Tazumuddin Today

Tazumuddin Today "তজুমদ্দিনের সংবাদ জানতে বা জানাতে আমাদের WhatsApp করুন।"

চর লাদেনে বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু!২৫ আগষ্ট ২০২৫
25/08/2025

চর লাদেনে বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু!
২৫ আগষ্ট ২০২৫

২০২৫ সালের সর্বশেষ হালনাগাদে তজুমদ্দিনের ভোটার সংখ্যা!২৫ আগষ্ট ২০২৫
25/08/2025

২০২৫ সালের সর্বশেষ হালনাগাদে তজুমদ্দিনের ভোটার সংখ্যা!
২৫ আগষ্ট ২০২৫

তজুমদ্দিনে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক এক যুবক২৫ আগষ্ট ২০২৫গতকাল রবিবার (২৫ আগস্ট) দিবাগতরাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিক...
25/08/2025

তজুমদ্দিনে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক এক যুবক

২৫ আগষ্ট ২০২৫

গতকাল রবিবার (২৫ আগস্ট) দিবাগতরাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাতব্বর কান্দি এলাকায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে এক যুবক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী নুর নবীর স্ত্রী মোসাঃ তাসলিমার ঘরের পশ্চিম পাশের সিধ কেটে প্রবেশের সময় গৃহকর্ত্রী টের পেয়ে ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে চোরকে আটক করে। খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃত যুবক মোঃ হেলাল (৩০), পিতা মোঃ ছাদেক, সাং মাতব্বর কান্দি ৮ নং ওয়ার্ড, তজুমদ্দিন, ভোলা।

হারানো বিজ্ঞপ্তি ❗পাওয়া গেছে ২৪ আগষ্ট ২০২৫ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ কামরুল মিয়ার...
24/08/2025

হারানো বিজ্ঞপ্তি ❗
পাওয়া গেছে
২৪ আগষ্ট ২০২৫
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ কামরুল মিয়ার ছেলে রাফসান (১৩) গতকাল দুপুর ১২টার দিকে দক্ষিণ খাসেরহাট মারকাজুল উলুম হামিদিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পান তবে অনুগ্রহ করে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে—

📞 পরিবার: 01611208239, 01321903951
📞 মাদ্রাসা শিক্ষক: 01725711177

👉 একটি অসহায় পরিবার সন্তানের খোঁজে ব্যাকুল হয়ে আছে। আপনাদের সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে তাদের হাসি। 🙏

জামায়াতে ইসলামীর তজুমদ্দিন উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা! ২৩ আগষ্ট ২০২৫, (শনিবার)ভোলা- ৩ আসনের বা...
23/08/2025

জামায়াতে ইসলামীর তজুমদ্দিন উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা!
২৩ আগষ্ট ২০২৫, (শনিবার)

ভোলা- ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম এর গনসংযোগ পূর্ব সমাবেশে তজুমদ্দিন উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন।

(১) ৩নং চাঁদপুর ইউনিয়ন - অধ্যাপক মাওলানা আব্দুর রব (২) ৫নং শম্ভুপুর ইউনিয়ন - মাও: মো. হেলাল উদ্দিন (৩)২নং সোনাপুর ইউনিয়ন : মাও : মামুনুর রশীদ
(৪) ৪নং চাঁচড়া ইউনিয়ন - মাষ্টার মো: আব্দুল্লাহ আল নোমান
(৫)১নং বড় মলংচড়া ইউনিয়ন - মাষ্টার মো: জাকির হোসাইন।

20/08/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল, তজুমদ্দিন শাখার কাউন্সিল আগামী ৩০ আগস্ট ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হবে।
২০ আগষ্ট ২০২৫

20/08/2025

তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত!

২০ আগষ্ট ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ ও হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বৃক্ষরোপণ কর্মসূচি ও তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহ মোহাম্মদ শাহিন শাজি, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ সুমন, এবং তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল সব সময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তজুমদ্দিনে প্রথমবারের মতো চালু হলো ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা!১৯ আগষ্ট ২০২৫ভোলার তজুমদ্দিন উপজেলার শিক্ষা অঙ্গনে যুক্ত হ...
19/08/2025

তজুমদ্দিনে প্রথমবারের মতো চালু হলো ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা!
১৯ আগষ্ট ২০২৫

ভোলার তজুমদ্দিন উপজেলার শিক্ষা অঙ্গনে যুক্ত হলো আধুনিক প্রযুক্তির নতুন অধ্যায়। উপজেলার চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো চালু হয়েছে ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জোসেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মন্নান হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষক আনোয়ার হোসেন, ইউআরসি ইনস্ট্রাক্টর, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদি, প্রেসক্লাব আহ্বায়ক সাইদুল হক মুরাদ এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা চালুর মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি আরও স্বচ্ছ, নির্ভুল ও সময়োপযোগীভাবে সংরক্ষিত হবে। এ উদ্যোগ বিদ্যালয়ে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

তজুমদ্দিন থেকে শুরু হওয়া এ উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রসারিত হলে পুরো উপজেলার শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।

তজুমদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপিত ১৮ আগষ্ট ২০২৫মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা...
19/08/2025

তজুমদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপিত
১৮ আগষ্ট ২০২৫
মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৮ থেকে ২৪ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ দেশব্যাপী উদ্‌যাপিত হচ্ছে।

উপজেলা প্রশাসন ও সৎস্য অফিসের আয়োজনে ভোলার তজুমদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইব্রাহিম, সমাজসেবা কর্মকর্তা আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, তজুমিদ্দন প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ, মৎস্যজীবি দলের সভাপতি মো. কামাল মিয়া, সাংবাদিক রফিক সাদীসহ বিভিন্ন দফতরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জেলে, মৎস্য দালাল,আড়ৎদারসহ স্থানীয় মৎস্য জীবিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন। পুরো অনুষ্ঠান সঞ্চলনা করেন মো. আব্দুল কাদের।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের, পুরস্কার বিতরণ করা হয়,
শ্রেষ্ঠ মৎস্য চাষীর পুরস্কার পান, মোহাম্মদ জোসেফ মিয়া,
নাসির পাটোয়ারী, মোহাম্মদ শাহে আলম,।

18/08/2025

তজুমদ্দিনে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু!
১৮/০৮/২৫
ভোলার তজুমদ্দিন উপজেলাধীন শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাদলীপুর গ্রামে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুরে বজলু পাটওয়ারি বাড়ির পিছনের একটি সুপারি বাগানে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক (৪০) সুপারি গাছে নিচে পড়ে যায়। গাছ থেকে পড়ার বিকট শব্দে পাশেই গরুর জন্য ঘাস তুলতে থাকা স্থানীয় যুবক রাহাত (১৮) ঘটনাস্থলে ছুটে আসে এবং দ্রুত এলাকাবাসীকে খবর দেয়। মুহূর্তের মধ্যে সেখানে ব্যাপক জনসমাগম হয়।

সুপারি গাছের মালিক রত্তন মিয়া বলেন,
“আমি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর স্থানীয়দের মাধ্যমে খবর পাই। ঘটনাস্থলে এসে দেখি লোকটি মৃত অবস্থায় পড়ে আছে।”

এদিকে নিহতের স্ত্রী জানান, স্বামীকে ঘরে খুঁজে না পেয়ে পরে বাইরে হৈচৈ শুনে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন তার স্বামী উপুড় হয়ে পড়ে আছেন। তিনি বলেন,
“স্বাভাবিকভাবে শুইয়ে দেখি, তখনই বুঝতে পারি তার মৃত্যু হয়েছে।”

তিনি আরও জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিলেন এবং মাদকের টাকা জোগাড়ের জন্য প্রায়ই চুরির সঙ্গে জড়িত ছিলেন। নিহত ব্যক্তি দুই সন্তানের জনক। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে হলেও বৈবাহিক সূত্রে তিনি বাদলীপুর গ্রামে বসবাস করতেন।

খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

17/08/2025

খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত!
১৭ আগষ্ট ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ আগষ্ট (রবিবার) তজুমদ্দিন সরকারি কলেজ এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষার জন্য আজীবন আপোষহীন সংগ্রাম করেছেন। তিনি গণতন্ত্রের মানস কন্যা। দেশনেত্রীর নেতৃত্বেই বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।”

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মোমিন, যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান বাবু, যুগ্ন-আহ্বায়ক হুমায়ুন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

17/08/2025

দেশনেত্রী বেগম জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে তজুমদ্দিনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগষ্ট ২০২৫

স্বাগতিক তজমুদ্দিন উপজেলার স্টেডিয়ামে লালমোহন উপজেলার চটলা এবং তজুমদ্দিন উপজেলার চৌকস খেলোয়াড়দের মধ্যে দেশমাতা, আপোষহীন নেত্রী বেগম জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মননশীল ক্রীড়া সংস্কৃতির মনোমুগ্ধকর নৈপুণ্য উপহার দিয়েছেন চতলা এবং তজুমদ্দিনের ফুটবল খেলোয়াগণ। আকর্ষণীয় খেলা উপভোগ করেন তজুমদ্দিন এবং লালমোহন উপজেলার অসংখ্য জনসাধারণ।

উক্ত ফুটবল প্রীতি ম্যাচে লালমোহনের চতলা-১ এবং তজুমদ্দিন উপজেলা-১ গোল করার মধ্য দিয়ে দেশনেত্রী বেগম জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচ সুশৃংখলভাবে সম্পন্ন হয়।
দেশনেত্রী বেগম জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন তজুমদ্দিন প্রেসক্লাবের সাংবাদিক ও জাতীয় দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি জনাব ফখরে আজম পলাশসহ।

উক্ত ম্যাচ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংবাদিক জনাব মুরাদ হোসেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সাংবাদিক জনাব হালিম উদ্দিন সিপু, ক্রীড়াবিদ জনাব মনু এবং ক্রীড়া সংস্থার সদস্য এবং ফুটবল ম্যাচের আয়োজক জনাব ইব্রাহিম গাজীসহ বিভিন্ন খেলোয়াড় ও অন্যান্য নেতৃবৃন্দ।

Address

Bhola
Tazumuddin
8350

Alerts

Be the first to know and let us send you an email when Tazumuddin Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share