Sadir Hossain Rahim Vlogs

Sadir Hossain Rahim Vlogs Founder Chairman: Srijonshil Agragami Unnayan Sangsad. Ex General Secretary, Tazumuddin Reporters unity.
(1)

(2018-2024)

সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা শিল্পকলা একাডেমি, তজুমদ্দিন-ভোলা (২০২০-২০২৪) ।

ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ আওয়ামীলীগের আমলের এক “লাকি প্লেয়ার” ছিলেন। মুখে আগুন, পেছনে শেখ পরিবারের আশীর্বাদ তাই ...
01/11/2025

ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ আওয়ামীলীগের আমলের এক “লাকি প্লেয়ার” ছিলেন। মুখে আগুন, পেছনে শেখ পরিবারের আশীর্বাদ তাই যতই আওয়ামী লীগের সমালোচনা করতেন, বাস্তবে তেমন কিছুই হতো না। মানুষ রসিকতা করে বলতো, “শ্বশুরবাড়ির সিল মেরে দেওয়া, পার্থ সাহেবের হুংকারের লাইসেন্স আছে!”

আওয়ামী লীগের সুসময়ে এমন অনেকেই আত্মীয় কোটার রাজনীতি করেছেন। কেউ কেউ এমন গলা ছেড়ে চিৎকার দিতেন, মনে হতো মাইক ভেঙে যাবে। কিন্তু ভয় ছিল না, শ্বশুরবাড়ির ছায়া তখন নিরাপত্তার চাদর হয়ে মাথার ওপর। শেখ হেলালের জামাই কোটায় তখন রাজনৈতিক “ইমিউনিটি” মিলতো বিনা মূল্যে।

কিন্তু সময় বড়ই নিষ্ঠুর। এখন সেই “পাওয়ার পাসপোর্ট” মেয়াদোত্তীর্ণ। হুংকারে এখন কেউ ভয় পায় না, বরং উল্টো প্রতিক্রিয়া আসে দ্রুত। ভোলার সাম্প্রতিক ঘটনাই তা প্রমাণ করেছে। যে মাঠে আগে মাইকে চলতো কাজ, এখন সেখানে আওয়াজের বিপরীতে চলে মাইরের মাধ্যমে প্রতিক্রিয়ার ঝড়।

ভোলার মানুষও এখন অনেক সচেতন। কে কখন সুবিধাভোগী, কে আবার সময় বুঝে হুংকার ছাড়ে, আত্মীয় কোটার সুবিধাভোগী কারা সব তারা চোখে দেখে, মনে রাখে। রাজনীতিতে মুখের জোর এখন কম দামী; জনগণের আস্থা আর দায়িত্ববোধই প্রকৃত শক্তি। পার্থ সাহেবদের হুংকারের যুগ তাই আপাতত ইতিহাস।

✍️ সাদির হোসেন রাহিম
সাবেক সাধারণ সম্পাদক,
তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি

#ভোলা #পার্থ

সে দেখা দিয়ে বাড়ায় জ্বালা মারে অবিরত..
29/10/2025

সে দেখা দিয়ে বাড়ায় জ্বালা মারে অবিরত..

27/10/2025

মিরিঞ্জা ভ্যালিতে বদলে যাচ্ছে উদ্যোক্তাদের জীবনের গল্প

বাংলাদেশের দক্ষিণ-পূর্বের মনোরম পাহাড়ি অঞ্চল বান্দরবানের লামা উপজেলার কাছে অবস্থিত মিরিঞ্জা ভ্যালি। চারপাশে সবুজ পাহাড়, ভোরের কুয়াশা আর মেঘের খেলা এই জায়গা এখন শুধু প্রকৃতি উপভোগের কেন্দ্র নয়, কর্মসংস্থানের এক নতুন দিগন্তও খুলে দিয়েছে।

এখানে পর্যটকদের আগমন বাড়ছে প্রতিনিয়ত। স্থানীয় তরুণরা গড়ে তুলছেন রিসোর্ট, হোমস্টে, গাইড সার্ভিস, রেস্টুরেন্টসহ নানা উদ্যোগ। যারা আগে বেকার ছিলেন, তারাই এখন স্বনির্ভর হয়ে উঠছেন।

মিরিঞ্জা ভ্যালির এই উন্নয়ন কেবল অর্থনৈতিক নয়, সামাজিক পরিবর্তনেরও প্রতিচ্ছবি। পাহাড়ি জনগোষ্ঠী ও সমতলের মানুষ একসাথে কাজ করে গড়ে তুলছেন নতুন সম্পর্ক ও সংস্কৃতির সেতুবন্ধন।

এই ভিডিওতে দেখবেন:
মিরিঞ্জা ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য ও বাস্তব জীবন স্থানীয়দের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প উদ্যোক্তাদের নতুন সুযোগ ও চ্যালেঞ্জ ভ্রমণ টিপস, যাতায়াত ও পরিবেশ সচেতনতা।

মিরিঞ্জা ভ্যালি যেতে চাইলে বান্দরবান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে লামা রোডের পাশে এর অবস্থান। এখান থেকে সূর্যাস্ত দেখা, মেঘের রাজ্য দেখা আর প্রকৃতির সঙ্গে মিশে থাকার অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয়।

আপনি কি কখনও মিরিঞ্জা ভ্যালিতে গেছেন?
না গেলে এবার ঘুরে আসুন পাহাড়ের বুকে এই নতুন জীবনের ঠিকানায়।

ভিডিওটি সেয়ার করে ও আপনার মন্তব্য জানিয়ে সঙ্গে থাকুন, দেখুন বাংলাদেশের পাহাড়ি পর্যটনের আসল সৌন্দর্য।

---

#বাংলাদেশ #পর্যটন #পাহাড় #মিরিঞ্জা_ভ্যালি # সাদির #উদ্যোক্তা #কর্মসংস্থান #বাংলাদর্শন

24/10/2025

ভোলার ছেলেরা প্রেমিক বা বর হিসেবে সত্যিই কি বিশ্ব সেরা?

ভোলার যেসব এলাকার ছেলেরা সত্যিকারে জ্বলন্ত ডায়মন্ড কমেন্টে জানান ভোলার সেই বিখ্যাত গ্রাম, ইউনিয়ন বা উপজেলার নাম কি?

#ভোলা
#ভোলার_ছেলে
#ভোলার_গর্ব
#ভোলার_ভালোবাসা





#ভোলাবাসী


#তজুমদ্দিন

22/10/2025

ভোলার মেয়েদের প্রেমেই লুকিয়ে থাকে আমেরিকার গ্রীনকার্ড!

ভোলার যেসব এলাকার মেয়েরা সত্যিই এতটা গুণবতী ও গ্রীনকার্ডের চেয়েও বেশি মর্যাদাবান কমেন্টে জানান ভোলার সেই বিখ্যাত গ্রাম, ইউনিয়ন বা উপজেলা কোনটি?

#ভোলা #তজুমদ্দিন #চরফ্যাশন

“Mobile Display has no warranty & Responsibility”আমি মনে করি, ৩১০০ টাকার মতো উচ্চমূল্যের পণ্যে কোনো গ্যারান্টি বা ওয়ারেন...
21/10/2025

“Mobile Display has no warranty & Responsibility”

আমি মনে করি, ৩১০০ টাকার মতো উচ্চমূল্যের পণ্যে কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি না থাকা একেবারেই অযৌক্তিক এবং ভোক্তা প্রতারণার শামিল। কেনার সময় তারা “অরিজিনাল মানের ডিসপ্লে” দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে নিম্নমানের ডিসপ্লে সরবরাহ করেছে, যা প্রতারণামূলক আচরণ।

এ ধরনের কর্মকাণ্ডে ভোক্তারা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বাজারে ভোক্তা আস্থাও নষ্ট হচ্ছে।

Nur Telecom এর এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অনলাইনের মাধ্যমে অভিযোগ দাখিল করেছি।

আপনারাও যদি কখনো পণ্য কিনে প্রতারিত হোন তাহলে অবশ্যই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দাখিল করে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

#প্রতারণা #ভোক্তা #অধিকার

16/10/2025

"৩৬ জুলাই অভ্যুত্থান মহাবিদ্যালয় – শিক্ষা নাকি ব্যবসা?
Education vs Business Reality in Bangladesh"

Two Brothers..
15/10/2025

Two Brothers..

12/10/2025

RJ NILA এর উপস্থাপনায় পরিবর্তন অনুষ্ঠানে দর্শকরা যে কারণে আমাকে শুভকামনা জানাচ্ছিলো...

#পরিবর্তন # সাদির

Address

Tejgaon

Alerts

Be the first to know and let us send you an email when Sadir Hossain Rahim Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadir Hossain Rahim Vlogs:

Share