Team Crime Discovery

Team Crime Discovery আল্লহামদুল্লিলাহ "" আপনাদের সবার দোয়াও ভালোবাসায় নতুন করে বাঁচতে সপ্ন দেখি আমি ""

অপেক্ষা করুন সময় কথা বলবে ""
08/08/2023

অপেক্ষা করুন সময় কথা বলবে ""

তথ্য সূত্রে জানা যায় -> র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার দোহার ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্র...
06/08/2023

তথ্য সূত্রে জানা যায় -> র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার দোহার ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গতকাল ০৫ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৭:১০ ঘটিকা ও ০৯:৪০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দোহার থানাধীন জয়পাড়া ও রায়পাড়া এলাকায় দুই অভিযান পরিচালনা করে ৮১০ (আটশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। আনোয়ার হোসেন (৪২), পিতা-দোলায়ার হোসেন, সাং-বৌবাজার, থানা-দোহার, জেলা-ঢাকা ও ২। মোঃ জুয়েল মন্ডল (২৬), পিতা-রাজ্জাক মন্ডল, সাং-রায়পাড়া, থানা-দোহার, জেলা-ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ আনুমানিক দুপুর ১৩:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১৮৭ (একশত সাতাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ রাসেল বেপারী (৩৪), পিতা-মোঃ শাহ আলম বেপারী, সাং-চরবোয়াই, থানা-গোসাইরহাট, জেলা-শরিয়তপুর, এ/পি-আটি বাজার, নয়া বাজার, থানা-কেরানীগঞ্জ, ঢাকা বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

10/03/2023
02/03/2023

সবাইকে খুশী করতে গিয়ে একটা সময় খেয়াল করবেন যে আপনার মতোন দু:খী আর কেউ নাই, আপনি নিজেকে নিজেই আর চিনতে পারবেন না, মনে হবে আপনি অন্য কোনও মানুষে পরিণত হয়েছেন।

২ মার্চ জাতীয় পতাকা দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। সেদিন পাতাকা উত্তোলন করে...
02/03/2023

২ মার্চ জাতীয় পতাকা দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। সেদিন পাতাকা উত্তোলন করেন ছাত্রনেতা আ স ম আবদুর রব। সঙ্গে ছিলেন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা তোফায়েল আহমদ, আবদুল কুদ্দুস মাখন এবং নূরে আলম সিদ্দিকী। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে কোনো ত্যাগ স্বীকার এবং শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয় সেই সভা থেকে।
১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর শঙ্কিত হয়ে পড়েছিল পাকিস্তানের শাসক গোষ্ঠী। তারা নিশ্চিতভাবেই ধারণা করেছিল যে ছয় দফার বাস্তবায়ন এবার হয়েই যাবে। যেহেতু সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের। ৭১ এর ১২ জানুয়ারি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় এলেন। বঙ্গবন্ধুর সঙ্গে তার দুই দফা আলোচনা হলো।
কিন্তু, ইয়াহিয়া খান পাকিস্তানে ফিরে গিয়ে লারকানায় জুলফিকার আলী ভুট্টোর বাসভবনে গিয়ে গোপন বৈঠকে মিলিত হলেন পাকিস্তান আর্মির জেনারেলদের সঙ্গে। ইয়াহিয়া খান ও ভুট্টো মিলে আঁকলেন আরেক ছক। পহেলা মার্চ দুপুর ১টা ৫ মিনিটে জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করলেন ইয়াহিয়া।

২ মার্চ ইত্তেফাকের প্রধান শিরোনাম ছিল ‘জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত’। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হওয়ার পর সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে ২ মার্চ বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের বটতলায়। বেলা ১১টার দিকে বক্তব্য দিচ্ছিলেন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব। এমন সময় ছাত্রলীগের নেতা শেখ জাহিদ হোসেন একটি বাঁশের মাথায় পতাকা বেঁধে মঞ্চে এলেন।
রব ছাড়াও সমাবেশে বক্তব্য দিয়েছিলেন ডাকসুর জিএস আব্দুল কুদ্দুস মাখন ও শাহজাহান সিরাজ। সেই ছাত্র সমাবেশের নেতৃত্বে ছিলেন নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজসহ ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা। সেখান থেকেই স্বাধীনতার ইশতেহার পাঠের কথা উঠেছিল। বক্তব্যে ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা বলেছিলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় যেকোনো ত্যাগ-তিতিক্ষার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ।
সেদিন দুপুরে ও রাতে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উড়ানো হয়েছিল। রাতে পাকিস্তান রেডিওতে ঢাকায় কারফিউ জারির ঘোষণা এসেছিল।
কিন্তু, কারফিউ ভঙ্গ করে ছাত্র শ্রমিক জনতা শহরের বহু জায়গায় ‘কারফিউ মানি না’, ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’সহ নানা স্লোগানে বিক্ষোভ করেছিল।

02/03/2023
দুর্বল আঘাত সইতে সইতে একসময় ধৈর্য্যর সীমা ছাড়িয়ে গেলে সে এতটাই প্রতিবাদী হয়ে উঠে যা কল্পনার বাইরে।তাই কারো অসহায়ত্বে, দু...
01/03/2023

দুর্বল আঘাত সইতে সইতে একসময় ধৈর্য্যর সীমা ছাড়িয়ে গেলে
সে এতটাই প্রতিবাদী হয়ে উঠে যা কল্পনার বাইরে।
তাই কারো অসহায়ত্বে, দুর্বলতার সুযোগ নিয়ে কোন প্রকার কটু কথা
বা আঘাত করা উচিৎ নয়।🤔🤔🤔
আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুক,,,, আমিন 🤲

১.কেউ যন্ত্রণা দিচ্ছে ? 🤫 চুপ হয়ে যান। ২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি ? 🤫 চুপ হয়ে যান। ৩.কোন মানুষ অনেক অপ'মান ...
28/02/2023

১.কেউ যন্ত্রণা দিচ্ছে ?
🤫 চুপ হয়ে যান।
২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি ?
🤫 চুপ হয়ে যান।
৩.কোন মানুষ অনেক অপ'মান করছে?
🤫 চুপ হয়ে যান।
৪.কেউ ঠকিয়ে গেছে ?
🤫 চুপ হয়ে যান।
৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মি'থ্যা দোষা'রোপ করছে ?
🤫 চুপ হয়ে যান।
৫.কেউ বিশ্বাস ঘা'ত'ক'তা করছে ?
🤫 চুপ হয়ে যান।
✅ এমন নিরব হয়ে যান সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে । মৃ'ত হয়ে যান তাদের কাছে।
প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না । শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না । এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আ'র্ত'নাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস । আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি ।
কিন্তু আপনি জানেন কি ? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি , আপনাকে দম'বন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না । তাই শব্দ দিয়ে , কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না ।

✅ তাই নিজের স্বার্থে বাঁচুন
নিজেকে ভালোবাসুন,,
আপনার একজন "রব" আছেন.!
সেজদায় গিয়ে বলে দিন,,
তিনি দুঃখ মুছার উপশম বিলি করেন..!!

ঢাকার যাত্রাবাড়ী, ওয়ারী ও কেরানীগঞ্জ এলাকায় নকল বৈদ্যুতিক তার, ভেজাল খাদ্য ও কসমেটিক্স উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্...
27/02/2023

ঢাকার যাত্রাবাড়ী, ওয়ারী ও কেরানীগঞ্জ এলাকায় নকল বৈদ্যুতিক তার, ভেজাল খাদ্য ও কসমেটিক্স উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ১৬ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা।

সময় আর অসময়""""  তফাত টা এতো এটুকুই ""''মনে আছে কার কার এই দিন গুলোর  কথা?
20/02/2023

সময় আর অসময়""""
তফাত টা এতো এটুকুই ""''
মনে আছে কার কার এই দিন গুলোর কথা?

Address

রায়ের বাগ
Tejgaon Farm

Telephone

+8801911021148

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team Crime Discovery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share