Viral Goose

Viral Goose Exclusive photo, reels and video content creator.

28/05/2025

ছাগলের চামড়া ছাড়ানোর সহজ পদ্ধতি শিখে রাখুন।

https://youtu.be/s9I6JMXERvI #দাবানল  #ইসরাইল
02/05/2025

https://youtu.be/s9I6JMXERvI
#দাবানল #ইসরাইল

Recent Prairie fire in Israel update news and videos. Get latest update of deadly fire in Jerusalem Israel. Subscribe our Channel for more videos. Follow our...

23/08/2024

সিলেট সীমান্তে ধরা পড়ার পর শেখ হাসিনার পদলেহী বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের অবস্থা 😂 ও এক্সক্লুসিভ ভিডিও।

তার আবদার কি ফেলা যায়? 😜
23/08/2024

তার আবদার কি ফেলা যায়? 😜

ধর্ষণের মামলায় গ্রেফতার টিকটকার প্রিন্স মামুন 😂(নিউজ লিংক প্রথম কমেন্টে)
11/06/2024

ধর্ষণের মামলায় গ্রেফতার টিকটকার প্রিন্স মামুন 😂
(নিউজ লিংক প্রথম কমেন্টে)

 #হিট_স্ট্রোক >>>> কিভাবে বুঝবেন হিট স্ট্রোক হয়েছে? ১. শরীর গরম হয়ে যাওয়া। ঘাম বন্ধ হয়ে যাওয়া। ২. কনফিউশন। সে যা বলছে তা...
26/04/2024

#হিট_স্ট্রোক

>>>> কিভাবে বুঝবেন হিট স্ট্রোক হয়েছে?

১. শরীর গরম হয়ে যাওয়া। ঘাম বন্ধ হয়ে যাওয়া।

২. কনফিউশন। সে যা বলছে তা বুঝা যাবে না বা সে অন্যের কথা বুঝতে পারছে না।

৩. খিঁচুনি।

৪. বমি বমি ভাব বা বমি হওয়া।

৫. শ্বাসকস্ট। বুক ধরফর করা। শ্বাস নিতে কস্ট হওয়া।

৬. অজ্ঞান হয়ে যাওয়া।

>>> হিট স্ট্রোক হলে কি করণীয়?

১. তুলনামূলক ঠান্ডা জায়গায়, ছায়ায়, ফ্যান বা এসির নিচে নিয়ে যেতে হবে। তাকে ফ্যান বা পাখা দিয়ে বাতাস করতে হবে।

২. অতিরিক্ত কাপড়চোপড় খুলে দিতে হবে বা ঢিলা করে দিতে হবে।

৩. শরীরে পানি ছিটিয়ে দিতে হবে বা একটা কাপড় পানিতে ভিজিয়ে শরীর মুছে দিতে হবে।

৪. কাপড়ে বরফ পেঁচিয়ে ঘাড়ে আর বগলে দিতে হবে।

৫. পানি খেতে দিতে হবে। এছাড়া ডাবের পানি, স্যালাইন ও দেয়া যেতে পারে।

এভাবে তাকে দ্রুত ঠান্ডা করতে হবে এবং খুব দ্রত হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যেতে হবে।

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন? এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে ক...
20/04/2024

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?

এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দুরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি।
একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যপারে জানতে চাইলেন।
কী ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো? দৈহিক সৌন্দর্য? বেশী সন্তান জন্ম দেয়া? নাকি অন্যকিছু?

বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিনত করতে পারেন।
কীভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না।
সন্তান জন্ম দান? না, তাও নয়। কারণ, অনেক মহিলা আছেন, যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেননা। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়।
ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন, যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারা দিন রান্না ঘরে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন।
তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কী?

বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম।

সাবধান! বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে।
সাংবাদিক: ঐ সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন?

বৃদ্ধা: সাবধান! সেটা কখনো করবেননা। তখন তিনি মনে করবেন, আপনি তাঁর কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত, চুপ থেকে ওর প্রতিটি কথায় হা সুচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন।

অতপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে? এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই, আর আপন কাজে লেগে যাই। কারন চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন।
সাংবাদিক: এরপর কি করেন? এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন, এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়?

বৃদ্ধা: সাবধান! এধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন।
যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেবে।
সাংবাদিক: তাহলে কি করবেন তখন?

বৃদ্ধা: দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই, আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এসময় তার সাথে অত্যন্ত স্বাভাবিক ভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছো? আমি বলি, না।
তারপর, তার দূর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন।
সাংবাদিক: আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন?

বৃদ্ধা: অবশ্যই। কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে, রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব?
সাংবাদিক: তাহলে আপনার ব্যক্তিত্ব?

বৃদ্ধা: আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরি ভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?

(((সংগৃহীত)))

স্ত্রী’র মন ভালো রাখার উপায়ঃ★আপনার স্ত্রীর যদি ঘন ঘন মুড সুইং হয়, তবে তাকে পর্যাপ্ত সময় দিন। যতই ব্যস্ত থাকুন না কেন, তা...
19/04/2024

স্ত্রী’র মন ভালো রাখার উপায়ঃ

★আপনার স্ত্রীর যদি ঘন ঘন মুড সুইং হয়, তবে তাকে পর্যাপ্ত সময় দিন। যতই ব্যস্ত থাকুন না কেন, তার মন বুঝার চেষ্টা করুন। আপনার সামান্য একটু আন্তরিকতা তার মন ভালো করে দেয়ার জন্য যথেষ্ট।

★স্ত্রী ঠিক কি কি খেতে পছন্দ করে, তার প্রিয় খাবারগুলো অফিস থেকে ফেরার সময় বাসায় নিয়ে যান। সারাদিন মন খারাপ থাকলে খাওয়ার ইচ্ছে না থাকাটাই স্বাভাবিক। তাই রাতে তার পছন্দের খাবারগুলো নিয়ে দু'জন একসাথে বসে খান।

★সারাদিন বাসায় বসে থাকতে থাকতে তার হয়তো একঘেয়েমি লাগতে পারে! তাই অন্তত ছুটির দিনগুলোতে এমন কোথাও তাকে নিয়ে ঘুরতে যান, যেখানে দু'জন একান্ত সময় কাটাতে পারবেন। কেননা প্রিয়জনের সাথে সময় কাটালে মানুষের বিষন্নতা দূর হয়ে যায়।

★দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী’র মাঝে মাঝে রাগ-অভিমান হওয়াটাই স্বাভাবিক। তবে স্ত্রী অভিমান করলে, বাসায় ফেরার পথে তার জন্য একটি গোলাপ আর কিছু চকলেট সাথে নিয়ে যেতে পারেন। গোলাপ আর চকলেট দেখে অন্তত সে আর রাগ করে থাকতে পারবে না।

★স্ত্রী যদি রোমান্টিকতা পছন্দ করেন, তবে কষ্ট করে হলেও তার ছোট ছোট আবদার পূরণ করার চেষ্টা করুন। চাইলে কোনো এক টং এর দোকানে বসে দু'জন মিলে চা খেতে পারেন।

★জোছনা রাতে দুজন চাঁদ দেখতে পারেন, সেই সাথে তার সাথে সুখ-দুঃখের মিষ্টি মিষ্টি গল্প করলেও কিন্তু মন্দ হবে না। তার যতই মন খারাপ থাক, আপনার এমন রোমান্টিকতায় সে মুগ্ধ হয়ে যাবে।

★স্ত্রী অসুস্থ থাকলে অন্তত ওষুধ খাওয়ানোর দায়িত্বটা নিজেই বহন করুন। কেননা অসুস্থ থাকলে কোনো কিছু ভালো লাগে না, ওষুধ খাওয়ার কথা ভুলে যাওয়ারই সম্ভাবনা থাকে। তাই নিয়ম করে আপনিই সে ক'টা দিন তাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিন কিংবা পাশে থাকলে নিজেই খাওয়ান।

★অফিস থেকে ফিরে ছোট ছোট কাজে, রান্নার কাজে তাকে সাহায্য করুন। যদি রান্না করতে পারেন, তবে সপ্তাহে অন্তত একটা দিন ( ছুটির দিন ) তাকে রান্না করে খাওয়ান।

★তার বিশেষ দিনগুলোতে ( পিরিয়ড+প্রেগনেন্সি+শারীরিক অসুস্থতায় ) তাকে পর্যাপ্ত সময় দিন। শত ব্যস্ততার পরেও তার ঘন ঘন খোঁজ নিন। তার খেঁয়াল রাখুন। তার সাথে অন্তত এই সময়গুলোতে বাজে ব্যবহার করবেন না।

এই বিশেষ দিনগুলোতে সব মেয়েদেরই মুড সুইং হয়, ভালো কথাতেও রেগে যায়, অকারণে অভিমান করে। তবে আপনাকে এই সময়গুলোতে হতে হবে সহনশীল। তাকে বুঝতে হবে,তাকেও বুঝাতে হবে। আন্তরিকতার সাথে তার সাথে মিশতে হবে! তার ঠিক কি করলে মন ভালো হবে,সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

স্ত্রীর মন ভালো রাখার জন্য আহামরি কোনো কিছুর প্রয়োজন হয় না বলে আমি মনে করি। তবে সব স্ত্রী যে এগুলোতে সন্তুষ্ট থাকবে, তাও বলছি না। বেশিরভাগ স্ত্রীই তার স্বামীর কাছে শুধুমাত্র এটুকুই আশা করে।

মনে রাখবেন,
আপনার শত ব্যস্ততার মাঝেও স্ত্রীর জন্য সময়, যত্ন আর ভালোবাসাই পারে তার মন ভালো রাখতে। যা কখনোই স্ত্রীকে টাকার পাহাড়ে শুইয়ে রাখলেও পারবেন না। দাম্পত্য জীবনে টাকার চাইতে বেশি জরুরি দু'জনের বোঝাপড়া, আন্তরিকতা আর পরস্পরের প্রতি ভালোবাসা এবং ইতিবাচক মনোভাব।

জীবন সঙ্গীর পিছনে শুধু টাকা ব্যয় করার চেয়ে সময় ব্যয় করাটা বেশি জরুরি। কেননা টাকা দিয়ে কেবল সৌখিন চাহিদা পূরণ করা যায়, তবে মনে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে দাম্পত্য জীবন পার করা যায় না!

Address

Tejgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Viral Goose posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Viral Goose:

Share