Sadir Hossain Rahim Vlogs

Sadir Hossain Rahim Vlogs Founder Chairman: Srijonshil Agragami Unnayan Sangsad. Ex General Secretary, Tazumuddin Reporters unity.
(1)

(2018-2024)

সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা শিল্পকলা একাডেমি, তজুমদ্দিন-ভোলা (২০২০-২০২৪) ।

07/09/2025

রক্ত, অশ্রু আর শোকের শহর—শান্তি কবে ফিরবে ভোলায়?

আবার কবে শান্তি ফিরবে প্রাণের ভোলাতে?লেখা: সাদির হোসেন রাহিমআবার কবে শান্তি ফিরবে প্রাণের ভোলাতে?যেদিন মসজিদের ইমামের লা...
07/09/2025

আবার কবে শান্তি ফিরবে প্রাণের ভোলাতে?

লেখা: সাদির হোসেন রাহিম

আবার কবে শান্তি ফিরবে প্রাণের ভোলাতে?
যেদিন মসজিদের ইমামের লাশ পড়বে না ঘরে,
থাকবে না আরিফের রক্তাক্ত নিথর দেহ গৃহদ্বারে,
ইস্পিতা হত্যার হবে বিচার, ঝরবে না অশ্রু আর।

আবার কবে শান্তি ফিরবে প্রাণের ভোলাতে?
যেদিন মা-বোন হারাবে না লজ্জা-ইজ্জতে,
যেদিন নারীর চিৎকার মিলিয়ে যাবেনা আঁধারে,
মানুষ ফের মানুষ হবে ভালোবাসার দ্বারে।

আবার কবে শান্তি ফিরবে প্রাণের ভোলাতে?
যেদিন দস্যুরা চর দখল করবে না শক্তি খাটিয়ে,
মেঘনার বুঁকে লুট হবেনা আর, আবাসনের ঘর,
গরিবের আশ্রয় বিক্রি হবে না লোভের নেশা নিয়ে।

আবার কবে শান্তি ফিরবে প্রাণের ভোলাতে?
যেদিন প্রশাসন দাঁড়াবে সত্যের পাশে,
জিম্মি হবে না ক্ষমতা আর 'মব' এর কাছে,
আইনের চোখ খোলা থাকবে মানুষের কল্যাণে।

আবার কবে শান্তি ফিরবে প্রাণের ভোলাতে?
যেদিন সাংবাদিকের কলম চলবে সত্যের পথে,
সংগঠন দখল ভাঙবে, বজ্রকন্ঠে চলবে লড়াই,
সত্যের সংবাদ ছড়াবে সবার হৃদয় অভ্যন্তরে।

আবার কবে শান্তি ফিরবে প্রাণের ভোলাতে?
যেদিন মেঘনার স্রোতে ভাসবে না লাশ,
মনপুরার বুক ফাটবে না প্রতিদিনের শোকে,
শান্তির জয়গান ভেসে উঠবে মেঘনার বুকে।

আবার কবে শান্তি ফিরবে প্রাণের ভোলাতে?
যেদিন ভেদাভেদ ভুলে জাগবে একতা,
রাজনীতির প্রতিহিংসা ভুলে ভালবাসা ফুটবে,
ভোলা হবে শান্তির প্রতিচ্ছবি বাংলাদেশেতে।

#ভোলা #শান্তি #লাশ #হত্যা #রক্তাক্ত #তজুমদ্দিন

05/09/2025

দক্ষ ওয়েব ডেভেলপার প্রয়োজন অভিজ্ঞ কেউ থাকলে হোয়াটসঅ্যাপে নক দিন: 01714311743

চাঁদপুর ঘাটে পা রাখতেই চোখে পড়ল বড় করে লেখা “ইলিশের বাড়ি চাঁদপুর।” কিন্তু মনে মনে হাসি পেল, কারণ জানি আসল সত্য অন্যরকম। ...
04/09/2025

চাঁদপুর ঘাটে পা রাখতেই চোখে পড়ল বড় করে লেখা
“ইলিশের বাড়ি চাঁদপুর।” কিন্তু মনে মনে হাসি পেল, কারণ জানি আসল সত্য অন্যরকম। সরকার বলেছে, ইলিশের প্রকৃত আস্তানা ভোলা। ভোলার ইলিশই সবচেয়ে সুস্বাদু, ভোলাতেই উৎপাদন বেশি। তবুও চাঁদপুরের নামের সাথেই ইলিশকে ঘিরে এক অদ্ভুত রহস্য ও মিথ্যে প্রচারণা জড়িয়ে আছে।

এই সফরের গল্পটাও অদ্ভুত। জীবনে প্রথমবার এক ছলনাময়ীর আমন্ত্রণে চাঁদপুরে গিয়েছিলাম ইলিশ কিনতে। অথচ ironically, সেই মানুষটিই আমাকে জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তার সাথে নদীর ধারে দাঁড়িয়ে যখন বাতাস মুখে এসে লাগছিল, মনে হচ্ছিল কতবার মানুষকে বিশ্বাস করি, আর কতবার ভেঙে যাই। তবু তার সাথে এই নদীর ধারে দাঁড়িয়ে থাকাটা যেন ভেতরে ভেতরে একটা দ্বন্দ্ব জাগাল। একদিকে স্মৃতির টান, অন্যদিকে বিশ্বাসভঙ্গের ব্যথা।

চাঁদপুর লঞ্চ ঘাটে নেমে হঠাৎ মনে পড়ে গেল ২০২০ সালের সেই দিনগুলোর কথা। করোনার অবরুদ্ধ পৃথিবী, আর ঠিক তখনই ফেসবুকে পরিচয় হয়েছিল এক চাঁদপুর মতলব উপজেলার এক ললনাময়ী রূপবতী তরুণীর সাথে। বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকে স্বপ্ন টানা কয়েক মাসের ভার্চুয়াল যাপন। কিন্তু দেখা হওয়ার আগেই যোগাযোগ ফিকে হয়ে গেল। করোনা যেন কেবল দুনিয়ার জীবন থামিয়ে দেয়নি, আমাদের ভালোবাসার পথেও ভিলেন হয়ে দাঁড়াল।

সে মেয়েটি ঢাকায় থাকত, ক্যান্টনমেন্ট গার্লস কলেজের ছাত্রী ছিলো। অথচ তার দাদাবাড়ি এই চাঁদপুরেই। নদীর ধারে বসে তার কথা মনে পড়তেই বুকের ভেতর হাহাকার জেগে উঠল। চোখের কোণে কষ্ট, আবার ঠোঁটে অজান্তে এক চিলতে হাসি।

অবশেষে ফেরার পথে চাঁদপুর রেলস্টেশনের একখানা ছবি তুললাম। ছবির ভেতরে শুধু দিনের স্মৃতি নয়, জমা রইল ভাঙা স্বপ্নের টুকরো, অপ্রকাশিত কষ্ট আর হারানো ভালোবাসার গোপন আর্তনাদ।

আমি স্মৃতি ধারণ করতে ভালোবাসি। কখনো তা আনন্দের, কখনো বিষাদের। কিন্তু সবকিছুর শেষে এটাই সত্য স্মৃতিই মানুষকে বাঁচিয়ে রাখে।

লেখা: সাদির হোসেন রাহিম।

#ইলিশ #চাঁদপুর #ছলনাময়ী # Sadir

“ব্যাচেলরদের শেষ রাতের মেনু = খিচুরি + নস্টালজিয়া।”         # Sadir
31/08/2025

“ব্যাচেলরদের শেষ রাতের মেনু = খিচুরি + নস্টালজিয়া।”

# Sadir

ধানমন্ডি লেক পাড়ের আড্ডায়...
27/08/2025

ধানমন্ডি লেক পাড়ের আড্ডায়...

আমার লেখা কলাম..তারেক হাবিবের উপর মব হামলা: নিন্দনীয় এক দৃষ্টান্ত
25/08/2025

আমার লেখা কলাম..
তারেক হাবিবের উপর মব হামলা: নিন্দনীয় এক দৃষ্টান্ত

তারেক হাবিবের ওপর মব হামলা: নিন্দনীয় এক দৃষ্টান্তসাংবাদিকতা মানে শুধু খবর সংগ্রহ বা প্রকাশ করা নয়,  সাংবাদিকতা মানে সত্য...
23/08/2025

তারেক হাবিবের ওপর মব হামলা: নিন্দনীয় এক দৃষ্টান্ত

সাংবাদিকতা মানে শুধু খবর সংগ্রহ বা প্রকাশ করা নয়, সাংবাদিকতা মানে সত্যকে তুলে ধরা, অন্যায়ের মুখোশ উন্মোচন করা এবং দুর্নীতির বিরুদ্ধে নির্ভীক অবস্থান নেওয়া। হবিগঞ্জের সাহসী সাংবাদিক তারেক হাবিব সেই সত্যিকারের সাংবাদিকদের একজন, যিনি কলমকে বেছে নিয়েছেন মানুষের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।

তিনি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক। “আমার হবিগঞ্জ” কোনো সাধারণ পত্রিকা নয়; এটি হবিগঞ্জের নির্যাতিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। পত্রিকার জন্মলগ্ন থেকেই আমি এর সঙ্গে গভীরভাবে যুক্ত। লাইসেন্স নেওয়ার কাজ থেকে শুরু করে ঢাকাতে প্রকাশক সুশান্ত দাদার সাথে বিভিন্ন মহলে যাওয়া বা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সম্পৃক্ত থেকেছি। “আমার এমপি” সংস্থার অধীনে এই পত্রিকা গড়ে উঠেছে, আমাদের প্রত্যাশা ছিলো সর্বত্র যেন সাধারণ মানুষের সত্যের আওয়াজ পৌঁছে যায়। আর সেই সত্যকেই নির্ভয়ে তুলে ধরছেন তারেক হাবিব।

কিন্তু দুঃখজনকভাবে আজ সেই নির্ভীক সাংবাদিক মব হামলার শিকার হয়ে কারাগারে বন্দি। জানা গেছে, ৫ আগস্ট পরবর্তী সময়ে হবিগঞ্জের নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ ও অনুসন্ধান চালানোর কারণে তারেক হাবিবকে একদল সন্ত্রাসী টার্গেট করে মব তৈরি করে হামলা চালায়। পুলিশ তাকে উদ্ধার করলেও পরবর্তীতে একাধিক মামলায় আটক দেখিয়ে জেলে পাঠানো হয়। সর্বশেষ খবর অনুযায়ী, গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ কারাগার থেকে সিলেটে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

তারেক হাবিব আওয়ামীলীগ আমলে ছিলেন মাফিয়াদের আতঙ্ক। আবার ৫ আগস্ট পরবর্তী সময়েও ক্ষমতাসীনদের অনিয়মের সমালোচনার কারণে নতুন শত্রু তৈরি করেছেন। অথচ একজন সাংবাদিকের কাজই হলো নিরপেক্ষভাবে সত্য তুলে ধরা। এজন্যই তাকে “জাত সাংবাদিক” বলা যায়। তারেক হাবিবের উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, এটি পুরো সাংবাদিক সমাজ ও মুক্ত সাংবাদিকতার উপর হামলা।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য ও ন্যায়ের পথে থাকা মানুষকে সাময়িকভাবে দমিয়ে রাখা যায়, কিন্তু চিরদিনের জন্য নয়। তারেক হাবিবের কলমের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা যতই হামলা চালাক, যতই মিথ্যা মামলা দিক সত্যকে কখনও থামানো সম্ভব নয়।

আমি সাংবাদিক তারেক হাবিবের উপর এই নেক্কারজনক মব হামলা, মিথ্যা মামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে দ্রুত তার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনা করছি।

✍️ সাদির হোসেন রাহিম
সাবেক সাধারণ সম্পাদক
তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি

#আমার_হবিগঞ্জ #মবহামলা #কলমযুদ্ধ #গ্রেফতার

Address

Tejgaon

Alerts

Be the first to know and let us send you an email when Sadir Hossain Rahim Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadir Hossain Rahim Vlogs:

Share