Mon phaki 001

Mon phaki 001 student

13/06/2023
07/05/2023

প্রীতি এবং অসীম ।

এটি এদের জীবনের ঘটনা । প্রীতি তখন যশোর সরকারী মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী । নীলিমা তার খুব ঘনিষ্ট বান্ধবি । তারা একই সাথে হোস্টেলে থাকত ।

যেখানেই যাক না কেন দুজনকে একই সাথে পাওয়া যেত ।

একদিনের ঘটনা । সেদিন তারা যশোর শহরের মধ্যে দিয়ে কোথায় যেন যাচ্ছিল । হঠাত্‍ পেছন থেকে কে যেন ডাক দিল ‘এই নীলিমা ।’দুজনেই পেছন ফিরে তাকাল । দেখল এক সুদর্শন যুবক । আরে এতো নীলিমার দূর সম্পর্কের মাসতুতো দাদা অসীম । যাহোক ঐদিনই অসীমের সাথে পরিচয় হয় প্রীতির।

বেশ কিছুদিন কেটে গেল । প্রীতি কেন যেন মনের কোন একখানে অসীমের প্রতি টান অনুভব করল ।

ওদিকে অসীমেরও একই অবস্থা । অসীম প্রায়ই প্রীতিদের হোষ্টেলে আসতে লাগল প্রীতিকে দেখার জন্য । কিন্তু মনের কথাটি আরবলা হয় না তাকে । এদিকে প্রীতি এই টান আর সহ্য করতে পারল না । সেই প্রথম বলল ভালবাসারকথাটি । শুরু হল দুটি জীবনেরএকটি নতুন অধ্যায় ।

ওদিকে নীলিমা সবই জানতে পারল । সে তাদের সবরকম সহযোগিতা করতে লাগল । এভাবেই চলছিল এক অবুঝ প্রেম । তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত । অনেক আনন্দ আর সুখ ছিল সেইদিন গুলোতে ।

একসময় ওরা সিদ্ধান্ত নিল ওরা বিয়ে করবে । গোপনে করেও ফেলল । দুই ফ্যামিলির কেউ জানল না । যাহোক এসব খবর বেশি দিন চাপা থাকে না । জেনে গেল দুইফ্যামিলি ।

অসীমরা ছিল ব্রাক্ষ্মন আর প্রীতি নিচু কুষ্টের মেয়ে । অসীমের বাবা মা এই বিয়ে মেনে নিল না ।

প্রীতির বাড়ি থেকেও প্রায় একই সমস্যা হল । তবুও তারা বিচ্ছিন্ন হল না । তারা যশোরে একটি বাসা ভাড়া নিল । অসীম তার জমানো টাকা দিয়ে ছোট খাট একটা ব্যবসা ?

??ুরু করল । বেশ সুখে শান্তীতেই চলছিল তাদের দুজনের সংসার ।

কিন্তু হায় ! নিয়তির কি নির্মম পরিহাস । হঠাত্‍ করেই অসীম অসুস্থ হয়ে পড়ল । এরপর হসপিটাল, মেডিকেল চেকাপ, রিপোর্ট । রিপোর্টে জানা গেল অসীম ক্যান্সার আক্রান্ত । মাথায় আকাশ ভেঙে পড়ল প্রীতি । একমুহূর্তেই যেন সমস্ত জ্ঞান হারিয়ে ফেলল সে । নিজেকে কোন মতে সামলে নিল । ডাঃ জানাল ৫০লাখটাকা লাগবে । তাহলেই অসীমকে পূর্ণ সুস্থ করা যাবে ।

প্রীতি সাথে সাথে অসীমের বাবা মার কাছে গেল অসীমকে নিয়ে । অসীমের বাবা জানালেন তিনি কোন টাকা দিতে পারবে না ।

যদিও তিনি ছিলেন প্রচুর সম্পদের মালিক ।

প্রীতি আর দাড়াল না । অসীম কে নিয়ে চলে এল বাবার বাড়ি ।বাবার ছোট একটা ব্যবসা ছিল । তার যা পুঁজি ছিল সবটুকুই দিয়ে দিল অসীমের চিকিত্‍সারজন্য । টাকা ফুরিয়ে গেল কিছুদিনের মধ্যে । এদিকে অসীমেরও দিন ফুরিয়ে আসছে ।

একদিন সকাল প্রতি ঘুম থেকে উঠে অসীম কে ডাকল । কিন্তু ঐদিন অসীম আর ঘুম থেকে উঠল না। প্রীতি নির্বাক পাথর হয়ে গেল । তার মুখে কোন কথা নেই ,চোখে নেই অশ্রু । শুধু থেকে থেকে একটি কথাই বলছিল “আজ তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে , আমাকে কেন বলে গেলে না যে তুমি চলে যাচ্ছ ?” অসীম কে চিতার আগুনে দগ্ধ করা হল । তখনো প্রীতির চোখে অশ্রুর ফোটা গড়িয়ে পড়ে নি ।

সে আজ বড় একা । ৫ বছর পার হয়েছে । তবু এখনো ভোলেনি অসীমের কথা । বিধবার সাজে চাপা কষ্ট নিয়ে আজো ঘুরে বেড়ায় । তবে সে এখন মাঝে মাঝে কাঁদে । সেআজো অসীমের বড় বাঁধানো ছবি বুকের উপর নিয়ে ঘুমায় ।

যখন সে তার জীবনের এই কাহীনিটা বলছিল তার চোখে জলের ধারা দেখেছি আমি । জানিনা তুমি কোথায় আছ , কেমন আছ ।

আজ তোমাকে বড় বেশি মিস করি । যেখানেই থাকো , ভাল থাকো ।

07/05/2023

আমার জন্য দোয়া করবেন

Address

Tarash
Tarash
6780

Telephone

+8801326284777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mon phaki 001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share