
28/03/2025
ড.ইউনূস স্যার যখন পৃথিবীর দক্ষিণ মেরু চীন সফরে ১৫ হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা,১২ হাজার কোটি টাকার চারটি মহাসাগরীয় বাণিজ্য হাজার ক্রয় 🇧🇩,
১০ হাজার কোটি টাকার তিস্তা ব্যারেজ 🇧🇩 তৈরি,বিনা শুল্কে ২০২৮ সাল পর্যন্ত মুক্ত পণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির ১ ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে যাচ্ছে।
ঠিক তখনি পৃথিবীর উত্তর মেরু থেকে খবর এলো বাংলাদেশের সবথেকে বড় সমস্যা জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস হয়েছে ১৪০ দেশের প্রত্যক্ষ ভোটে।যেখানে কোন দেশ বিপক্ষে ভোট দেয়নি।
রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক সাত ডলার তথা ৮৪৭টাকা দেওয়া হতো।
নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন থেকে জনপ্রতি খাবারে ১২ ডলার তথা ১৪৫২ টাকা দেওয়া হবে।
এখানেই শেষ নয়, ফেডারেল থেকে খরব এলো, দীর্ঘ সময়ের পর বাংলাদেশের রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার এর উপরে। শুধু এমাসে দেশে এসেছে ৪ বিলিয়ন ডলার যা আগের সবকিছুকে পারকরে দিছে😊......
এরপরও কারা যেন বলে ...
ড.ইউনূস তাড়াতাড়ি একটু নির্বাচন দাও চেটে খাবো...... 🌚 আর পারতেছি না অপেক্ষা করতে,