
10/09/2025
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যাম্পাসভিত্তিক টেক্সটাইল যন্ত্রপাতি প্রদর্শনী “TexMach Expo 2025।" BUTEX TexMech Society-এর আয়োজনে এবং AUKOTEX ও ITET-এর সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনী আগামী ১৯ সেপ্টেম্বর বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এটি “Machine Mania 2.0”-এর প্রধান আকর্ষণ হিসেবে আয়োজন করা হচ্ছে।