Rubel Rana 01

Rubel Rana 01 personal Lifestyle

ড.ইউনূস স্যার যখন পৃথিবীর দক্ষিণ মেরু চীন সফরে ১৫ হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা,১২ হাজার কোটি টাকার চারট...
28/03/2025

ড.ইউনূস স্যার যখন পৃথিবীর দক্ষিণ মেরু চীন সফরে ১৫ হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা,১২ হাজার কোটি টাকার চারটি মহাসাগরীয় বাণিজ্য হাজার ক্রয় 🇧🇩,

১০ হাজার কোটি টাকার তিস্তা ব্যারেজ 🇧🇩 তৈরি,বিনা শুল্কে ২০২৮ সাল পর্যন্ত মুক্ত পণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির ১ ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে যাচ্ছে।
ঠিক তখনি পৃথিবীর উত্তর মেরু থেকে খবর এলো বাংলাদেশের সবথেকে বড় সমস্যা জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস হয়েছে ১৪০ দেশের প্রত্যক্ষ ভোটে।যেখানে কোন দেশ বিপক্ষে ভোট দেয়নি।
রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক সাত ডলার তথা ৮৪৭টাকা দেওয়া হতো।
নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন থেকে জনপ্রতি খাবারে ১২ ডলার তথা ১৪৫২ টাকা দেওয়া হবে।
এখানেই শেষ নয়, ফেডারেল থেকে খরব এলো, দীর্ঘ সময়ের পর বাংলাদেশের রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার এর উপরে। শুধু এমাসে দেশে এসেছে ৪ বিলিয়ন ডলার যা আগের সবকিছুকে পারকরে দিছে😊......
এরপরও কারা যেন বলে ...
ড.ইউনূস তাড়াতাড়ি একটু নির্বাচন দাও চেটে খাবো...... 🌚 আর পারতেছি না অপেক্ষা করতে,

হুটহাট চিম্বুক,  থানচি ও নাফাখুমের পথে।  যাত্রাবিরতি চট্রগ্রাম।
20/02/2025

হুটহাট চিম্বুক, থানচি ও নাফাখুমের পথে। যাত্রাবিরতি চট্রগ্রাম।

অনেক খোজাখুজি করার পর অবশেষে আমরা ভ্যালেন্টাইন্স ডে তে হাতির ঝিলে খুজে পেলাম সেই বিখ্যত হুমায়ুন আহমেদ এর হিমুকে ❤️❤️😍
15/02/2025

অনেক খোজাখুজি করার পর অবশেষে আমরা ভ্যালেন্টাইন্স ডে তে হাতির ঝিলে খুজে পেলাম সেই বিখ্যত হুমায়ুন আহমেদ এর হিমুকে ❤️❤️😍

With Wazi H. – I just got recognized as one of their top fans! 🎉
01/02/2025

With Wazi H. – I just got recognized as one of their top fans! 🎉

যাদুর শহরের মায়ায় পড়ে রয়ে গেলাম।  পার হয়ে গেলো ৯ টা বছর।❤️
01/02/2025

যাদুর শহরের মায়ায় পড়ে রয়ে গেলাম। পার হয়ে গেলো ৯ টা বছর।❤️

প্রেমিকার সাথে অর্থনীতি, রাজ'নীতি, সমাজত'ন্ত্র, প্রজাত'ন্ত্র, গণত'ন্ত্র,  মার্ক্স'বাদ, না'রী'বাদ, শিক্ষা, শিল্প, সাহিত্য...
29/01/2025

প্রেমিকার সাথে অর্থনীতি, রাজ'নীতি, সমাজত'ন্ত্র, প্রজাত'ন্ত্র, গণত'ন্ত্র, মার্ক্স'বাদ, না'রী'বাদ, শিক্ষা, শিল্প, সাহিত্য, বানিজ্য, ঈ'শ্বরবাদ, মহাকাশ, সৌ'রজগত, প্রোগ্রামিং, ধর্ম, অ'ধর্ম, আ'স্তি'ক্যবাদ, না'স্তি'ক্যবাদ, স্বাস্থ্য সচেতনতা, জলবায়ুর পরিবর্তন, ইত্যাদি বিষয় নিয়ে মন খুলে কথা বলা না গেলে, প্রেম করার দরকার নাই।

"শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো" তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয়।

পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে; মনোযোগ দিয়ে কথা শুনবার মানুষ পাওয়া কঠিন।🌸🖤

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
28/01/2025

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

কোনো সংঘাতময় পরিস্থিতিতে সামনে থেকে ঝুঁকি নিয়ে সমাধানের চেষ্টা করা সহজ কাজ নয়। কিন্তু Hasnat Abdullah তা করে দেখিয়েছ...
27/01/2025

কোনো সংঘাতময় পরিস্থিতিতে সামনে থেকে ঝুঁকি নিয়ে সমাধানের চেষ্টা করা সহজ কাজ নয়। কিন্তু Hasnat Abdullah তা করে দেখিয়েছে। যারা তাকে নিয়ে ব্যঙ্গ বা ট্রল করছে, তাদের বোঝা উচিত—এই ছেলেটা জানত, এই পরিস্থিতিতে তার জীবন যেকোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারতো।

সে চাইলে ঘরে নিরাপদে থাকতে পারতো। কিন্তু করেনি। কারণ প্রকৃত সাহসী কখনো নিজের জীবনের মায়া করে না;

কোনো রাজনৈতিক ব্যক্তি এমন সংঘর্ষমুখর পরিস্থিতিতে সামনে আসবে না। তাদের কাছে নিজেদের জীবন রক্ষার চেয়ে বড় কিছু নেই। তারা দূর থেকে নির্দেশ দেয়, আর তাদের সমর্থকদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। অথচ হাসনাত সামনের সারিতে দাঁড়িয়ে ঝুঁকি নিয়েছে। ডান, বাম, মধ্য, জাতীয়তাবাদী বা ইসলামী—যত ছাত্র সংগঠনই থাকুক না কেন, কেউই সামনে আসার সাহস দেখায়নি। কিন্তু গুপ্ত ঘাতকদের উপস্থিতি উপেক্ষা করে সাহস নিয়ে এগিয়ে এসেছে হাসনাত আব্দুল্লাহ।

ছাত্র সংগঠন চালান অথচ ছাত্রদের দুঃসময়ে কাজে আসতে পারেন না—এই হলো আপনাদের রাজনীতি!

এটাই প্রকৃত সাহসিকতার উদাহরণ—যেখানে নিজের জীবন নয়, আদর্শ আর আত্মত্যাগই প্রধান শক্তি।
সমন্বয়ক হাসনাতরা তোদের মায়ের পরনের কাপড় রক্ষা করেছিল, তাদের অ'পমানে যদি তোরা খুশি হয়ে থাকিস তাহলে তোরা বাবামায়ের কু'সন্তান!

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
17/01/2025

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Address

Tejgaon
Tejgaon
1208

Alerts

Be the first to know and let us send you an email when Rubel Rana 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubel Rana 01:

Share

Category