
13/12/2024
কবি হেলাল হাফিজ আর নেই :(
গুরুতর দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে বাংলাদেশের কবিতার জগতে অনন্য প্রতিভাধর, অমর পঙ্ক্তি "এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়" এর স্রষ্টা কবি হেলাল হাফিজ আর আমাদের মাঝে নেই। ১৩ ডিসেম্বর ২০২৪, বেলা আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তাকে নিয়ে এলে ডাক্তাররা জানান তিনি ইতমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
কবি হেলাল হাফিজ তার প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ (১৯৮৬) দিয়েই বাংলা সাহিত্যের অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করেন। লড়াই, প্রেম, বিরহ, দ্রোহ এবং জীবনযাপনের গভীর বাস্তবতাকে শব্দে বন্দী করার অসামান্য দক্ষতা তাকে এক কিংবদন্তি কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার রচিত ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ এবং ‘অগ্ন্যুৎসব’ কবিতা আজও অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রামের অনুপ্রেরণা জোগায়।
বাংলা সাহিত্যে এত অল্প কবিতা লিখেও এত বড় প্রভাব বিস্তার করার নজির বিরল। ‘যে জলে আগুন জ্বলে’, ‘কবিতা একাত্তর’ এবং ‘বেদনাকে বলেছি কেঁদো না’ গ্রন্থসমূহ বাংলা কবিতার অমূল্য সম্পদ হয়ে থাকবে।
জিলাইভ এর পক্ষ থেকে আমরা কবির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার মৃত্যু আমাদের সাহিত্যাঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তার অবদানকে যুগ যুগ ধরে স্মরণে রাখার অঙ্গীকার করছি।
কবি হেলাল হাফিজ, আপনি আমাদের হৃদয়ে চির অমলিন।
#কবি_হেলাল_হাফিজ #হেলাল_হাফিজ #হেলালহাফিজ #কবি #কবিতা #বাংলাদেশ #সাহিত্য