18/08/2025
"উমর রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
لَوْ أَنَّكُمْ كُنْتُمْ تَوَكَّلُونَ عَلَى اللهِ حَقَّ تَوَكُّلِهِ لَرُزِقْتُمْ كَمَا يُرْزَقُ الطَّيْرُ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ بِطَانًا.
তোমরা যদি আল্লাহ তাআলার ওপর যেমন তাওয়াক্কুল করা উচিত তেমন তাওয়াক্কুল করতে, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে রিযক দিতেন, যেমন তিনি পাখিদের রিযক দিয়ে থাকেন। এরা ভোরবেলা খালিপেটে বের হয়, বিকেল বেলা ভরাপেটে ফিরে আসে।
জামে তিরমিযী, হাদীস ২৩৪৪সূত্র : রিয়াযুস সালেহীন, ২য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ৭৯"