blogging and cooking with liza

  • Home
  • blogging and cooking with liza

blogging and cooking with liza Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from blogging and cooking with liza, Video Creator, .

জীবনটাই খুব অল্প, মাঝখানে কিছু গল্প।
যাবো একদিন ঝরে, থাকবে স্মৃতি পড়ে।
তবুও কতো আসা , বাঁধবো সুখের বাসা।
সবাই হবে পর,আপন হবে মাটির ঘর। এই পেজের মাধ্যমে আমি আপনাদের জন্য শেয়ার করবো বিভিন্ন ধরণের ভিডিও ও কনটেন্ট, যেমন:

🔹 শর্ট ভিডিও
🔹 ফানি ও কমেডি ভিডিও
🔹 পার্সোনাল ব্লগ
🔹 টিকটক ও রিলস
🔹 স্ন্যাক ভিডিও
🔹 আরও অনেক কিছু

আপনাদের ভালোবাসা ও পাশে থাকার প্রত্যাশায়—পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
❤️ সবাইকে আন্তরিক ধন্যবাদ ❤️
and cooking with liza

মায়েরা রাত জেগে ফোন চাপে কেন জানেন?কেন তারা দেরিতে ঘুমায়। এই সময়টা একটুখানি শান্ত, কেউ ডাকছে না, কেউ কিছু চাচ্ছে না, ...
24/07/2025

মায়েরা রাত জেগে ফোন চাপে কেন জানেন?কেন তারা দেরিতে ঘুমায়। এই সময়টা একটুখানি শান্ত, কেউ ডাকছে না, কেউ কিছু চাচ্ছে না, কারো কিছু লাগবে কিনা কারো কিছু প্রয়োজন কিনা এই চিন্তাটা মাথায় তখন থাকে না। তখন আমরা চুপচাপ ফোন দেখি, একটু বিশ্রাম করি। যে বিশ্রাম টা হয় টেনশন মুক্ত।🙂

জানি রাত শেষ হলে আবার সে ক্লান্তিকর, দিন শুরু হবে 😞সবকিছু এক হাতে সামলাতে হবে। তবুও এই সময়টুকু আমাদের মানসিকভাবে স্বস্তি দেয়। ❤️
এই দেরি করে ঘুমানো রাতগুলো একটু সময়ের জন্য নিজস্বতা ফেরত দেয়।💕

নীরব নদী, ক্লান্ত নৌকা,আর শেষ বিকেলের আলো __জীবনটা হয়তো এমনই শান্ত এক যাত্রা। 🍂[আর এই জীবনে খারাপ সময় আসা খুব দরকার অবশ্...
23/07/2025

নীরব নদী, ক্লান্ত নৌকা,আর শেষ বিকেলের আলো __
জীবনটা হয়তো এমনই শান্ত এক যাত্রা। 🍂

[আর এই জীবনে খারাপ সময় আসা খুব দরকার অবশ্যই দরকার। এই সময়গুলোতে নিজেকে চেনা যায় পাশাপাশি মানুষও চেনা যায়। নিজের ভুল সম্পর্কে বুঝা যায়।আবার নিজের উপড়েও ভরসা বাড়ানো যায়।
সব 'খারাপ সময় "খুব একটা খারাপ না। সত্যি বলতে মানুষের জীবন এমনই মানে আপনার বেদনা আপনার।
এখানে সহানুভূতির মুখোশ আছে, অনুভবের হৃদয় খুব কম। 🖤

যেই পাইলট একটা যুদ্ধ বিমান একটা স্কুল বিল্ডিং-এ ক্র‍্যাশ করাইলেন, তাকে আপনারা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন। করেন।...
22/07/2025

যেই পাইলট একটা যুদ্ধ বিমান একটা স্কুল বিল্ডিং-এ ক্র‍্যাশ করাইলেন, তাকে আপনারা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন।

করেন। প্যারা নাই। হয়তো পাইলটের কোনো দোষই ছিল না। হয়তো ছিলো দোষ। আমি জানি না। আমি জীবনে প্লেন উড়াই নাই।

কিন্তু যেই শিক্ষিকা নিজের জীবনটা উৎসর্গ করে, আগুনের মধ্যে ঢুকে তার শিক্ষার্থীদের উদ্ধার করলেন, এতোগুলা বাচ্চার জীবন বাঁচালেন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা গেলো না?

কেন? সিভিলিয়ান বইলা? সিভিলয়ানদের মধ্যে বীরত্ব নাই তাই?

কী জানি! আমরা তো আসলে সেকেন্ড ক্লাস সিটিজেনও না, আমরা হইতেসি আপনাদের ভূমিদাস। মর্যাদাহীনতাই আমাদের ভাগ্যে আছে।

মাইলস্টোনের এই ম্যাডামের নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।কি...
22/07/2025

মাইলস্টোনের এই ম্যাডামের নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।

কিন্তু নিজের শরীরে বেশি অংশ পু*ড়ে যাওয়া শর্তেও আ*গু*নের মধ্যে থেকে টেনে টেনে বাচ্চাদের বের করেন। অন্তত ২০ টা বাচ্চাকে তিনি নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন৷

বাস্তবে কখনো ফেরেশতা দেখিনি কিন্তু উনাকে দেখেছি৷ আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক৷

একজন মা বলছি..আমার সন্তানকে আমি সেই প্লে থেকে ক্লাস ওয়ান অব্দি বুকে করে আকড়ে ধরে স্কুলে নিয়ে গিয়েছি নিয়ে এসেছি,তারপর থেক...
22/07/2025

একজন মা বলছি..

আমার সন্তানকে আমি সেই প্লে থেকে ক্লাস ওয়ান অব্দি বুকে করে আকড়ে ধরে স্কুলে নিয়ে গিয়েছি নিয়ে এসেছি,তারপর থেকে যখন বিভিন্ন রুলসের কারনে যাওয়া পসিবল হয়নি,
আমি বাসায় বসে সমস্ত কাজে অ-মনোযোগী হয়ে আমার বুকের মানিকের অপেক্ষা করেছি,

আমার বাচ্চার স্কুলে এসি নেই জন্য ও না ফেরা অব্দি আমি নিজেও ফ্যান চালিয়ে বসে থাকি,আমার সন্তান যে টাইমে টিফিন খায় সেই টাইমে আমি সকালের নাস্তা করি,বেলা বাড়ার সাথে সাথে যখন গরমের তিব্রতা বাড়ে ব্যালকনিতে গিয়ে তার ঝাঝ নেই,স্কুল ছুটির কিছু আগে ঝড় কিংবা বৃষ্টি এলে আকাশে বাজ পরার শব্দ হলে এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে থাকি সে তার ছোট্ট ছোট্ট পায়ে ফিরছে কিনা দেখার জন্য..

আজ কত মা তার প্রিয় সন্তানকে হারালো,যার বুকের
ওম ছাড়া কারোর-ই ঘুম আসতোনা,ঘুমানোর আগ অব্দি সন্তানের সাথে মায়ের কত কথোপকথন কি-করে ভুলবে ওরা?বাবা না মা কাকে বেশি ভালোবাসে এই নিয়ে আর ঝগড়া করা হবেনা তাদের,স্কুলে যাওয়ার আগে আঙুল উচিয়ে কড়া করে কেউ বলবেনা আজকে স্কুল থেকে ফিরে কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে মনে থাকে যেন,রেজাল্টের খাতা নিয়ে কেউ গুটিগুটি পায়ে এসে জড়িয়ে ধরে বলবেনা আম্মু ১নাম্বার কম পেলে কি বকা দিবে?আইসক্রিম কি তবে এবার পাবোনা?

আহা যে সন্তানদের সামান্য রোদের তাপ থেকে দূরে রাখতে
বাবা মায়ের কতো আয়োজন আজ তাদের পোড়া-শরীর
কিভাবে দেখবে তারা?দুনিয়াতে কি জাহান্নানের একাংশ দেখা একেই বলে তবে?ইয়া মাবুদ ২০কোটি মা আজ কাঁদছে এ তোমার কেমন মঙ্গল কেমন-ই বা বিচার খোদা,কিভাবে ওই দগ্ধ অন্তর গুলোর শান্তি মিলবে?তুমি ছাড়া তাদের ধৈর্য্য দেওয়ার আর কেউ নাই।

আমি পারছিনা নিতে...কিভাবে কি করবো😭🙏

💔

জীবনে অনেক কিছুই আমরা চাই, কিন্তু সব কিছু পাই না।কখনো মানুষ বদলায়, কখনো সময়।কিছু সম্পর্কের শেষ হয় কষ্ট দিয়ে,আবার কিছু শু...
21/07/2025

জীবনে অনেক কিছুই আমরা চাই, কিন্তু সব কিছু পাই না।
কখনো মানুষ বদলায়, কখনো সময়।
কিছু সম্পর্কের শেষ হয় কষ্ট দিয়ে,
আবার কিছু শুরুই হয় ভুল সময়ের কারণে।

তবুও আমরা বাঁচি…
হাসার চেষ্টা করি…
ভালো থাকার অভিনয় করি…

তুমি যাকে ভালোবাসো তার সবটুকু নিয়ে ভালবাসবে শুধু ভালোটা কে ভালবাসবে খারাপটা কে বাসবে না তা তো হয় না বল 🥰
21/07/2025

তুমি যাকে ভালোবাসো তার সবটুকু নিয়ে ভালবাসবে
শুধু ভালোটা কে ভালবাসবে
খারাপটা কে বাসবে না
তা তো হয় না বল 🥰

আমি মনে করি জীবনটা আমার আমি আমার মত করে বাঁচবো আগে এসব কথা ভাবতেও অস্বস্তিকর মনে হতো এখন মনে হয় নিজেকে ভালবাসতে হবে আগে...
20/07/2025

আমি মনে করি জীবনটা আমার
আমি আমার মত করে বাঁচবো
আগে এসব কথা ভাবতেও অস্বস্তিকর
মনে হতো এখন মনে হয় নিজেকে ভালবাসতে হবে আগে তারপর সব
কারণ যার জন্য যত কিছুই করো না কেনো দিন শেষে সবাই একা
শুভ সন্ধা

“যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয...
20/07/2025

“যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।”
― Humayun Ahmed

মানুষ চলে গেলে গল্প হয়ে যায়। তারপর আবার ফিরে আসলে, আগ্রহ থাকেনা। সে গল্পের লাইনে লাইনে, পৃষ্ঠায় পৃষ্ঠায় যত'ই মুগ্ধতা থাক...
19/07/2025

মানুষ চলে গেলে গল্প হয়ে যায়। তারপর আবার ফিরে আসলে, আগ্রহ থাকেনা। সে গল্পের লাইনে লাইনে, পৃষ্ঠায় পৃষ্ঠায় যত'ই মুগ্ধতা থাকুক না কেন; চেনা গল্প দ্বিতীয়বার পড়ার ভেতর আনন্দ নেই - ❤️🥰

আল্লাহ জানেন তুমি কী চাও, তোমার মনে কী চলছে। জেনে রেখো যে আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। সে'ই আল্লাহই সবকিছু ঠিক করে দ...
17/07/2025

আল্লাহ জানেন তুমি কী চাও, তোমার মনে কী চলছে। জেনে রেখো যে আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। সে'ই আল্লাহই সবকিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ ... 🤍

Address


Alerts

Be the first to know and let us send you an email when blogging and cooking with liza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share