H Md. Azizul Islam official

H Md. Azizul Islam official Assalamu Alaikum! Dear friends, here you will find the video of Quran recitation Hamad Naat and Islam
(12)

★ রুকইয়াহ কোরআনী চিকিৎসা: জ্বীন, যাদু, বদ-নজর বান, কুফরি, মানুষের ক্ষতি, জ্বীনের ক্ষতি, আশীক জ্বীন, চালান জ্বীন, স্বামী...
04/02/2025

★ রুকইয়াহ কোরআনী চিকিৎসা: জ্বীন, যাদু, বদ-নজর বান, কুফরি, মানুষের ক্ষতি, জ্বীনের ক্ষতি, আশীক জ্বীন, চালান জ্বীন, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, বিবাহ বন্ধ, পরকীয়া অবৈধ সম্পর্ক নষ্ট সহ জ্বীন যাদুর সকল প্রকার সমস্যার, রুকইয়াহ কোরআনী চিকিৎসা নিতে যোগাযোগ করুন। কোরআনের আয়াত ও দোয়া পাঠ করে চিকিৎসা করা হয়।

★ তাবিজ-কবজ নকশা ব্যতীত: কোন ধরনের তাবিজ, কবজ, নকশা, ব্যবহার না করে শুধুমাত্র কোরআন ও সুন্নাহের আলোকে চিকিৎসা করা হয়।

যোগাযোগের তথ্য:
* হাফেজ মোঃ আজিজুল ইসলাম :
জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা
আশুলিয়া সাভার ঢাকা।
মোবাইল: 01763072762
* কল দিন অথবা ইমু বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখবেন।

বিঃদ্রঃ: রুকইয়াহ কোরআনী চিকিৎসা ইসলামে একটি বৈধ চিকিৎসা পদ্ধতি।
* বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

সতর্কতা:
* অনলাইনে রুকইয়াহ না করা: সরাসরি কাছে থেকে রুকইয়াহ করতে পারলে সব থেকে ভালো হবে।
* অজানা ব্যক্তির কাছে না যাওয়া: অজানা বা অবিশ্বাসযোগ্য কোনো ব্যক্তির কাছে রুকইয়াহ করার জন্য যাওয়া উচিত নয়।

★ ডাক্তারের পরামর্শ নেওয়া: কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

With Sajia's creation – I'm on a streak! I've been a top fan for 5 months in a row. 🎉
26/01/2025

With Sajia's creation – I'm on a streak! I've been a top fan for 5 months in a row. 🎉

22/01/2025

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন

05/10/2024

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?

04/10/2024

সুমধুর কন্ঠে কোরআন তেলাওয়াত!!

18/09/2024

‎عَنْ جَرِيْرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ بَايَعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم عَلَى إِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.

জারীর ইবনু আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

আমি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে বায়’আত বা শপথ করেছি ছালাত প্রতিষ্ঠা করার, যাকাত প্রদান করার এবং সকল মুসলমানের কল্যাণ কামনা করার (বুখারী হা/৫৭, ৫২৪; মুসলিম হা/৫৬)।

ঊপদেশ, হাদিস নং ২
হাদিসের মান: সহিহ হাদিস

15/09/2024

‎حَدَّثَنَا الْحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ

‘আলক্বামাহ ইব্‌নু ওয়াক্কাস আল-লায়সী (রহঃ) থেকে বর্ণিতঃ

আমি ‘উমর ইব্‌নুল খাত্তাব (রাঃ)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়ত অনুযায়ী। আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে- তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে, যে জন্যে, সে হিজরত করেছে।
(৫৪, ২৫২৯, ৩৮৯৮, ৫০৭০, ৬৬৮৯, ৬৯৫৩; মুসলিম ২৩/৪৫ হাঃ ১৯০৭, আহমাদ ১৬৮) ( আধুনিক প্রকাশনী- ১, ইসলামিক ফাউন্ডেশন ১)

সহিহ বুখারী, হাদিস নং ১
হাদিসের মান: সহিহ হাদিস

কেউ যদি আমাকে একটি স্টার উপহার দিয়ে এই লেভেল পুরা দিত! ❤️❤️❤️
06/09/2024

কেউ যদি আমাকে একটি স্টার উপহার দিয়ে এই লেভেল পুরা দিত! ❤️❤️❤️

Shout out to my newest followers! Excited to have you onboard! Jaydeb Mandal, Rushed Ali, Md Masud
06/09/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Jaydeb Mandal, Rushed Ali, Md Masud

05/09/2024

“কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু ত...
05/09/2024

“কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু তা'আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন।”

সামান্য ঝগড়ায় স্বামী রেগে বললো " কি পারো তুমি?কোন কাজটা হয় তোমার দ্বারা? "স্ত্রী চুপচাপ,মুখে একটা কথা নেই,শান্ত দৃষ্টি।স...
05/09/2024

সামান্য ঝগড়ায় স্বামী রেগে বললো " কি পারো তুমি?কোন কাজটা হয় তোমার দ্বারা? "

স্ত্রী চুপচাপ,মুখে একটা কথা নেই,শান্ত দৃষ্টি।স্বামী আরো কিছুক্ষণ কথা শোনালো।

স্ত্রীর মুখ এখনো বিষণ্ণ।
স্বামীর বিকৃত চিৎকার " কিছু বললে চুপ করে থাকো কেন? কথার জবাব দাও? "

স্ত্রী মুচকি হেসে বললো " এখন রেগে আছো।কথা বললে ঝগড়া আরো বাড়বে।একটু পর রাগ কমলে নিজেই এসে ভাব জমাবে "

স্ত্রীর কথায় স্বামীর মুখ প্যাচার মতো বিকৃত হয়ে গেলো।খানিক্ষন যেতেই স্বামীর রাগ গলে জল হয়ে গেলো।স্ত্রীর আঁচলে নখ প্যাঁচাতে প্যাঁচাতে বললো

" তুমি আমার সাথে তর্ক কেন করো না? "

" মাকে দেখেছি,বাবা রেগে গেলে মা চুপ থাকতো "

" তাই বলে এতোটা চুপ থাকবে? একটু তর্ক তো করতেই পারো! "

" হৃদয়জয়ী আমি,তর্কজয়ী হয়ে কি করবো?তাছাড়া একটু আধটু শাসনে থাকতে ভালোই লাগে।তখন মনে হয় আমার খেয়াল রাখার জন্য,ভুল ধরিয়ে দেওয়ার জন্য একজন তো আছেই।নিজেকে সুরক্ষিত মনে হয়। "

গল্প --হৃদয়জয়ী

স্বামী রাগ করলে, বকাদিলে তর্ক করবেন না।
একটু ধৈর্য্য ধরুন, চুপচাপ থাকুন। জয় আপনারই হবে ইনশাআল্লাহ।

~Collected

Address

Tarakanda

Alerts

Be the first to know and let us send you an email when H Md. Azizul Islam official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to H Md. Azizul Islam official:

Share