Naeem Store

Naeem Store নাঈম স্টোর একটি অনলাইন শপ, আমাদের লক্ষ্য নিরাপদ পন্য সবার কাছে পৌছানো ৷

আমার ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে থেকে সবাইকে শুভেচ্ছা
05/01/2025

আমার ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে থেকে সবাইকে শুভেচ্ছা

SMS বিস্কিট
08/12/2024

SMS বিস্কিট

20/11/2024
19/11/2024

রাবিয়া ইবনে কাব রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِى « سَلْ ». فَقُلْتُ أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِى الْجَنَّةِ. قَالَ « أَوَغَيْرَ ذَلِكَ ». قُلْتُ هُوَ ذَاكَ. قَالَ « فَأَعِنِّى عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ »

আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে রাত্রি যাপন করতাম। আমি তাঁর ওযুর পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস তাঁকে এনে দিতাম। একদিন তিনি আমাকে বললেন, আমার কাছে কিছু চাও। আমি বললাম, আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। তিনি বললেন, এ ছাড়া অন্য কিছু? আমি বললাম, না, এটাই। তিনি বললেন, তবে অধিক পরিমাণে সিজদা দ্বারা তোমার এই আশা পূরণের ব্যাপারে আমাকে সহযোগিতা করো।

সহীহ মুসলিম, হাদীস ৪৮৯ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত)সূত্র : রিয়াযুস সালেহীন, ২য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ১০৬
#++++++++ #
এ হাদীসে বেশি বেশি সিজদা দ্বারা বেশি বেশি নামায পড়া বোঝানো হয়েছে। বান্দা নামায দ্বারাই আল্লাহ তাআলার নৈকট্য সবচেয়ে বেশি অর্জন করতে পারে। আর নামাযের ভেতর সেজদার মধ্যেই বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী থাকে।

08/11/2024

সোনার মদিনা

24/10/2024

I gained 15 followers, created 11 posts and received 52 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

18/10/2024

তিনটি জিনিস মৃত ব্যক্তির পেছনে পেছনে যায়- তার পরিবার-পরিজন, তার ধন-সম্পদ ও তার আমল। তা থেকে দুটি জিনিস ফিরে আসে, একটি তার সঙ্গে থেকে যায়। ফিরে আসে তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ আর থেকে যায় তার আমল।

সহীহ বুখারী, হাদীস ৬৫১৪

18/10/2024

আবদুল্লাহ ইবনু উমর রা. থেকে বর্ণিত, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ ، وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ ، أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ.

তোমরা মুশরিকদের বিপরীত করবে। দাঁড়ি লম্বা করবে আর গোঁফ ছোট করবে। ইবনে উমর রা. যখন হজ বা উমরা করতেন, তখন তিনি তার দাঁড়ি মুঠ করে ধরতেন এবং মুঠের বাইরে যতটুকু অতিরিক্ত থাকত তা কেটে ফেলতেন।

সহীহ বুখারী, হাদীস ৫৮৯২ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৫৪৭২(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

পাদটীকা:
দাঁড়ি লম্বা করা কোনো অপশনাল বা ঐচ্ছিক সুন্নত নয়। এটা ওয়াজিব। একমুষ্ঠির চেয়ে কম রেখে দাঁড়ি ছাটা কিংবা একেবারেই মুণ্ডিয়ে ফেলা, দুটোই গোনাহের কাজ। আর এ গোনাহটি এমন, যা প্রতিমুহূর্তে হতে থাকে।অনেককেই বলতে শোনা যায়, দাঁড়ি রাখা তো সুন্নত, তাই না রাখলেও অসুবিধা নেই। এ কথা ঠিক নয়।

আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন
06/10/2024

আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন

সকল বন্ধুদের জানাই সালাম, স্বাগতম মুফতি নজরুল ইসলাম কাসেমী আন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকবেন ধন্যবাদ।আ.....

27/09/2024

মসজিদুল কোবা, প্রথম মসজিদ মদিনা

Address

Tarash Bazar, Eidgah Math
Tarash Upazila
6780

Alerts

Be the first to know and let us send you an email when Naeem Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naeem Store:

Share