ একটু থামো। একটু দেখো।

যে সূর্যাস্ত প্রতিদিন তোমার জানালা দিয়ে হারিয়ে যায়, সেটাকে মন দিয়ে দেখো। যে পথ ধরে প্রতিদিন হাঁটো, সেখানে নতুন কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করো। কোনো এক গাছের নিচে দাঁড়িয়ে বাতাসের ছোঁয়া অনুভব করো। কোনো পাখির ডাক শুনে তার ভাষা বোঝার চেষ্টা করো। এক মুহূর্তের জন্যও যদি সব কোলাহল থামিয়ে প্রকৃতির শব্দ শুনতে পারো, তবে বুঝবে—এই ছোট ছোট জিনিসের মধ্যেই কত সুখ লুকিয়ে আছে।

এবং হ্যাঁ, তোমার চারপাশের মানুষগুলোকে ভালোবাসো। যাদের সঙ্গে প্রতিদিন দেখা হয়, কিন্তু ব্যস্ততার অজুহাতে যাদের কথা বলা হয় না, তাদের একটা হাসি দাও। অনেকদিন যাকে মনে পড়েনি, তাকে একটা মেসেজ পাঠাও। দেখবে, জীবনটা একটু হলেও সহজ আর সুন্দর মনে হবে।

আমরা সবাই সুখের খোঁজ করি, কিন্তু অনেক সময় সেটাই খুঁজতে ভুলে যাই যা আমাদের খুব কাছেই আছে। তাই আজ একটু থামো, একটু দেখো, একটু অনুভব করো—জীবন আসলে এতটা কঠিন না, যদি আমরা বাঁচতে শিখি।

Address

Dhaka
Tarakanda

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamun's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share