04/07/2025
সেনাবাহিনীর দুই গ্রুপের (মঈন-শাকিল) দ্ব'ন্দ্বের প্রেক্ষিতে সংগঠিত পিলখানার নার'কীয় হ'ত্যাকান্ডের পর থেকে সেনাবাহিনী ঘটনার মুল ঘটনা গায়ের জোরে ধামাচাপার চেষ্টা চালিয়েছে৷ সেনাবাহিনীর সেই অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে এ পর্যন্ত কয়েক ডজন সেনা কর্মকর্তাসহ ১৮ হাজার বিডিআরের উপর ম'ধ্যযুগীয় ব'র্বরতা চালানো হয়েছে৷ যে ব'র্বরতার সবচেয়ে ম'র্মান্তিক ভুক্তভোগী বিডিআর সদস্যরা৷ ৫ তারিখ দেশ স্বাধীন হয়েছে মনে করে তাদেরকে মুক্ত করতে অনেকের দ্বারস্থ হয়েছি৷ কিছু সুফল বিডিআর সদস্যরা পেয়েছে কিন্তু সার্বিকভাবে পিলখানা হ'ত্যাকান্ডের বিচার বাধাগ্রস্ত করতে এখনও তৎপর সেনা প্রধানের নেতৃত্বে আওয়ামীপন্থী কিছু সেনা কর্মকর্তা!
নানাভাবে বিডিআর সদস্যদের জে'লে রাখতে ষ'ড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ওয়াকার গং৷ মাঝে অনেক কিছু ঘটেছে, সবকিছু বর্ননা করার সময় নেই শুধু শেষের ঘটনাটা বলি, আজকে ডিজিএফআইয়ের নির্দেশে কাশিমপুর এবং কেরানীগঞ্জ কা'রাগারে ব'ন্দি বিডিআর সদস্যদেরকে বিভিন্ন জেলায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ কা'রা সুত্র আমাকে নিশ্চিত করেছে এসব বিডিআর সদস্যদের কারও বাড়ি যদি বরিশাল হয় তাহলে তাকে পাঠানো হচ্ছে সিলেটে! এর উদ্দেশ্য ব'ন্দি বিডিআরের পরিবারেরা যেন সহজে তাদের সাথে দেখা করতে না পারে এবং আইনী সহায়তা পেতে সমস্যা হয়৷
ওয়াকারের এ ধরনের অ'পতৎপরতায় একটি বিষয় পরিস্কার যে, তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশেও সে ঝামেলা করবে৷ অতএব রাস্তা একটাই ওয়াকারকে বিদায় করতে হবে৷ বিডিআরের পরিবারগুলোকে আমি এতোদিন ধরে দেশের স্থিতিশীলতার কথা চিন্তা করে আ'ন্দোলন করতে নিরুৎসাহিত করেছি৷ কিন্তু সবাই স্বাধীনতা ভোগ করবে আর বিডিআরেরা জে'লে পচবে এটা হয় না৷ তাই আজ থেকে আপনাদের কাছে আমার অনুরোধ হলো, ওয়াকারের পদত্যাগে মাঠে নামুন, সর্বোচ্চ বল প্রয়োগ করুন৷ ওয়াকার এবং তার আওয়ামি- ডিজিএফআই বাহি'নীকে চেয়ার থেকে টেনে নামান৷ এছাড়া মুক্তির কোন পথ নেই৷ সচিবালয় কিংবা যমুনা ঘে'রাও করে লাভ নেই, বর্তমানে দেশের সব সমস্যার মুল কারন ওয়াকারসহ তার অনুসারী কয়েকজন সেনা কর্মকর্তা৷ অতএব ওয়াকারের বিরুদ্ধে রু'খে দাঁড়ান৷ তাকে সরাতে পারলে জুলাই বিজয়ের পূর্নতা পাবেন৷
সাংবাদিক : ইলিয়াস হোসাইন